বাংলাদেশ বিষয়াবলী-১৮

প্রশ্নঃ পানি পথের তৃতীয় যুদ্ধ হয়-
ক. ১৫২৬ সালে
খ. ১৫৫৬ সালে
গ. ১৭৬১ সালে
ঘ. ১৭৬৫ সালে
উত্তরঃ গ

প্রশ্নঃ মুহম্মদ বখতিয়ার খিলজি কোন শতাব্দীতে বাংলাদেশে আসেন ?
ক. একাদশ
খ. দশম
গ. ত্রয়োদশ
ঘ. পঞ্চদশ
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের উত্থাপক কে ছিলেন?
ক. লিয়াকত আলী খান
খ. এ কে ফজলুল হক
গ. মোহাম্মদ আলী জিন্নাহ
ঘ. খাজা নাজিমুদ্দিন
ঙ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
উত্তরঃ খ

প্রশ্নঃ হানাদার পাকিস্থানী সৈন্যরা কবে, কখন বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়ি আক্রমণ করে?
ক. ৭ মার্চ, ১৯৭১
খ. ২৫ মার্চ, ১৯৭১
গ. ২৬ মার্চ, ১৯৭১
ঘ. ২৭ মার্চ, ১৯৭১
উত্তরঃ খ

প্রশ্নঃ প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
ক. কুষ্টিয়া
খ. বগুড়া
গ. কুমিল্লা
ঘ. চাঁপাই নবাবগঞ্জ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ১৯৭০ সালে পাকিস্থানের প্রথম সাধারণ নির্বাচনে কোন দল সংখ্যাগরিষ্টতা অর্জন করে?
ক. মুসলিম লীগ
খ. আওয়ামী লীগ
গ. পিপলস পার্টি
ঘ. ন্যাশনাল আওয়ামী পার্টি
উত্তরঃ খ

প্রশ্নঃ ১৯০৫ সালে বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় বা গর্ভনর জেনারেল কে ছিলেন?
ক. লর্ড মিন্টো
খ. লর্ড চেমসফোর্ড
গ. লর্ড কার্জন
ঘ. লর্ড মাউন্টব্যাটেন
উত্তরঃ গ

প্রশ্নঃ কত সালে ইউরোপ হতে আফ্রিকার উওমাশা অন্তরীপ হয়ে সমুদ্রপথে পূর্বদিকে আসার জলপথ আবিস্কৃত হয়?
ক. ১৪৮৭ সালে
খ. ১৪৯০ সালে
গ. ১৪৯৮ সালে
ঘ. ১৫০২ সালে
উত্তরঃ ক

প্রশ্নঃ প্রথম বঙ্গভঙ্গ আন্দোলনের সময় ভারতের গর্ভনর জেনারেল কে ছিলেন ?
ক. হেস্টিংস
খ. কার্জন
গ. কর্ণওয়ালিস
ঘ. ডালহৌসি
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোন ব্যক্তি মোঘল সম্রাট ছিলেন না ? (Which of the following was not a Mughal Emperor ?)
ক. আকবর (Akbar)
খ. বাহাদুর শাহ্‌ (Bahadur Shah)
গ. ঈসা খাঁ (Isha Khan)
ঘ. বাবর (Babar)
ঙ. হুমায়ুন (Humayun)
উত্তরঃ গ

প্রশ্নঃ অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? (Who was the last chief minister of undivided Bengal ?)
ক. এ. কে. ফজলুল হক (A.K.Fazlul Haque)
খ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী (Huseyen Shahid Shurwardy)
গ. আবুল হাসেম (Abul Hashem)
ঘ. খাজা নাজিমুদ্দিন (Khaja Nazim Uddin)
ঙ. এদের কেউ নয় (None of them)
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন সালে ইউরোপ হতে ভারতে আসার জলপথ আবিস্কৃত হয়েছে ?
ক. ১৪৯৮ সালে
খ. ১৪৯২ সালে
গ. ১৫১৭ সালে
ঘ. ১৬৪৮ সালে
উত্তরঃ ক

প্রশ্নঃ মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় –
ক. ১৯০৫ সালে
খ. ১৯০৬ সালে
গ. ১৯১০ সালে
ঘ. ১৯১১ সালে
উত্তরঃ খ

প্রশ্নঃ পাকিস্থানের গণপরিষদের প্রথম অধিবেশনে রাষ্ট্রভাষা বাংলা করার দাবী জানান –
ক. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
খ. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
গ. শেরে বাংলা এ কে ফজলুল হক
ঘ. কুমিল্লার ধীরেন্দ্র নাথ দত্ত
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ভারতে সর্বপ্রথম কার সময় রেলপথ ও টেলিগ্রাফ লাইন স্থাপিত হয় –
ক. লর্ড ওয়েলেসলি
খ. লর্ড বেন্টিংক
গ. লর্ড ক্যানিং
ঘ. লর্ড ডালহৌসি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন সম্রাট সর্বপ্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সুরাটে বাণিজ্য কুটি স্থাপনের অনুমতি দেন?
ক. আকবর
খ. শাহবাজ খান
গ. মুর্শিদকুলি খান
ঘ. জাহাঙ্গীর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী -এটি কার ঘোষনা?
ক. তিতুমীর
খ. ফকির মজনু শাহ
গ. দুদু মিয়া
ঘ. হাজী শরীয়তুল্লাহ
উত্তরঃ গ

প্রশ্নঃ মূল্য ও বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করেন ?
ক. ইলতুৎমিশ
খ. বলবন
গ. আলাউদ্দিন খলজী
ঘ. মুহম্মদ বিন তুঘলক
উত্তরঃ গ

প্রশ্নঃ ভারতের যে সম্রাটকে ‘আলমগীর’ বলা হতো –
ক. শাহজাহান
খ. বাবর
গ. বাহাদুর শাহ্‌
ঘ. আওরঙ্গজেব
উত্তরঃ ঘ

প্রশ্নঃ প্রীতিলতা ওয়াদ্দেদার সম্পৃক্ত ছিলেন –
ক. তেভাগা আন্দোলনে
খ. ব্রিটিশ বিরোধী সন্ত্রাসী আন্দোলন
গ. ১৯৭১ -এর মুক্তিযুদ্ধে
ঘ. সত্যাগ্রহ আন্দোলন
উত্তরঃ খ

প্রশ্নঃ পানিপথের দ্বিতীয় যুদ্ধ কোন সালে সংঘটিত হয়?
ক. ১৫২৬
খ. ১৫২৫
গ. ১৫৫৬
ঘ. ১৭৬৩
উত্তরঃ গ

সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়াবলী, বাংলাদেশের অর্থনীতি, রপ্তানী ও বাণিজ্য:

প্রশ্নঃ বাংলাদেশে ধাতব মুদ্রা কবে থেকে চালু হয় ?
ক. ১ লা মার্চ, ১৯৭২ সাল
খ. ২ ফেব্রুয়ারি,১৯৭২ সাল
গ. ৪ জানুয়ারি, ১৯৭৩ সাল
ঘ. ১২ জুন, ১৯৭৩ সাল
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোনটি ক্রেডিট কার্ড কোম্পানি নয় ? (Which company below is not credit card company ?)
ক. Visa
খ. Master Card
গ. Dinners club
ঘ. American express
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বৃহত্তম বাজার কোন দেশ?
ক. সৌদি আরব
খ. জাপান
গ. যুক্তরাষ্ট্র
ঘ. চীন
উত্তরঃ গ

প্রশ্নঃ নোবেল বিজয়ী ড. ইউনূসের গ্রামীণ ব্যাংকের সুচনাপর্বে জোবরা গ্রামে প্রথম ক্ষুদ্র ঋণ গ্রহীতা দরিদ্র গৃহবধূর নাম –
ক. হালিমা বেগম
খ. সুফিয়া বেগম
গ. শরিফা বেগম
ঘ. সুরাইয়া বেগম
ঙ. খাদিজা বেগম
উত্তরঃ খ

প্রশ্নঃ Who is the founder of classical economics ?
ক. Paul Samuelson
খ. Adam Smith
গ. David Ricardo
ঘ. J.M. Keynes
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশের মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রথম প্রবর্তিত হয় কখন ?(Value-added tax (Tax) in Bangladesh was introduced on -)
ক. 1st July, 1990
খ. 2nd June, 1988
গ. 13 July, 1992
ঘ. 1st July, 1991
ঙ. None of these
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বর্তমান আদমজী নামটি বাংলাদেশের কোন বিষয় সম্পর্কিত ?(What is the name ‘adamjee’ currently associated with in Bangladesh ?)
ক. Sugar Mill
খ. Landfill
গ. Paper Mill
ঘ. Reserve
ঙ. Export Processing zone
উত্তরঃ ঙ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!