বাংলাদেশ বিষয়াবলী-১৯

প্রশ্নঃ ডি.এস.ই ছাড়া বাংলাদেশের অপর স্টক এক্সচেঞ্জটির নাম কি ? (Apart from DSE, which is the other Stock Exchange of Bangladesh ?)
ক. Syllhet Stock Exchange
খ. Karnaphuli Stock Exchange
গ. Chittagong Stock Exchange
ঘ. Khulna Stock Exchange
ঙ. Securities & Exchange Commission
উত্তরঃ গ

প্রশ্নঃ প্রতিবছর বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে –
ক. ইউএনডিপি
খ. আঙ্কটাড
গ. বিশ্বব্যাংক
ঘ. ডব্লিউটিও
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ CAMEL rating is a system that –
ক. Assigns a numerical rating to banks (ব্যাংকগুলোর সংখ্যাসূচক শ্রেণীবিন্যাস)
খ. Ranks camels according to their quality (গুণাগুন অনুসারে উটদের শ্রেণীবিন্যস্ত করা)
গ. Ranks camels according to their price (মূল্য অনুসারে উটদের শ্রেণীবিন্যস্ত করা)
ঘ. Allows banks to operate in a developing country (উন্নইয়নশীল দেশগুলোতে ব্যাংকগুলোকে তার কার্যক্রম পরিচালনার সুযোগ দেয়)
ঙ. None of these
উত্তরঃ ক

প্রশ্নঃ বর্তমানে বাংলাদেশের ব্যাংক হার কত? (Which is the current Bank Rate in Bangladesh?)
ক. 5 %
খ. 6 %
গ. 7 %
ঘ. 8 %
উত্তরঃ ক

প্রশ্নঃ মুদ্রার অবমূল্যায়নের উদ্দেশ্য – (What is the main objective of the devaluation of currency?)
ক. আমদানি বৃদ্ধি করা (To increase import)
খ. ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা (To increase purchasing capacity)
গ. রপ্তানি বৃদ্ধি করা (To increase export)
ঘ. মুদ্রার সরবরাহ বৃদ্ধি (To increase money supply)
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের কোন প্রতিষ্ঠানটি মাইক্রো ক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যেক্তা?
ক. চাটার্ড ব্যাংক
খ. ন্যাশনাল ব্যাংক
গ. গ্রামীণ ব্যাংক
ঘ. এবি ব্যাংক
উত্তরঃ গ

প্রশ্নঃ মুদ্রা বাজার কাকে বলে ?
ক. যে বাজারে ঋণ হিসাবে অর্থের লেনদেন হয়
খ. যে সমস্ত আর্থিক প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদী ঋণের লেনদেনের কারবার করে তাদের সমষ্টি
গ. যে বাজারে শেয়ার-ডিবেঞ্চার প্রভৃতি লেনদেন হয়
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি রাষ্ট্রয়াত্ত ব্যাংক নয় ?
ক. সোনালী ব্যাংক
খ. জনতা ব্যাংক
গ. অগ্রণী ব্যাংক
ঘ. উত্তরা ব্যাংক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ২০১৩-১৪ কর বর্ষের আয়কর বিবরণীর ভিত্তিতে শীর্ষ করদাতা কোম্পানির নাম কি?
ক. জনতা ব্যাংক
খ. ইসলামী ব্যাংক বাংলাদেশ লি.
গ. গ্রামীণফোন লি.
ঘ. প্রাইম ব্যাংক লি.
উত্তরঃ গ

প্রশ্নঃ কৃষিনির্ভর বাংলাদেশে কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক. ১৯৪৭
খ. ১৯৫৬
গ. ১৯৬৯
ঘ. ১৯৭৩
উত্তরঃ ঘ

প্রশ্নঃ প্রবাসীদের আয়কে হিসাবে ধরা হয় -(Income of expatriates is included in calculation of -)
ক. GDP
খ. NNP
গ. Both
ঘ. None
উত্তরঃ খ

প্রশ্নঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর আওতাধীন এলাকা কত?
ক. ৬৫০ বর্গমাইল
খ. ৬১৫ বর্গমাইল
গ. ৬২৭ বর্গমাইল
ঘ. ৬৩৭ বর্গমাইল
উত্তরঃ গ

প্রশ্নঃ বর্তমানে (২০১৪ সালে) বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি?
ক. জাপান
খ. যুক্তরাষ্ট্র
গ. যুক্তরাজ্য
ঘ. চীন
উত্তরঃ গ

প্রশ্নঃ সকল ব্যাংকিং ATM গ্রহণ করে -(All the Banking ATMs accept -)
ক. Only charge card
খ. Only debit card
গ. Only credit card
ঘ. Both debit card and credit card
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোনটি বাংলাদেশের প্রথম বিদেশী ব্যাংক ? (Which one of the following was the first foreign bank in Bangladesh ?)
ক. Standard Chartered
খ. Citi Bank NA
গ. HSBC
ঘ. Arab Bangladesh
ঙ. American Express
উত্তরঃ ক

প্রশ্নঃ De-mat কি ?
ক. শেয়ার লেনদেনের ইলেক্ট্রনিক প্রক্রিয়া
খ. ভালো শেয়ার
গ. শেয়ার দর পতন রোধ ব্যবস্থা
ঘ. মন্দ শেয়ার
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশে ই.পি. জেড নেই ?
ক. কুমিল্লায়
খ. মংলায়
গ. ঈশ্বরদীতে
ঘ. রাজশাহীতে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশের জন্য সবচেয়ে বড় দাতা সংস্থা কোনটি?
ক. ADB
খ. IMF
গ. World Bank
ঘ. None of these
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস কি?
ক. কর রাজস্ব
খ. রেমিট্যান্স
গ. বৈদেশিক বাণিজ্য
ঘ. পোষাক শিল্প
উত্তরঃ ক

প্রশ্নঃ বাগদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানী পণ্য হিসেবে স্থান করে নেয়?
ক. পঞ্চাশ দশক
খ. ষাট দশক
গ. সত্তর দশক
ঘ. আশির দশক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি কত সনে চালু হয়?
ক. ১৯৯১
খ. ১৯৯২
গ. ১৯৯৩
ঘ. ১৯৯৪
উত্তরঃ ক

প্রশ্নঃ ২০১৪-২০১৫ অর্থবছরে রপ্তানিতে শীর্ষ পণ্য কোনটি?
ক. পাদুকা
খ. হোম টেক্সটাইল
গ. পাট ও পাটজাত পণ্য
ঘ. তৈরি পোশাক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ গ্রামীণ ব্যাংক কাদের বেশি সাহায্য করে?
ক. গ্রামের শ্রমিকদের
খ. গ্রামের ভূমিহীন ও দরিদ্র জনসাধারণদের
গ. গ্রামের ধনী কৃষকদের
ঘ. গ্রামের কৃষকদের
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের কাগজের নোট প্রথম চালু হয় ?
ক. ১ লা মার্চ, ১৯৭২ সাল
খ. ৪ মার্চ, ১৯৭২ সাল
গ. ৩ এপ্রিল, ১৯৭৩ সাল
ঘ. ১ ফেব্রুয়ারী, ১৯৭৩ সালে
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী বিষয় কি?
ক. প্রবাসী শ্রমিক
খ. পাট
গ. রেডিমেট গার্মেন্টস
ঘ. চামড়া
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি বিশেষায়িত ব্যাংক নয় ? (Which one is not a specialized bank ?)
ক. BSB
খ. BSRS
গ. BASIC
ঘ. SONALI
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংকের কাজ নয় -(It is not the function of the central bank of a country ?)
ক. আমানত গ্রহণ (Accept deposit)
খ. ব্যাংকগুলোকে ব্যাংকিং খাতে পরামর্শদান (Advise bankers on banking activities)
গ. নোট প্রচলন (Issue notes)
ঘ. মুক্তবাজার অর্থনীতি পরিচালনা (Conduct Open market operation)
উত্তরঃ ক

প্রশ্নঃ দেশের রপ্তানী আয়ের মধ্যে চামড়ার অবস্থান কত?
ক. ১ম
খ. ২য়
গ. ৪র্থ
ঘ. ৬ষ্ঠ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ An organization that mobilizes deposits from and lends to its members without any Bangladesh Bank regulation is –
ক. Agrani Bank
খ. Dhaka Stock Exchange
গ. IDLC
ঘ. Micro Finance Institution
ঙ. Investment Corporation of Bangladesh
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিচের কোনটি মুদ্রানীতি পদ্ধতি ? (Which of the following is a monetary policy instrument ?)
ক. Tax
খ. Open market operation
গ. Savings
ঘ. Investments
ঙ. Fiscal deficit
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!