পদার্থ বিজ্ঞান-০২

প্রশ্নঃ গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্র কয়টি
ক. একটি
খ. দুইটি
গ. তিনটি
ঘ. চারটি
উত্তরঃ গ

প্রশ্নঃ পড়ন্ত বস্তুর সূত্র কোন বিজ্ঞানী প্রদান করেন?
ক. নীলস বোর
খ. গ্যালিলিও
গ. রমন
ঘ. ডারউইন
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ একটি পেন্ডুলাম ঘড়ি বিষুবরেখা থেকে মেরুতে নিয়ে গেলে ঘড়িটি—
ক. ফাস্ট হবে
খ. ঠিক সময় দিবে
গ. স্লো হবে
ঘ. কোন রকম প্রভাবিত হবেনা
উত্তরঃ ক

প্রশ্নঃ সরল দোলকের সূতার দৈর্ঘ বাড়ালে, দোলনকাল-
ক. বাড়বে
খ. কমবে
গ. কোন পরিবর্তন হবে না
ঘ. দোলক স্থির হয়ে যাবে
উত্তরঃ ক

প্রশ্নঃ দোলকের দোলনকাল নির্ভর করে—- উপরে।
ক. দোলকের দৈর্ঘের উপরে
খ. মাধ্যাকর্ষণজনিত ত্বরনের
গ. দোলকপিন্ডের ভরের
ঘ. দোলকের দৈর্ঘ ও মাধ্যাকর্ষণজনিত ত্বরনের
উত্তরঃ ঘ

সাধারণ বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, আধুনিক পদার্থ বিজ্ঞান:

প্রশ্নঃ Half life of Uranium-238 is-
ক. 4510000000 years
খ. 82000 years
গ. 269000 years
ঘ. A few seconds
ঙ. None of these
উত্তরঃ ঙ

প্রশ্নঃ কাচ তৈরীর প্রধান কাঁচামাল কোনটি ?
ক. সাজি মাটি
খ. চুনাপাথর
গ. বালি
ঘ. জিপসাম
উত্তরঃ গ

প্রশ্নঃ আসল হীরা চেনার উপায় কি?
ক. এর ভিতর দিয়ে রঞ্জন রশ্মি যেতে পারে না
খ. ইহা রঞ্জন রশ্মি শোষণ করে নেয়
গ. এর ভিতর দিয়ে রঞ্জন রশ্মি যেতে পারে
ঘ. ইহা উপরের চাচচিক্য ও সৌন্দর্য দেখে
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোন রশ্মির চার্জ ও ভর নেই?
ক. আলফা
খ. বিটা
গ. গামা
ঘ. পজিট্রন
উত্তরঃ গ

প্রশ্নঃ ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হলো-
ক. আইসোটোন
খ. আইসোটোপ
গ. আইসোবার
ঘ. রাসায়নিক পদার্থ বা কেমিক্যাল
উত্তরঃ খ

প্রশ্নঃ ১৮৯৮ সালে মাদাম কুরি ও পিয়ারে কুরি আবিষ্কার করেন-
ক. ইউরেনিয়াম
খ. রেডিয়াম
গ. থোরিয়াম
ঘ. লেজার রশ্মি
উত্তরঃ গ

প্রশ্নঃ Carbon-১৪ রেডিও আইসোটোপের অর্ধায়ু–
ক. 3680 বছর
খ. 5568 বছর
গ. 1283 বছর
ঘ. কোনটাই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ হেনরি বেকরেল কোন আবিষ্কারের জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন?
ক. রঞ্জনরশ্মি
খ. রেডিয়াম
গ. তেজস্ক্রিয়তা
ঘ. কোয়ান্টাম তত্ত্ব
উত্তরঃ গ

প্রশ্নঃ PH হলো–

ক. এসিড নির্দেশক
খ. এসিড ও ক্ষার নির্দেশক
গ. ক্ষার নির্দেশক
ঘ. এসিড ,ক্ষার ও নিরপেক্ষতা নির্দেশক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ জীবজগতের জন্যে সবচেয়ে ক্ষতিকারক রশ্মি কোনটি?
ক. আলট্রা-ভায়োলেট রশ্মি
খ. বিটা রশ্মি
গ. আলফা রশ্মি
ঘ. গামা রশ্মি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ গামা রশ্মির চার্জ কোনটি?
ক. ধনাত্মক
খ. ঋণাত্মক
গ. চার্জ নিরপেক্ষ
ঘ. ধনাত্মক ও ঋণাত্মক উভয় ধরনের
উত্তরঃ ঘ

প্রশ্নঃ এক্স-রে কে আবিষ্কার করেন?
ক. মার্কনি
খ. রন্টজেন
গ. নিউটন
ঘ. ফ্যরাডে
উত্তরঃ খ

প্রশ্নঃ গামা রশ্মি হলো-
ক. মেকানিক্যল রশ্মি
খ. তড়িৎ চুম্বকীয় রশ্মি
গ. তড়িৎ চুম্বকীয় রশ্মি নয়
ঘ. ওপরের কোনোটিই সত্যি নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ টিউমার, ক্যান্সার প্রভৃতি রোগের চিকিৎসায় কোন রশ্মি ব্যবহার করা হয়?
ক. আলফা
খ. এক্সরে
গ. গামা
ঘ. বিটা
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোন মৌলটি রেডিয়েশন দেয়?
ক. রেডিয়াম
খ. বেরিয়াম
গ. ক্যালশিয়াম
ঘ. সোডিয়াম
উত্তরঃ ক

প্রশ্নঃ ক্যান্সার চিকিৎসায় যে বিকিরণ ব্যবহার করা হয় তা হলো–
ক. আলফা রেস (Alpha rays)
খ. বিটা রেস (Beta rays)
গ. গামা রেস (Gama rays)
ঘ. অক্স রেস (X-rays)
উত্তরঃ গ

প্রশ্নঃ ক্যাথোড রশ্মি হচ্ছে-
ক. এক রাশি হিলিয়াম আয়ন
খ. গামা রশ্মি
গ. এক রাশি ইলেকট্রন
ঘ. আলট্রাভায়োলেট রশ্মি
উত্তরঃ গ

প্রশ্নঃ রেডিও আইসোটোপ হচ্ছে এমন একটা আইসোটোপ যা-
ক. রেডিওতে ব্যবহৃত হয়
খ. রেডিও তরঙ্গ তৈরি করে
গ. তেজস্ক্রিয়
ঘ. আলো তৈরি করে
উত্তরঃ গ

প্রশ্নঃ রেডিও আইসোটোপ ব্যবহৃত হয়–
ক. কিডনির পাথর গলাতে
খ. পিত্তপাথর গলাতে
গ. গলগণ্ড রোগ নির্ণয়ে
ঘ. নতুন পরমাণু তৈরিতে
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি তেজস্ক্রিয় পদার্থ নয়?
ক. লোহা
খ. ইউরেনিয়াম
গ. প্লুটোনিয়াম
ঘ. নেপচুনিয়াম
উত্তরঃ ক

আরো পড়ুন:

1 thought on “পদার্থ বিজ্ঞান-০২”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!