বাংলাদেশ বিষয়াবলী-১৩

প্রশ্নঃ বাংলাভাষাকে পাকিস্তান গণপরিষদ কোন তারিখে অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয়?
ক. ৯ মে ১৯৫৪
খ. ২২ ফেব্রুয়ারী ১৯৫৩
গ. ১৬ ফেব্রুয়ারী ১৯৫৬
ঘ. ২১ ফেব্রুয়ারী ১৯৫২
উত্তরঃ গ

প্রশ্নঃ রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য’ এ মামলা থেকে ১৯৬৯ সালে নিচের কোন তারিখে পাকিস্থানি সরকার বঙ্গবন্ধুকে মুক্তি দেয়?
ক. ২২ এপ্রিল
খ. ২২ জানুয়ারী
গ. ২২ মার্চ
ঘ. ২২ ফেব্রুয়ারী
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ১৯০৫ সালে নবগঠিত প্রদেশের প্রথম লেফটেনেন্ট গর্ভনর কে ছিলেন?
ক. ব্যামফিল্ড ফুলার
খ. লর্ড মিন্টো
গ. লর্ড কার্জন
ঘ. ওয়ারেন হেস্টিংস
উত্তরঃ ক

প্রশ্নঃ শ্রী চৈতন্যের আবির্ভাব ঘটেছিল যে সুলতানের শাসনামলে –
ক. আলাউদ্দিন হুসেন শাহ্‌
খ. নাসিরউদ্দিন মাহমুদ শাহ্‌
গ. গিয়াস উদ্দিন ইওজ খলজি
ঘ. নুসরত শাহ্‌
উত্তরঃ ক

প্রশ্নঃ বঙ্গভঙ্গের কারনে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল?
ক. পূর্ব বাংলা ও বিহার
খ. পূর্ববঙ্গ ও আসাম
গ. পূর্ববঙ্গ ও উড়িষ্যা
ঘ. পূর্ববঙ্গ
উত্তরঃ খ

প্রশ্নঃ পানিপথ অবস্থিত –
ক. মুলতানের অদূরে
খ. পেশোয়ারের অদূরে
গ. দিল্লির অদূরে
ঘ. কাবুলের অদূরে
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন বছর যুক্তফ্রন্ট প্রাদেশিক নির্বাচনে জয়লাভ করে ?
ক. ১৯৫২
খ. ১৯৫৪
গ. ১৯৫৬
ঘ. ১৯৫৮
উত্তরঃ খ

প্রশ্নঃ মধ্যযুগে কোন বিদেশী পরিব্রাজক প্রথম ‘বাঙ্গালা’ শব্দ ব্যবহার করেন ?
ক. কলম্বাস
খ. ইবনে বতুতা
গ. কালিদাস
ঘ. বখতিয়ার খলজি
উত্তরঃ খ

প্রশ্নঃ ছয় দফার সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্য হলো –
ক. বাঙালি জাতীয়তাবাদের ধারণার বিকাশ
খ. অর্থনৈতিক মুক্তি আন্দোলন
গ. ভাষা আন্দোলনের সফল বাস্তবায়ন
ঘ. শিক্ষা সংস্কার
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা হলেন –
ক. ধর্মপাল
খ. গোপাল
গ. শশাঙ্ক
ঘ. দ্বিতীয় চন্দ্র গুপ্ত
উত্তরঃ গ

প্রশ্নঃ রামসাগর দীঘি কোন জেলায় অবস্থিত?
ক. রংপুর
খ. দিনাজপুর
গ. নবাবগঞ্জ
ঘ. কুড়িগ্রাম
উত্তরঃ খ

প্রশ্নঃ হিউয়েন সাং বাংলায় এসেছিলেন যার আমলে –
ক. সম্রাট অশোক
খ. চন্দ্রগুপ্ত মৌর্য
গ. শশাঙ্ক
ঘ. হর্ষবর্ধন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন মুসলমান প্রশাসক প্রথম দক্ষিণ ভারত জয় করেন ?
ক. আলাউদ্দিন খিলজি
খ. শের শাহ
গ. আকবর
ঘ. আওরঙ্গজেব
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলায় মুসলিম শাসন সূচনা করেন –
ক. মুহাম্মদ বখতিয়ার খলজি
খ. মুহাম্মদ বিন কাসিম
গ. মুহাম্মদ ঘুরি
ঘ. সুলতান মাহমুদ
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন দেশের বাণিজ্যিক কোম্পানি ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করে ?
ক. ইংল্যান্ড
খ. ফ্রান্স
গ. হল্যান্ড
ঘ. ডেনমার্ক
ঙ. ইতালি
উত্তরঃ ক

প্রশ্নঃ দ্বিতীয় বাহাদুর শাহ্‌কে নির্বাসিত করা হয় –
ক. গোয়ায়
খ. আন্দামানে
গ. থাইল্যান্ডে
ঘ. রেঙ্গুনে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ১৯৪৭ সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন –
ক. নুরুল আমিন
খ. আতাউর রহমান
গ. খাজা নাজিম উদ্দীন
ঘ. আবু হোসেন সরকার
উত্তরঃ গ

প্রশ্নঃ প্রাক্তন পাকিস্থানকে বিদায় জানাতে ‘আসসালামুআলাইকুম’ জানিয়েছিলেন কে ?
ক. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
খ. মাওলান আব্দুল হামিদ খান ভাসানী
গ. শেখ মুজিবুর রহমান
ঘ. শের-এ বাংলা এ, কে ফজলুল হক
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের বার ভূঁইয়ার অভ্যূত্থান ঘটে –
ক. বাবরের সময়
খ. আওরঙ্গজেবের সময়
গ. জাহাঙ্গীরের সময়
ঘ. আকবরের সময়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পাকিস্থান গণপরিষদের অধিবেশনে বাংলাকে পরিষদের অন্যতম ভাষা হিসেবে স্বীকৃতি প্রদানের দাবী করেন –
ক. খাজা নাজিমুদ্দিন
খ. নূরুল হক ভূইয়া
গ. ধীরেন্দ্র নাথ দত্ত
ঘ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন নগরী মোঘল আমলে সুবা বাংলার রাজধানী ছিল?
ক. গৌড়
খ. সোনারগাঁও
গ. ঢাকা
ঘ. হুগলী
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বানিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিলেন –
ক. ইংরেজরা
খ. ওলন্দাজরা
গ. ফরাসীরা
ঘ. পর্তুগীজরা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মেগাস্থিনিস কার রাজসভার গ্রীক দূত ছিলেন ?
ক. চন্দ্রগুপ্ত মৌর্য
খ. অশোক
গ. ধর্মপাল
ঘ. সমুদ্রগুপ্ত
উত্তরঃ ক

প্রশ্নঃ হিউয়েন সাঙ কখন বাংলায় আগমন করেন?
ক. পঞ্চম শতকে
খ. ষষ্ঠ শতকে
গ. অষ্টম শতকে
ঘ. সপ্তম শতকে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ তৎকালীন পাকিস্থানে বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে –
ক. ১৯৫৪ সালে
খ. ১৯৫২ সালে
গ. ১৯৫৬ সালে
ঘ. ১৯৬৬ সালে
উত্তরঃ গ

প্রশ্নঃ কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল?
ক. দ্বি-জাতি তত্ত্ব
খ. সামাজিক চেতনা
গ. অসাম্প্রদায়িকতা
ঘ. বাঙ্গালী জাতীয়তাবাদ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ দিল্লির সিংহাসনে আরোহনকারী প্রথম মুসলমান নারী কে ?
ক. বেগম রোকেয়া
খ. নুর জাহান
গ. সুলতানা রাজিয়া
ঘ. মমতাজ বেগম
উত্তরঃ গ

প্রশ্নঃ মুসলমান শাসনামলে এদেশে এসে অত্যচার ও লুট করেছে কারা ?
ক. জলদস্যুরা
খ. পর্তুগিজরা
গ. বর্গীরা
ঘ. ইংরেজরা
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোন কর্মসূচীকে ‘ম্যাগনাকার্টা’ হিসেবে গণ্য করা হয় ?
ক. ১১ দফা
খ. ২১ দফা
গ. ৬ দফা
ঘ. ৪ দফা
উত্তরঃ গ

প্রশ্নঃ প্রথম পানি পথের যুদ্ধ কখন হয়?
ক. ১৫৫৬ খ্রিষ্টাব্দে
খ. ১৬২১ খ্রিষ্টাব্দে
গ. ১৫২৬ খ্রিষ্টাব্দে
ঘ. ১৫৩৬ খ্রিষ্টাব্দে
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!