পদার্থ বিজ্ঞান-১৪

প্রশ্নঃ ৫০°ফারেনহাইট উষ্ণতার সমান
ক. ৫০°সেন্টিগ্রেড
খ. ১০°সেন্টিগ্রেড
গ. ৩২°সেন্টিগ্রেড
ঘ. ১০০°সেন্টিগ্রেড
উত্তরঃ খ

প্রশ্নঃ থার্মোফ্লাস্ক কয়স্তর বিশিষ্ট?
ক. দুইস্তর
খ. তিনস্তর
গ. চারস্তর
ঘ. পাঁচস্তর
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ কোন পদার্থ তাপে সংকোচিত হয়?/উত্তপ্ত করলে কোন বস্তুর আয়তন কমতে পারে?
ক. পারদ
খ. পানি
গ. জার্মান সিলভার
ঘ. প্লুটোনিয়াম
উত্তরঃ খ

প্রশ্নঃ সর্বাপেক্ষা বেশি দক্ষতাসম্পন্ন ইঞ্জিন কোনটি?
ক. পেট্রোল ইঞ্জিন
খ. ডিজেল ইঞ্জিন
গ. বৈদ্যুতিক ইঞ্জিন
ঘ. গ্যাস ইঞ্জিন
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠাণ্ডা হয়?
ক. সাদা
খ. কালো
গ. লাল
ঘ. ধূসর
উত্তরঃ খ

প্রশ্নঃ মানব দেহের স্বাভাবিক উষ্ণতা কত?
ক. ৯৮.৪°ফারেনহাইট
খ. ৯০.৮°ফারেনহাইট
গ. ১০৩.৫°ফারেনহাইট
ঘ. ৯৯°ফারেনহাইট
উত্তরঃ ক

প্রশ্নঃ পুরু কাঁচের গ্লাসে গরম পানি রাখলে তা ফেটে যায় কারণ-
ক. গ্লাস তাপের অপরিবাহী বলে
খ. গ্লাস তাপের সুপরিবাহী বলে
গ. কাঁচের গলনাঙ্ক কম বলে
ঘ. গ্লাসের ভিতরে ও বাহিরে অসম আয়তন প্রসারনের জন্য
উত্তরঃ ঘ

প্রশ্নঃ Vaccum-এর তাপ পরিবাহিত হয়-মাধ্যমে।
ক. পরিচলনের
খ. বিকিরণের
গ. বিকিরণ ও পরিবহনের
ঘ. বিকিরণ ও পরিচলনের
উত্তরঃ খ

প্রশ্নঃ NTP- এর পূর্ণ নাম কি?
ক. Normal temperature & pressure
খ. Natural temperature & pressure
গ. Nominal temperature & pressure
ঘ. Normal thermodynamic pressure
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন উষ্ণতায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?
ক. ০°সেলসিয়াস
খ. ৪°সেলসিয়াস
গ. ৩২°ফারেনহাইট
ঘ. ১০০°সেলসিয়াস
উত্তরঃ খ

প্রশ্নঃ আকাশ মেঘলা থাকলে গরম বেশি লাগে কেন?
ক. মেঘ উত্তম তাপ পরিবাহক
খ. সূর্যালোকের অতিবেগুনি রশ্মির প্রভাবে মেঘ তাপ উৎপনন্ করে
গ. বজ্রপাতের ফলে তাপ উৎপন্ন হয় বলে
ঘ. মেঘ পৃথিবীর পৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপকে ওপরে যেতে বাধা দেয় বলে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মাটির কলসিতে পানি ঠাণ্ডা থাকে কেন?
ক. Vessel does not allow the hot air to come
খ. Water coming out of the pores evaporates and takes heat from the water
গ. Cooled air passes through the pores of vessel
ঘ. It is not correct
উত্তরঃ খ

প্রশ্নঃ একখণ্ড বরফকে উত্তপ্ত করে পানিতে পরিণত করলে আয়তন-
ক. বাড়বে
খ. কমবে
গ. প্রথমে কমবে পরে বাড়বে
ঘ. একই থাকবে
উত্তরঃ খ

প্রশ্নঃ একটি জ্বলন্ত বৈদ্যুতিক বাতি গরম থাকে, কারণ ভিতরের ফিলামেন্ট থেকে বাতির গায়ে তাপ যায়-
ক. বিকিরণ পদ্ধতিতে
খ. পরিচলন পদ্ধতিতে
গ. পরিবহন পদ্ধতিতে
ঘ. বিকিরণ ও পরিবহন পদ্ধতিতে
উত্তরঃ ক

প্রশ্নঃ তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ?
ক. তরল পদার্থ
খ. বায়বীয় পদার্থ
গ. কঠিন পদার্থ
ঘ. নরম পদার্থ
উত্তরঃ খ

প্রশ্নঃ প্রেসার কুকারে রান্না সম্পর্কে যেটি সঠিক নয়-
ক. উচ্চ তাপমাত্রায় রান্না তাড়াতাড়ি হয়
খ. পাত্রের মধ্যে উচ্চতাপ সৃষ্টি হয়
গ. উচ্চচাপ পানিতে উচ্চতর তাপমাত্রায় রাখা সম্ভব হয়
ঘ. উচ্চ চাপে পানির স্ফুটনাংক হ্রাস পায়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন পদার্থের তরল অবস্থার চেয়ে কঠিন অবস্থায ঘনত্ব কম?
ক. কার্বন ডাই অক্সাইড
খ. নাইট্রোজেন
গ. জল
ঘ. ক্লোরিন
উত্তরঃ গ

প্রশ্নঃ উচ্চ পর্বতের চূড়ায় উটলে নাক দিয়ে রক্তপাতের সম্ভাবনা থাকে; কারণ উচ্চ চূড়ায়-
ক. অক্সিজেন কম
খ. ঠাণ্ডা বেশি
গ. বায়ুর চাপ বেশি
ঘ. বায়ুর চাপ কম
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ভূমি থেকে বহু উপরে উঠলে শ্বাসকষ্ট হয়। কারণ-
ক. উপরে বায়ুর চাপ বেশি
খ. উপরে বায়ুর চাপ কম
গ. উপরে বায়ুতে ওজন কম
ঘ. খ ও গ উভয়টিই ঠিক
উত্তরঃ খ

প্রশ্নঃ সেন্টিগ্রেড মাপে তাপমাত্রার পরিবর্তন ৪৫° হয়, তাহলে কেলভিন মাপে পরিবর্তন কত হবে?
ক. ২৫°
খ. ৪৫°
গ. ৮১°
ঘ. ১১৩°
উত্তরঃ খ

প্রশ্নঃ ক্লিনিক্যাল থার্মোমিটার কত পর্যন্ত দাগ কাটা থাকে?
ক. ৯০-৯৫°ফাঃ
খ. ৯৫-১১০°ফাঃ
গ. ৯৫-১০৫°ফা
ঘ. ৯৮-১০৪°ফাঃ
উত্তরঃ খ

প্রশ্নঃ শরীরের তাপ মাপতে সাধারণত ব্যবহৃত হয়-
ক. রোমার থার্মোমিটার
খ. ক্লিনিক্যাল থার্মোমিটার
গ. সেন্টিগ্রেড থার্মোমিটার
ঘ. সিক্সাস থার্মোমিটার
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন রং-এর কাপে চা বেশিক্ষণ গরম থাকে?
ক. কালো
খ. সাদা
গ. সবুজ
ঘ. হলুদ
উত্তরঃ খ

প্রশ্নঃ তাপ সঞ্চালনের প্রক্রিয়া কয়টি?
ক. দুইটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
উত্তরঃ খ

প্রশ্নঃ কাপড়ের যে রঙের তাপ বিকিরণ ও শোষণ করার ক্ষমতা সবচেয়ে বেশি তা হলো-
ক. সাদা
খ. হলুদ
গ. বেগুনি
ঘ. কালো
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ভূ-পৃষ্ঠ হতে উপরে উঠলে শরীর ফেটে রক্ত পড়ে কেন?
ক. সেখানে বায়ুর চাপ ভূ-পৃষ্ঠ হতে কম বলে
খ. সেখানকার বায়ু শীতল বলে
গ. সেখানকার বায়ুতে অক্সিজেন কম বলে
ঘ. সেখানকার বায়ু গরম বলে
উত্তরঃ ক

প্রশ্নঃ রান্না করার হাড়ি-পাতিল সাধারণত অ্যালুমিনিয়ামের তৈরি হয় এর প্রধনা কারণ-
ক. এটি হাল্কা ও দামে সস্তা
খ. এটি সব দেশেই পাওয়া যায়
গ. এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়
ঘ. এটি সহজে ভেঙে যায় না না এবং বেশি গরম সহ্য করতে পারে
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা কম?
ক. কালো
খ. সাদা
গ. বেগুনি
ঘ. হলুদ
উত্তরঃ খ

প্রশ্নঃ সমান তাপ দিলেও দুধ পানি অপেক্ষা আগে ফোটে কেন?
ক. পানির তাপগ্রহিতা বেশি বলে
খ. দুধের তাপগ্রহিতা বেশি বলে
গ. দুধ পানির চেয়ে ঘন বলে
ঘ. পানি বর্ণহীন-দুধ সাদা বলে
উত্তরঃ খ

প্রশ্নঃ এয়ার কন্ডিশনিং কি?
ক. শীতলকরণ
খ. উত্তপ্তকরণ
গ. আর্দ্রকরণ
ঘ. সবগুলোই
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!