পাটিগণিত-২০

প্রশ্নঃ মুনির বাকীতে x টাকায় একটি টিভি কিনল। তাকে বকেয়া তিন মাসের মধ্যে পরিশোধ করতে হবে। প্রথম মাসে সে বকেয়ার ১/৬ অংশ পরিশোধ করল। দ্বিতীয় মাসে সে অবশিষ্ট বকেয়ার ১/৬ অংশ এবং ৪০০ টাকা পরিশোধ করল। তৃতীয় মাসে তাকে কত পরিশোধ করতে হবে তা x এর মাধ্যমে প্রকাশ কর?
ক. (x-৪০০)/৬
খ. (৫x-৪০০)/৬
গ. ২৫x/৩৬ – ৪০০
ঘ. (২৫x-৪০০)/৩৬
ঙ. ২(x-২০০)/৬
উত্তরঃ ঘ

প্রশ্নঃ 0.777777 / 0.011=?
ক. 70.707
খ. 77.07
গ. 0.70707
ঘ. None of these
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ বার্ষিক পরীক্ষায় একটি ছাত্র মোট ক সংখ্যক প্রশ্নের প্রথম ২০টির মধ্যে ১৫টি নির্ভূল উত্তর দিল। বাকী যা প্রশ্ন রইল তার ১/৩ অংশ সে নির্ভূল উত্তর দিল। সমস্ত প্রশ্নের মান সমান। যদি ছাত্র শতকরা ৭৫ ভাগ নম্বর পায় তবে প্রশ্নের সংখ্যা কত ছিল?
ক. ১৫টি
খ. ২০টি
গ. ২৫টি
ঘ. ১৮টি
উত্তরঃ খ

প্রশ্নঃ একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি ১১। লব থেকে ২ এবং হরের সাথে ৩ যোগ করলে ভগ্নাংশের মান হয় ১/২। ভগ্নাংশটি নির্নয় কর?
ক. ৪/৭
খ. ৫/৬
গ. ৬/৫
ঘ. ৭/৪
উত্তরঃ গ

প্রশ্নঃ একটি নতুন বাইসাইকেলের দাম ২৫০০ টাকা। প্রতি বছর শেষে সাইকেলটির মূল্য পূর্বতন মূল্যের ৪/৫ এ দাঁড়ায়। ৩য় বছর শেষে সাইকেলটির মূল্য কত হবে?
ক. ১০০০ টাকা
খ. ১২৮০ টাকা
গ. ১২০০ টাকা
ঘ. ১৩৪০ টাকা
উত্তরঃ খ

গণিত, পাটিগণিত, ল.সা.গু ও
গ. সা.গু:

প্রশ্নঃ দুটি সংখ্যার গুণফল ৪২৩৫ এবং তাদের ল.সা.গু ৩৮৫। সংখ্যা দুটির
গ. সা.গু কত?
ক. ১৭
খ. ১৫
গ. ১১
ঘ. ১৩
উত্তরঃ গ

প্রশ্নঃ দু’টি সংখ্যার গুণফল ৩৩৮০ এবং
গ. সা.গু. ১৩। সংখ্যা দু’টির ল.সা.গু. কত?
ক. ২৬০
খ. ৭৮০
গ. ১৩০
ঘ. ৪৯০
উত্তরঃ ক

প্রশ্নঃ পাঁচটি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে ৩,৫,৭,৮ ও ১০ সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগল। কতক্ষণ পড়ে ঘন্টা গুলো পুনরায় একত্রে বাজবে?
ক. ১০ মিনিট
খ. ৯০ সেকেন্ড
গ. ১৪ মিনিট
ঘ. ২৪০ সেকেন্ড
উত্তরঃ গ

প্রশ্নঃ ৫ অংকের ক্ষুদ্রতম সংখ্যা হতে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল ৫,১০ ও ১৫ দ্বারা বিভাজ্য হবে?
ক. ৫
খ. ১০
গ. ১৫
ঘ. ২০
উত্তরঃ খ

প্রশ্নঃ একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি ৩ মিটার, পেছনের চাকার পরিধি ৪ মিটার। গাড়িটি কত পথ গেলে সামনের চাকা পেছনের চাকার চেয়ে ১০০ বার বেশি ঘুরবে?
ক. ১ কিঃ মিঃ
খ. ১.২ কিঃ মিঃ
গ. ১.৬ কিঃ মিঃ
ঘ. ১.৮ কিঃ মিঃ
উত্তরঃ খ

প্রশ্নঃ একটি গাড়ির সামনের চাকার পরিধি ২ মিটার এবং পেছনের চাকার পরিধি ৩ মিটার। কমপক্ষে কত দূরত্ব অতিক্রম করলে সামনের চাকা পেছনের চাকা অপেক্ষা ১০ বার বেশি ঘুরবে?
ক. ২০ মিটার
খ. ৩০ মিটার
গ. ৪০ মিটার
ঘ. ৬০ মিটার
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ৯৯৯৯৯ এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ২,৩,৪,৫ এবং ৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
ক. ২১
খ. ৩৯
গ. ৩৩
ঘ. ২৯
উত্তরঃ ক

প্রশ্নঃ কতজন বালককে ১২৫টি কমলালেবু এবং ১৪৫টি কলা সমানভাবে ভাগ করে দেয়া যায়?
ক. ২৫ জনকে
খ. ১৫ জনকে
গ. ৩৫ জনকে
ঘ. ৫ জনকে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ৫ এবং ৯৫ এর মধ্যে ৫ ও ৩ দ্বারা বিভাজ্য মোট কয়টি সংখ্যা আছে?
ক. ৬
খ. ১০
গ. ৭
ঘ. ১৮
উত্তরঃ ক

প্রশ্নঃ দুটি সংখ্যার ল.সা.গু ৯০ এবং
গ. সা.গু ১৫,একটি সংখ্যা ৪৫ হলে অপরটি কত?
ক. ৭৫
খ. ৬০
গ. ৩৬
ঘ. ৩০
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন সেনাবাহিনীতে যদি আরো ১১ জন সৈন্য নিয়োগ করা যেত তবে তাদেরকে ২০,৩০,৪০,৫০ এবং ৬০ সারিতে দাঁড় করানো যেত। ঐ সেনাবাহিনীতে কতজন সৈন্য ছিল?
ক. ৫৯ জন
খ. ৭৯ জন
গ. ৫৮৯ জন
ঘ. ৬১৯ জন
উত্তরঃ গ

প্রশ্নঃ ২০০২ কোন সংখ্যা গুচ্ছের ল.সা.গু নয়?
ক. ১৩,৭৭,৯১,১৪৩
খ. ৭,২২,২৬,৯১
গ. ২৬,৭৭,১৪৩,১৫৪
ঘ. ২,৭,১১,১৩
উত্তরঃ ক

প্রশ্নঃ দুটি সংখ্যার গুণফল ১৫৩৬। সংখ্যা দুটির ল.সা.গু ৯৬ হলে
গ. সা.গু কত?
ক. ১৬
খ. ২৪
গ. ৩২
ঘ. ১২
উত্তরঃ ক

প্রশ্নঃ দুটি সংখ্যার অনুপাত ৫:৬ এবং তাদের
গ. সা.গু ৪ হলে, সংখ্যা দুটির ল.সা.গু কত?
ক. ১০০
খ. ১২০
গ. ১৫০
ঘ. ১৮০
উত্তরঃ খ

প্রশ্নঃ প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল ৩৫ এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল ৩৬। দ্বিতীয় সংখ্যটি কত?
ক. ৫
খ. ৬
গ. ৭
ঘ. ৮
উত্তরঃ গ

প্রশ্নঃ দুইটি সংখ্যার ল.সা.গু ও
গ. সা.গু যথাক্রমে ২ ও ৩৬০। একটি সংখ্যা ১০ হলে, অপর সংখ্যাটি কত?
ক. ২৪
খ. ৪৮
গ. ৬০
ঘ. ৭২
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ২৪,৩৬ এবং ৪৮ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
ক. ৮৯
খ. ১৪১
গ. ২৪৮
ঘ. ১৭০
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন ক্ষুদ্রতম সংখ্যার হতে ১ বিয়োগ করলে বিয়োগফল ৯,১২ ও ১৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
ক. ১২১
খ. ১৮১
গ. ২৪১
ঘ. ৩৬১
উত্তরঃ খ

প্রশ্নঃ দুটি সংখ্যার
গ. সা.গু ১৬ এবং ল.সা.গু ১৯২। একটি সংখ্যা ৪৮ হলে, অপর সংখ্যাটি কত?
ক. ৬০
খ. ৬২
গ. ৬৪
ঘ. ৬৮
উত্তরঃ গ

প্রশ্নঃ দুটি সংখ্যার অনুপাত ৫:৬ এবং তাদের ল.সা.গু ৩৬০ হলে, সংখ্যা দুটি কি কি?
ক. ৪৫,৫৪
খ. ৫০,৬০
গ. ৬০,৭২
ঘ. ৭৫,৯০
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন লঘিষ্ঠ সংখ্যাকে ২৪ ও ৩৬ দ্বারা ভাগ করলে যথাক্রমে ১৪ ও ২৬ অবশিষ্ট থাকবে?
ক. ৪৮
খ. ৬২
গ. ৭২
ঘ. ৮৪
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে ২ যোগ করলে যোগফল ৩,৬,৯,১২ এবং ১৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
ক. ১৭৮
খ. ৩৫৮
গ. ৩৬৮
ঘ. ৭১৮
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ২,৩,৪,৫,৬ দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে ১ অবশিষ্ট থেকে, কিন্তু ৭ দ্বারা ভাগ করলে কোন অবশিষ্ট থাকে না?
ক. ৬১
খ. ৩০১
গ. ৩০০
ঘ. ২৮৩
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!