পাটিগণিত-১৯

প্রশ্নঃ কোন সংখ্যাটি বৃহত্তর?
ক. ১/২
খ. ৭/১৫
গ. ৪৯/১০০
ঘ. ১২৬/২৫০
ঙ. ১৯৯/৪০০
উত্তরঃ ঘ

প্রশ্নঃ When 120 guests take a seat in an auditorium, only 3/4 of the seats occupied. What is the total number of seats in the auditorium?/যখন ১২০ জন অতিথি একটি অডিটরিয়ামে বসেন, তখন অডিটরিয়ামের ৩/৪ অংশ পূর্ণ হয়। অডিটরিয়ামের সিট সংখ্যা কত?
ক. 160
খ. 180
গ. 190
ঘ. 200
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ৪ টাকার ৫/৮ অংশ ২ টাকার ৪/৫ অংশের মধ্যে পার্থক্য কত?
ক. ০.০৯ টাকা
খ. ১.৬০ টাকা
গ. ২.২৫ টাকা
ঘ. .৯০ টাকা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ১০০ x ০.০৯=?
ক. ৯
খ. ৯০
গ. ৯০০
ঘ. ০.০৯
উত্তরঃ ক

প্রশ্নঃ ৯/?=?/৮১ কোন একটি সংখ্যা প্রশ্নবোধক স্থান দুটিতে বসবে?
ক. ৮১
খ. ৪৫
গ. ২৭
ঘ. ৯
উত্তরঃ গ

প্রশ্নঃ ১.১৬ এর সাধারণ ভগ্নাংশ কোনটি?
ক. ৭/৬
খ. ৫৩/৪৫
গ. ২৯/২৫
ঘ. ১১৫/৯৯
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন পরীক্ষায় একজন ছাত্র ভ সংখ্যক প্রশ্নের ২০টির মধ্যে ১৫টি প্রশ্নের উত্তর দেয়। বাকি প্রশ্নগুলোর ১/৩ অংশের শুদ্ধ উত্তর দিতে পারে। এভাবে যদি সে ৫০% প্রশ্নের উত্তর দিয়ে থাকে, তবে ঐ পরীক্ষায় প্রশ্নের সংখ্যা কত?
ক. ২০ টি
খ. ৩০ টি
গ. ৪০ টি
ঘ. ৫০ টি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন সংখ্যাটি বৃহত্তম?
ক. ০.০৩
খ. ০.৩
গ. ১/৩
ঘ. ২/৩
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন সংখ্যার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে সখ্যাটির ২/৩ অংশ হবে, সংখ্যাটি কত?
ক. ৫৩
খ. ৬৩
গ. ৩৬
ঘ. ৩৫
উত্তরঃ গ

প্রশ্নঃ ০.১ সংখ্যাটি ০.০০১ এর কত গুণ বড়?
ক. ১
খ. ১০
গ. ১০০
ঘ. ১০০০
উত্তরঃ গ

প্রশ্নঃ Which is the smallest fraction?/কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?
ক. 5/13
খ. 18/36
গ. 16/31
ঘ. 4/14
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন সংখ্যার ২/৭ অংশ ৬৪ এর সমান?
ক. ৪৩/৭
খ. ২৪৮
গ. ২১৭
ঘ. ২২৪
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন সংখ্যাটি বৃহত্তম?
ক. ০.৩
খ. ১/৩
গ. √০.৩
ঘ. ২/৫
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন সংখ্যার ৩/৭ অংশ ৪৮ এর সমান?
ক. ১২৮
খ. ১৩২
গ. ১১২
ঘ. ১৪০
উত্তরঃ গ

প্রশ্নঃ ১/৮০ থেকে ১/৪০ বিয়োগ করে বিয়োগফলকে দশমিকে প্রকাশ করলে কত হয়?
ক. ০.২২৫
খ. -০.০১২৫
গ. ০.২৫
ঘ. ০.০৫
উত্তরঃ খ

প্রশ্নঃ ০.০০১ × ০.০১ = কত?
ক. ০.০০০০১
খ. ০.০২
গ. ০.০০১
ঘ. ০.০১
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন সংখ্যাটি বৃহত্তম?
ক. ০.০৬
খ. ০.৬
গ. ০.৫৯
ঘ. ০.০০৬
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন সংখ্যাটি ক্ষুদ্রতম?
ক. ১/১১
খ. ৩/৩১
গ. ২/২১
ঘ. ০.০২
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ৪ টি ১ টাকার নোট এবং ৮ টি ২ টাকার নোট একত্রে ৮ টি ৫ টাকার নোটের কত অংশ?
ক. ১/৪
খ. ১/২
গ. ১/৮
ঘ. ১/১৬
উত্তরঃ খ

প্রশ্নঃ একটি ক্রিকেট টুর্নামেন্টে ৩০০০০ টিকিট বিক্রয় করা হল। এক-চতুর্থাংশ টিকিট ৩০ টাকা দরে, ১/৩ টিকিট ২৫ টাকা দরে এবং অবশিষ্ট টিকিট ২০ টাকা দরে বিক্রি হল। ২০ টাকা দরে কতটি টিকিট বিক্রয় হল?
ক. ১০০০০
খ. ১২০০০
গ. ১২৫০০
ঘ. ১৩৫০০
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি বৃহত্তম সংখ্যা?
ক. ০.৯
খ. ০.০৯০
গ. ০.৯
ঘ. ৩√০.৯
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ক,খ ও গ এর মধ্যে কিছু টাকা ভাগ করা হল, ক পেল মোট টাকার ১/৪ অংশ, খ পেল অবশিষ্ট টাকার ১/৬ অংশ, গ পেল ১২০ টাকা। মোট টাকার পরিমাণ–
ক. ২১৬ টাকা
খ. ১৯২ টাকা
গ. ২০৮ টাকা
ঘ. ২০০ টাকা
উত্তরঃ খ

প্রশ্নঃ একটি ভগ্নাংশের হর আর লবের অনুপাত ৩:২। লব থেকে ৬ বাদ দিলে যে ভগ্নাংশটি পাওয়া যায় সেটি মূল ভগ্নাংশের ২/৩। লব হলো-
ক. ৯
খ. ১৬
গ. ১৮
ঘ. ২৪
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন সংখ্যার ৩/৭ অংশ ৪৮ এর সমান?
ক. ১২৮
খ. ১৩২
গ. ১১২
ঘ. ১৪০
উত্তরঃ গ

প্রশ্নঃ দুটি সংখ্যার সমষ্টি ১০ এবং তাদের গুণফল ২০। সংখ্যা দুটির গুণিতক বিপরীত সংখ্যার যোগফল কত?
ক. ২
খ. ৪
গ. ১/২
ঘ. ১/১০
উত্তরঃ গ

প্রশ্নঃ একটি পানির ট্যাঙ্কের ১/৫ অংশ পানি দিয়ে পূর্ণ এবং ট্যাঙ্কটির ৩/৫ অংশ পূর্ণ করতে আরো ২০ লিটার পানি প্রয়োজন। ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা কত?
ক. ৪০
খ. ৫০
গ. ৬০
ঘ. কোনটিই না
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন বিমান আক্রমণের সময় এক শহরের চারটিস্থান থেকে যথাক্রমে ১,৫/৪,৩/২৭/৪ মিনিট অন্তর সাইরেন বাজতে লাগলো। একবার একত্রে বাজবার কতক্ষণ পর সাইরেনগুলো আবার একত্রে বাজবে?
ক. ১
ঘ. ৫ মি.
খ. ১
ঘ. ২৫ মি.
গ. ৫৭ মি.
ঘ. ১
ঘ. ৪৫ মি.
উত্তরঃ ঘ

প্রশ্নঃ Of the following fractions, which one is less than 2/3?/নিচের কোন ভগ্নাংশটি ২/৩ থেকে ছোট?
ক. 7/8
খ. 5/6
গ. 3/4
ঘ. 3/5
ঙ. 5/7
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি সবচেয়ে ছোট?
ক. ২/১১
খ. ৩/১১
গ. ২/১৩
ঘ. ৪/১৫
উত্তরঃ গ

প্রশ্নঃ এক ব্যক্তি তার মোট সম্পত্তির ৩/৭ অংশ ব্যয় করার পরে অবশিষ্টের ৫/১২ অংশ ব্যয় করে দেখলেন যে তার নিকট ১০০০ টাকা রয়েছে। তার মোট সম্পত্তির মূল্য কত?
ক. ২০০০ টাকা
খ. ২৩০০ টাকা
গ. ২৫০০ টাকা
ঘ. ৩০০০ টাকা
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!