পদার্থ বিজ্ঞান-১৬

সাধারণ বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, পদার্থ বিজ্ঞানের বিকাশ ও বৈজ্ঞানিক যন্ত্রপাতি:

প্রশ্নঃ উড়োজাহাজের গতি নির্নয়ক যন্ত্র কোনটি?
ক. পিডোমিটার(pedometer)
খ. ট্যাক্সিমিটার(taximeter)
গ. ট্যাকোমিটার(tachometer)
ঘ. ক্রোনোমিটার(chronometer)
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ বাতাসের আদ্রতা মাপার যন্ত্রের নাম কি?
ক. মাইকোমিটার
খ. হাইগ্রোমিটার
গ. ব্যারোমিটার
ঘ. গ্রাভিমিটার
উত্তরঃ খ

প্রশ্নঃ সিসমোগ্রাফ (seismograph) কি?
ক. বায়ু মাপার যন্ত্র
খ. ভূমিকম্প মাপার যন্ত্র
গ. বৃষ্টি মাপার যন্ত্র
ঘ. পানি প্রবাহ মাপার যন্ত্র
উত্তরঃ খ

প্রশ্নঃ হাইগ্রোমিটার যন্ত্রটি কি মাপার জন্য ব্যবহার করা হয়?
ক. আর্দ্রতা
খ. ঘনত্ব
গ. চাপ
ঘ. উচ্চতা
উত্তরঃ ক

প্রশ্নঃ Polygraph বা মিথ্যা ধরার যন্ত্র আবিষ্কার করেন কে-
ক. জন এ লারসন
খ. ডেনিস গ্যাবার
গ. লেসার্ড
ঘ. লীডি ফরসেট
উত্তরঃ ক

প্রশ্নঃ রিক্টার স্কেল দিয়ে কি মাপা হয়?
ক. বায়ুর আর্দ্রতা
খ. বায়ুর চাপ
গ. ভূ-চুম্বকের তীব্রতা
ঘ. ভূমিকম্পের তীব্রতা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বায়ুর গতিবেগ মাপক যন্ত্রের নাম-
ক. বেরোগ্রাফ
খ. ব্যারোমিটার
গ. এনোমোমিটার
ঘ. ম্যানোমিটার
উত্তরঃ গ

প্রশ্নঃ মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের সর্বশেষ (আগস্ট ২০১৭) সংস্করণের নাম কী?
ক. Android 7.1 Nougat
খ. Android 7.0 Nougat
গ. Android 6.0 Marshmallow
ঘ. Android 8.0 Oreo
উত্তরঃ ঘ

প্রশ্নঃ গতিবিদ্যার জনক–
ক. গ্যালিলিও গ্যালিলি
খ. পিথাগোরাস
গ. কোপার্নিকাস
ঘ. নিউটন
উত্তরঃ ক

প্রশ্নঃ টেলিভিশন আবিষ্কার করেন-
ক. এডিসন
খ. ফ্যারাডে
গ. এফ বি মোর্স
ঘ. জন এল বেয়ার্ড
উত্তরঃ ঘ

প্রশ্নঃ টেলিফোন আবিষ্কার করেন-
ক. বেল
খ. মার্কনী
গ. গ্যালিলিও
ঘ. ইবনে সিনা
উত্তরঃ ক

প্রশ্নঃ কি মাপার জন্য হাইড্রোমিটার (hydrometer) যন্ত্রটি ব্যবহার করা হয়?
ক. চাপ
খ. ঘনত্ব
গ. তাপমাত্রা
ঘ. আর্দ্রতা
উত্তরঃ খ

প্রশ্নঃ বায়ুতে আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি?
ক. ভোল্টমিটার
খ. অ্যাভোমিটার
গ. ব্যারোমিটার
ঘ. হাইগ্রোমিটার
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ফনোগ্রাম কে আবিষ্কার করেন?
ক. রন্টজেন
খ. ফারাডে
গ. মার্কনি
ঘ. এডিসন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ আলেকজান্ডার গ্রাহম বেল কি আবিষ্কার করেন?
ক. টেলিফোন
খ. তড়িৎ
গ. টেলিভিশন
ঘ. টেলিগ্রাফিক সংকেত
উত্তরঃ ক

প্রশ্নঃ শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র-
ক. অডিওমিটার
খ. অ্যামিটার
গ. অডিওফোন
ঘ. অলটিমিটার
উত্তরঃ ক

প্রশ্নঃ Hydrometer সাধারণতঃ ব্যবহার করা হয়-
ক. তরল পদার্থের Specific gravity নির্ণয়ের জন্য
খ. তরল পদার্থের flow নির্ণয়ের জন্য
গ. তরল পদার্থের velocity নির্ণয়ের জন্যর
ঘ. গ্যাসের velocity নির্ণয়ের জন্য
উত্তরঃ ক

প্রশ্নঃ জাহাজের সময় নিরুপনের জন্য ব্যবহৃত হয়-
ক. ক্রোনোমিটার
খ. দোলনঘড়ি
গ. ট্যাকোমিটার
ঘ. ওডোমিটার
উত্তরঃ ক

প্রশ্নঃ আর্কিমিডিস কোন দেশের অধিবাসী ছিলেন?
ক. রাশিয়া
খ. কানাডা
গ. গ্রীস
ঘ. ইতালি
উত্তরঃ গ

প্রশ্নঃ আর্কিমিডিসের জন্মস্থান-
ক. সিসিলি
খ. বার্সিলোনা
গ. ইস্তাম্বুল
ঘ. টরেন্টো
উত্তরঃ ক

প্রশ্নঃ ফনোগ্রাম যন্ত্র কোন সালে কে আবিষ্কার করেন?
ক. ১৮৩৬ সালে জন ড্রানিয়েল
খ. ১৮৭৮ সালে টমাস আলভা এডিসন
গ. ১৮৯২ সারে এডওয়ার্ড ওয়েস্টন
ঘ. উপরের কোনটাই ঠিক নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ উড়োজাহাজ প্রথম উড়ান কে?
ক. মার্কনি
খ. রোনাল্ড রস
গ. কুরি দম্পতি
ঘ. রাইট ভ্রাতৃদ্বয়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পাত্রের পানিতে ডুবানো মুদ্রা প্রকৃত গভীরতার এক চতুর্থাংশ উপরে মনে হয় কেন?
ক. আলোর প্রতিফলন
খ. আলোর ব্যাতিচার
গ. আলোর প্রতিসরণ
ঘ. আলোর বিচ্ছুরণ
উত্তরঃ গ

প্রশ্নঃ প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর তৈরি করেন-
ক. চার্লস ব্যবেজ
খ. লাইবনিৎস
গ. জর্জ বুল
ঘ. ডরফেল্ট
উত্তরঃ ক

প্রশ্নঃ তারকাসমূহের তাপমাত্রা নির্ণয়ে ব্যবহৃত হয়–
ক. থার্মোমিটার
খ. ল্যাক্টোমিটার
গ. পাইরোমিটার
ঘ. সিস্মোগ্রাফ
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশে TV সম্প্রচারের ক্ষেত্রে Audio Signal পাঠানো হয় কি করে?
ক. Frequency Vibration
খ. Frequency Modulation
গ. Frequency Modaration
ঘ. None of the above
উত্তরঃ খ

প্রশ্নঃ লেজার রশ্মি কে কত সালে আবিষ্কার করেন?
ক. বোর, ১৯৬৩
খ. রাদারফোর্ড, ১৯১৯
গ. হাইগ্যান, ১৯৬১
ঘ. মাইম্যান, ১৯৬০
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কম্পাঙ্কের একক কি?
ক. নিউটন (N)
খ. অ্যাম্পিয়ার (Am)
গ. হার্টজ (Hz)
ঘ. জুল (J)
উত্তরঃ গ

প্রশ্নঃ বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম-
ক. হাইড্রোমিটার
খ. ব্যারোমিটার
গ. ল্যাক্টোমিটার
ঘ. বোল্টামিটার
উত্তরঃ খ

প্রশ্নঃ বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম-
ক. অ্যাম্পিয়ার মিটার
খ. গ্যালভানোমিটার
গ. অ্যামিটার
ঘ. ভোল্টমিটার
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!