বাংলাদেশ বিষয়াবলী-১৭

প্রশ্নঃ ঢাকায় ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের স্মৃতিজড়িত স্থান –
ক. রমনা পার্ক
খ. ন্যাশনাল পার্ক
গ. গুলশান পার্ক
ঘ. বাহাদুরশাহ পার্ক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ব্রিটিশ ভারতীয় রাজধানী কলকাতা থেকে দিল্লিতে হস্তান্তর করা হয় –
ক. ১৯১২ সালে
খ. ১৮১২ সালে
গ. ১৮৫৭ সালে
ঘ. ১৮৬৫ সালে
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ মারাঠা শাসকের উপাধি ছিল –
ক. রাজা
খ. পেশোয়া
গ. সম্রাট
ঘ. বাদশাহ
উত্তরঃ খ

প্রশ্নঃ বাঁশের কেল্লাখ্যাত স্বাধীনতা সংগ্রামী কে?
ক. ফকির মজনু শাহ্‌
খ. দুদু মিয়া
গ. তিতুমীর
ঘ. মীর কাশিম
উত্তরঃ গ

প্রশ্নঃ শেষ মুঘল সম্রাটের নাম কি ?
ক. আওরঙ্গজেব
খ. ফররুক শাহ্‌
গ. দ্বিতীয় বাহাদুর শাহ্‌
ঘ. শায়েস্তা খাঁ
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘জিজিয়া’ ছিল-
ক. বাণিজ্য কর
খ. অমুসলমানদের উপর ধার্য ভূমি কর
গ. উৎসব কর
ঘ. অমুসলমানদের উপর ধার্য সামরিক কর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানী লাভ করেন?
ক. ১৬৯০
খ. ১৭৬৫
গ. ১৭৯৩
ঘ. ১৮২৯
উত্তরঃ খ

প্রশ্নঃ সতীদাহ প্রথার বিলোপ সাধন করেন কে?
ক. লর্ড কর্ণওয়ালিস
খ. রাজা রামমোহন রায়
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ. লর্ড বেন্টিঙ্ক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ওলন্দাজরা কোন দেশের নাগরিক?
ক. হল্যান্ড
খ. ফ্রান্স
গ. পর্তুগাল
ঘ. ডেনমার্ক
উত্তরঃ ক

প্রশ্নঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবে ‘জাতির জনক’ ঘোষণা করা হয় ?
ক. ১০ জানুয়ারী, ১৯৭২
খ. ১৬ ডিসেম্বর, ১৯৭১
গ. ২৬ মার্চ, ১৯৭১
ঘ. ৩ মার্চ, ১৯৭১
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ১৯৪৮-৫২ এর ভাষা আন্দোলনের সময়কালে প্রতি বছর ‘ভাষা দিবস’ বলে একটি দিন পালন করা হত ।দিনটি ছিল কি?
ক. ৩০ জানুয়ারি
খ. ২৬ ফেব্রুয়ারী
গ. ১১ মার্চ
ঘ. ২১ এপ্রিল
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘ছিয়াত্তরের মন্বন্তর’ নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে?
ক. বাংলা ১০৭৬ সালে
খ. বাংলা ১১৭৬ সালে
গ. বাংলা ১৩৭৬ সালে
ঘ. ইংরেজী ১৮৭৬ সালে
উত্তরঃ খ

প্রশ্নঃ যুক্তফ্রন্টে (১৯৫৪) রাজনৈতিক দলের সংখ্যা –
ক. চার
খ. পাঁচ
গ. তিন
ঘ. ছয়
উত্তরঃ ক

প্রশ্নঃ ১৯৫২সালে পূর্ববাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন ?
ক. খাজা নাজিমুদ্দিন
খ. নুরুল আমিন
গ. আতাউর রহমান খান
ঘ. আবু হোসেন সরকার
উত্তরঃ খ

প্রশ্নঃ মোঘল আমলে ঢাকার নাম কি ছিল ?
ক. ইসলামাবাদ
খ. পরীবাগ
গ. জাহাঙ্গীরনগর
ঘ. সোনারগাঁও
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন গোষ্ঠি থেকে বাঙালী জাতির প্রধান অংশ গড়ে উঠেছে ?
ক. নেগ্রিটো
খ. ভোটচীন
গ. দ্রাবিড়
ঘ. অস্ট্রিক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ১৯৫৪ সালে পূর্ব পাকিস্থান প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টভূক্ত রাজনৈতিক দল নয় ?
ক. আওয়ামী লীগ
খ. কৃষক প্রজা পার্টি
গ. নেজামে ইসলাম
ঘ. ন্যাশনাল আওয়ামী পার্টি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ৭ই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিখ্যাত ভাষণের মূল বক্তব্য কি?
ক. সামরিক আইন জারি করা
খ. স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তি সংগ্রামের ঘোষণা
গ. অনশন ধর্মঘট আহবান
ঘ. পুনরায় নির্বাচন দাবি
উত্তরঃ খ

প্রশ্নঃ প্রাচীনকালে এদেশের নাম ছিল –
ক. বাংলাদেশ
খ. বঙ্গ
গ. বাংলা
ঘ. বাঙ্গালা
উত্তরঃ খ

প্রশ্নঃ ভাষা আন্দোলনের সময় পাকিস্থানের প্রধানমন্ত্রী কে ছিলেন?
ক. খাজা নাজিমুদ্দিন
খ. নুরুল আমিন
গ. লিয়াকত আলী খান
ঘ. মুহাম্মদ আলী জিন্নাহ
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলায় প্রথম চৈনিক পরিব্রাজক কে?
ক. ই-সিং
খ. ফা-হিয়েন
গ. ইউয়েন সাং
ঘ. জেন ডং
উত্তরঃ খ

প্রশ্নঃ কার রাজত্বকালে ইবনে বতুতা ভারতে এসেছিলেন ?
ক. মুহম্মদ বিন কাসেম
খ. মুহম্মদ বিন তুঘলক
গ. সম্রাট হুমায়ূন
ঘ. সম্রাট আকবর
উত্তরঃ খ

প্রশ্নঃ বঙ্গবন্ধুসহ আগরতলা ষড়যন্ত্র মামলায় মোট আসামি সংখ্যা ছিল কত জন?
ক. ৩৪ জন
খ. ৩৫ জন
গ. ৩৬ জন
ঘ. ৩২ জন
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন সালে পাকিস্থানে প্রথম সামরিক শাসন জারি হয়?
ক. ১৯৫৪
খ. ১৯৫৬
গ. ১৯৫৮
ঘ. ১৯৬২
উত্তরঃ গ

প্রশ্নঃ ভারতীয় উপমহাদেশে প্রথম কখন ও কার আমলে ডাক সার্ভিস চালু হয় ?
ক. শের শাহ
খ. শায়েস্তা খাঁ
গ. নুসরত শাহ্‌
ঘ. সিরাজউদ্দৌলা
উত্তরঃ ক

প্রশ্নঃ নীল বিদ্রোহ কখন সংঘটিত হয়?
ক. ১৪৪২-৪৪ সালে
খ. ১৮৫৯-৬২ সালে
গ. ১৮৯৪-৯৬ সালে
ঘ. ১৯১৭-২০ সালে
উত্তরঃ খ

প্রশ্নঃ ১৯০৫ সাল ঢাকা যে নতুন প্রদেশটির রাজধানী হয়েছিল, সে প্রদেশটির নাম কি ?
ক. পূর্ব পাকিস্থান
খ. পূর্ববঙ্গ ও আসাম
গ. পূর্ববঙ্গ ও উড়িষ্যা
ঘ. পূর্ববঙ্গ
উত্তরঃ খ

প্রশ্নঃ অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী –
ক. খাজা নাজিমুদ্দিন
খ. এ কে ফজলুল হক
গ. মহাম্মদ আলী
ঘ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
উত্তরঃ খ

প্রশ্নঃ আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত?
ক. ১৯৫২ সালের ভাষা আন্দোলন
খ. ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন
গ. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে
ঘ. ১৯৬৯ সালের গণ- অভ্যুত্থান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘শহীদ আসাদ দিবস’ পালিত হয় কবে?
ক. ১৫ জানুয়ারী
খ. ২০ জানুয়ারী
গ. ২৫ জানুয়ারী
ঘ. ৩০ জানুয়ারী
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!