পাটিগণিত-২১

প্রশ্নঃ What is the minimum number of apples that must be added to the existing stock of 264 apples so that the total stock can be eqully distributed among 6,7 or 8 persons?/মজুদ ২৬৪ টি আপেলের সাথে আরও নুন্যতম কতটি আপেল পাওয়া গেলে তা ৬,৭ বা ৮ জন ব্যক্তির মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে?
ক. ৭০
খ. ৭২
গ. ৬৬
ঘ. ৭৪
ঙ. ৮০
উত্তরঃ খ

প্রশ্নঃ দুটি সংখ্যার গুণফল ১৩৭৬। সংখ্যা দুটির ল.সা.গু ৮৬ হলে
গ. সা.গু কত?
ক. ১৬
খ. ১৮
গ. ২৪
ঘ. ২২
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ কতগুলো ঘন্টা একসাথে বাজার ১০ সে., ১৫সে., ২০সে. এবং ২৫সে. পরপর বাজতে লাগল। উহারা আবার কতক্ষণ পর একত্রে বাজবে?
ক. ১ মিনিট ২০ সেকেন্ড
খ. ১ মিনিট ৩০ সেকেন্ড
গ. ৩ মিনিট
ঘ. ৫ মিনিট
উত্তরঃ ঘ

প্রশ্নঃ একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি ৪ মিটার, পেছনের চাকার পরিধি ৫ মিটার। গাড়িটি কত পথ গেলে সামনের চাকা পেছনের চাকার চেয়ে ২০০ বার বেশি ঘুরবে?
ক. ১.২ কি.মি
খ. ২.৫ কি.মি
গ. ৪ কি.মি
ঘ. ৬ কি.মি
উত্তরঃ গ

প্রশ্নঃ দুটি সংখ্যার অনুপাত ৫:৭ এবং তাদের
গ. সা.গু ৬ হলে, সংখ্যা দুটির ল.সা.গু কত?
ক. ২১০
খ. ১৮০
গ. ১৫০
ঘ. ১২০
উত্তরঃ ক

প্রশ্নঃ দুটি সংখ্যার ল.সা.গু ও ল.সা.গু – এর গুণফল সংখ্যা দুইটির–
ক. যোগফলের সমান
খ. গুণফলের সমান
গ. বিয়োগফলের সমান
ঘ. ভাগফলের সমান
উত্তরঃ খ

প্রশ্নঃ দু’টি সংখ্যার
গ. সা.গু ৭ ও ল.সা.গু ৮৪। সংখ্যা দুটির একটি ৪২ হলে, অপরটি কত?
ক. ২
খ. ১২
গ. ১৪
ঘ. ২৮
উত্তরঃ গ

প্রশ্নঃ ক মৌলিক সংখ্যা এবং ক,খ দ্বারা বিভাজ্য নয়। ক এবং খ এর ল.সা.গু কত/
ক. ১
খ. ১ক
গ. কখ
ঘ. ১খ
উত্তরঃ গ

প্রশ্নঃ দুটি সংখ্যার
গ. সা.গু ৪ এবং ল.সা.গু ৪৮। একটি সংখ্যা ১৬ হলে, অপর সংখ্যাটি কত?
ক. ১২
খ. ২২
গ. ২৪
ঘ. ৩২
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ১০২ ও ১৮৬ কে ভাগ করলে প্রত্যেকবার ৬ অবশিষ্ট থাকবে?
ক. ১২
খ. ১৫
গ. ১৬
ঘ. ২২
উত্তরঃ ক

প্রশ্নঃ তিন অংকের ক্ষুদ্রতম সংখ্যা হতে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল ৫,১০ ও ১৫ দ্বারা বিভাজ্য হবে?
ক. ৫
খ. ১৫
গ. ১০
ঘ. ২০
উত্তরঃ গ

প্রশ্নঃ একটি পূর্ণ সংখ্যা নির্নয় করুন যাকে ৩,৪,৫ এবং ৬ দ্বারা ভাগ করলে যথাক্রমে ২,৩,৪ এবং ৫ অবশিষ্ট থাকে?
ক. ৪৭
খ. ৪৯
গ. ৫৭
ঘ. ৫৯
উত্তরঃ ঘ

প্রশ্নঃ দুটি সংখ্যার অনুপাত ৫:৬ এবং তাদের
গ. সা.গু ৮ হলে, তাদের ল.সা.গু কত?
ক. ২০০
খ. ২২৪
গ. ২৪০
ঘ. ২৪৮
উত্তরঃ গ

প্রশ্নঃ সবচেয়ে ছোট কোন সংখ্যাকে ৭,৮ অথবা ৯ দ্বারা ভাগ করলে ৫ অবশিষ্ট থাকে?
ক. ৪৯৯
খ. ৫৯৯
গ. ৫৪৯
ঘ. ৫০৯
উত্তরঃ ঘ

প্রশ্নঃ দুটি সংখ্যার গুণফল ১৩৭৬। সংখ্যা দুটির ল.সা.গু ৮৬ হলে
গ. সা.গু কত?
ক. ২৪
খ. ২২
গ. ১৮
ঘ. ১৬
উত্তরঃ ঘ

প্রশ্নঃ দুটি সংখ্যার
গ. সা.গু., বিয়োগফল ও ল.সা.গু যথাক্রমে ১২,৬০ এবং ২৪৪৮। সংখ্যা দুটি কত?
ক. ১০৪,২০৪
খ. ১০৪,১৪৪
গ. ১০৪,২৪৪
ঘ. ১৪৪,২০৪
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩,৫,৬ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ হবে ১?
ক. ৭১
খ. ৪১
গ. ৩১
ঘ. ৩৯
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ২০,২৫,৩০,৩৬ ও ৪৮ দ্বারা ভাগ করলে যথাক্রমে ১৫,২০,২৫,৩১ ও ৪৩ ভাগশেষ থাকে?
ক. ৩৪২৫
খ. ৩৪৭৮
গ. ৩৫৯৫
ঘ. ৩৫৬৫
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৪,৫ ও ৬ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ৩ অবশিষ্ট থাকে?
ক. ৩৩
খ. ৪৩
গ. ৫৩
ঘ. ৬৩
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে ১ যোগ করলে যোগফল ৩,৬,৯,১২ এবং ১৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
ক. ১৭৯
খ. ৩৬১
গ. ৩৫৯
ঘ. ৭২১
উত্তরঃ ক

গণিত, পাটিগণিত, শতকরা-সুদকষা ও লাভ-ক্ষতি:

প্রশ্নঃ What annual rate of interest was paid if Tk 60000 earned Tk 6000 in interest in 5 years?/শতকরা বার্ষিক কত হার সুদে ৬০০০০ টাকার ৫ বছরের সুদ ৬০০০ টাকা হবে?
ক. 2%
খ. 3%
গ. 4%
ঘ. 5%
ঙ. 6%
উত্তরঃ ক

প্রশ্নঃ বার্ষিক শতকরা কত হার সুদে ৪২৫ টাকা ৩ বছরে সুদে-আসলে ৪৭৬ টাকা হবে?
ক. ৩%
খ. ৪.৫%
গ. ৩.৫%
ঘ. ৪%
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন স্কুলে ৭০% পরীক্ষার্থী ইংরেজী এবং ৮০% পরীক্ষার্থী বাংলায় পাস করেছে। কিন্তু উভয় বিষয়ে ১০% ফেল করেছে। যদি উভয় বিষয়ে ৩০০ জন পরীক্ষার্থী পাস করে থাকে তবে ঐ স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে?
ক. ৪০০ জন
খ. ৫০০ জন
গ. ৫৬০ জন
ঘ. ৭৬০ জন
উত্তরঃ খ

প্রশ্নঃ If 2% of x is 0.03, then x equals to-/x এর ২% এর মান ০.০৩ হলে x এর মান কত?
ক. 150
খ. 66.67
গ. 15
ঘ. 6.67
ঙ. 1.5
উত্তরঃ ঙ

প্রশ্নঃ What is the rate of discount if a car which cost Tk 300000 is sold for Tk 279000?/৩০০০০০ টাকা মূল্যের একটি কার ২৭৯০০০ টাকায় বিক্রয় করা হল। ছাড়ের হার কত?
ক. 10%
খ. 9%
গ. 8%
ঘ. 7%
উত্তরঃ ঘ

প্রশ্নঃ শতকরা বার্ষিক ১২ টাকা হারে ৬০০ টাকার ৬ মাসের সুদ কত হবে ?
ক. ২৪ টাকা
খ. ২৬ টাকা
গ. ৩৬ টাকা
ঘ. ৪৮ টাকা
উত্তরঃ গ

প্রশ্নঃ ৮ জন লোক একটি কাজ ১২ দিনে করতে পারে। দুজন লোক কমিয়ে দিলে কজটি সমাধা করতে শতকরা কতদিন বেশি লাগবে?
ক. ২৫%
খ. ৫০%
গ. ১০০/৩%
ঘ. ২০০/৩%
উত্তরঃ গ

প্রশ্নঃ The compound interest on Tk 10000 for 4 years @ 5% per annum will be approximately–/৫% চক্রবৃদ্ধি সুদে ১০০০০ টাকার ৪ বছরের সুদ আনিমানিক–
ক. Tk 2000
খ. Tk 2025
গ. Tk 2050
ঘ. Tk 2100
ঙ. Tk 2150
উত্তরঃ ঙ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!