পদার্থ বিজ্ঞান-১৫

প্রশ্নঃ পানি বরফে পরিণত হলে কি ঘটবে?
ক. ঘনত্ব বেড়ে যাবে
খ. আয়তন বেড়ে যাবে
গ. ভর কমে যাবে
ঘ. আয়তনের পরিবর্তন ঘটবে না
উত্তরঃ ক

প্রশ্নঃ তাপমাত্রার কোন ক্ষেত্রে ‘শূন্য’ ডিগ্রী সবচেয়ে বেশি ঠাণ্ডা?
ক. ফারেনহাইট
খ. কেলভিন
গ. সেন্ট্রিগ্রেড
ঘ. সেলসিয়াস
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ পরম শুন্য তাপমাত্রায় গ্যাসের আয়তন
ক. ১০০ সি.সি
খ. ২৭৩ সি.সি
গ. অসীম
ঘ. শুন্য
উত্তরঃ ঘ

প্রশ্নঃ একটি বদ্ধ ঘরে একটি চালু ফ্রীজের দরজা খুলে রাখলে ঘরের তাপমাত্রা-
ক. হ্রাস পাবে
খ. বৃদ্ধি পাবে
গ. অপরিবর্তিত থাকবে
ঘ. গ্রীষ্মকাল হলে হ্রাস পবে
উত্তরঃ গ

প্রশ্নঃ তাপ ইঞ্জিনের কাজ- (Heat Engine)
ক. যান্ত্রিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তর
খ. তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর
গ. বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর
ঘ. তাপ শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর
উত্তরঃ খ

প্রশ্নঃ পট্রোল ইঞ্জিন সফলতার সাথে প্রথম চালু করেন কে?
ক. জেমস ওয়াট
খ. ড. অটো
গ. কেলভিন
ঘ. কার্নো
উত্তরঃ খ

প্রশ্নঃ উচ্চ পর্বতের উপর পানির স্ফুটনাংক কমে যায়, কারণ ঐ উচ্চতায়
ক. বায়ুর চাপ বেশি
খ. সূর্য তাপরে প্রখরতা বেশি
গ. বায়ুর চাপ কম
ঘ. সূর্য তাপের প্রখরতা কম
উত্তরঃ গ

প্রশ্নঃ একটি খোলা পাত্রে ফুটানো হলে, পানি সর্বোচ্চ যে তাপমাত্রায় পৌঁছায় তা হলো-
ক. ১০০°সেঃ
খ. ১২০°সেঃ
গ. ২৮০°সেঃ
ঘ. ১০০০°সেঃ
উত্তরঃ ক

প্রশ্নঃ তাপের একক কি?
ক. ক্যালরি
খ. ফারেনহাইট
গ. কেলভিন
ঘ. সেলসিয়াস
উত্তরঃ ক

প্রশ্নঃ জুল কিসের একক?
ক. তাপ
খ. কাজ
গ. বল
ঘ. ক্ষমতা
উত্তরঃ ক

প্রশ্নঃ মাটির পাত্রে পানি ঠাণ্ডা থাকে কেন?
ক. মাটির পাত্র পানি থেকে তাপ শোষণ করে
খ. মাটির পাত্র ভাল তাপ পরিবাহী
গ. মাটির পাত্র পানির বাষ্পীভবনে সাহায্য করে
ঘ. মাটির পাত্র তাপ কুপরিবাহী
উত্তরঃ গ

প্রশ্নঃ মোটরগাড়ির ইঞ্জিনকে ঠাণ্ডা রাখার জন্য পানি ব্যবহার করা হয় কেন?
ক. ইঞ্জিনের তাপে পানি সহজেই বাষ্পীভূত হয়
খ. অনেক তাপ শোষণ করলেও পানির উষ্ণতা অল্প বৃদ্ধি পায়
গ. পানি সবচেয়ে সহজলভ্য তরল পদার্থ
ঘ. এ কাজের জন্য বিশুদ্ধ পানির প্রয়োজন হয় না
উত্তরঃ খ

প্রশ্নঃ আমরা যখন প্রজ্জ্বলিত আগুনের সামনে বসি তখন আমরা গরম অনুভব করি তাপের-দ্বারা
ক. পরিচলন, পরিবহন ও বিকিরণ
খ. পরিচলন ও পরিবহন
গ. পরিচলন ও বিকিরণ
ঘ. পরিচলন
ঙ. বিকিরণ
উত্তরঃ ঙ

প্রশ্নঃ গ্রীষ্মকালে কোন রং এর জামা অধিক আরামদায়ক?
ক. কালো
খ. সাদা
গ. সবুজ
ঘ. হলুদ
উত্তরঃ খ

প্রশ্নঃ এক গ্রাম পানির তাপমাত্রা ২° থেকে ৩° সেলসিয়াস বৃদ্ধি করার জন্য কত তাপের প্রয়োজন?
ক. ১ ক্যালরি
খ. ২ ক্যালরি
গ. ৩ ক্যালরি
ঘ. ৪ ক্যালরি
উত্তরঃ ক

প্রশ্নঃ তরল পদার্থের প্রসারণ বলতে কি ধরনের প্রসারণ বুঝায়?
ক. আয়তন প্রসারণ
খ. দৈর্ঘ্য ও ক্ষেত্র প্রসারণ
গ. প্রস্থের প্রসারণ
ঘ. ক্ষেত্র প্রসারণ
উত্তরঃ ক

প্রশ্নঃ শহরের রাস্তায় ট্রাফিক পুলিশ সাধারণত সাদা ছাতা ও সাদা জামা ব্যবহার করে, কারণ-
ক. সরকারি নির্দেশ
খ. দূর থেকে চোখে পড়বে বলে
গ. দেখতে সুন্দর লাগে
ঘ. তাপ বিকিরণ থেকে বাঁচার জন্য
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন পদার্থের মধ্য দিয়ে তাপ পরিবহন ক্ষমতা সবচেয়ে বেশি হয়?
ক. কঠিন
খ. তরল
গ. বায়বীয়
ঘ. ভ্যাকুয়াম
উত্তরঃ ক

প্রশ্নঃ পানি জমলে আয়তনে
ক. বাড়ে
খ. কমে
গ. দুটোই হয়
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ একখণ্ড পাথরকে উত্তপ্ত করলে ফেটে যায় কেন?
ক. ভেতরের অংশ থেকে বাহিরের আবরণ বেশি উত্তপ্ত ও প্রসারিত হয়, তাই ফেটে যায়
খ. উত্তপ্ত পাথরে বেশি শক্তি সঞ্চয় হয়, তাই ফেটে যায়
গ. ভিতরের অংশ উত্তপ্ত হওয়ার ফলে বাহিরের দিকে চাপের সৃষ্টি করে, তাই ফেটে যায়
ঘ. পাথরের বাধন হাল্কা হয়ে যায় বলে ফেটে যায়
উত্তরঃ ক

প্রশ্নঃ বিদ্যুৎ ও টেলিফোনের তার ঝুলিয়ে রাখা হয়, কারণ
ক. টান করে তার লাগানো সম্ভব নয়
খ. বেশি টানে পিলার হেলে যেতে পারে
গ. শীতকালে ঠাণ্ডায় তার সঙ্কুচিত হয
ঘ. উপরের সবগুলোই ঠিক
উত্তরঃ গ

প্রশ্নঃ মেঘাচ্ছন্ন আকাশে রাত অপেক্ষাকৃত উষ্ণ হয়, কারণ-
ক. বায়ুমণ্ডলীয় চাপ কম থাকে
খ. বায়ুমণ্ডলীয় ঘনত্ব বেড়ে যায়
গ. বেশি পরিমান ধুলিকণা বায়ুমণ্ডলে থাকে
ঘ. মেঘ মাটি থেকে বায়ুতে তাপ বিকিরণে বাধা দেয়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ৯৮.২° ফারেনহাইট সমান কত ডিগ্রি সেলসিয়াস?
ক. প্রায় ৪০°সেঃ
খ. প্রায় ৩৯°সেঃ
গ. প্রায় ৩৮°সেঃ
ঘ. প্রায় ৩৭°সেঃ
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!