পদার্থ বিজ্ঞান-০১

সাধারণ বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, অভিকর্ষ ও মহাকর্ষ এবং সরলদোলক:

প্রশ্নঃ ভূ-পৃষ্ঠ থেকে উপরে উঠলে বস্তুর ওজন কি হয়?
ক. বাড়ে
খ. কমে
গ. একই থাকে
ঘ. শূন্য হয়ে যায়
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ কোন বস্তু যে পরিমাণ বল দ্বারা পৃথিবীর কেন্দ্রর দিকে আকর্ষিত হয়, তাকে বলে বস্তুটির-
ক. ভর
খ. শক্তি
গ. মাধ্যাকর্ষণ বল
ঘ. ওজন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন বস্তুর ভর ১০ কিলোগ্রাম হলে বস্তুর ওজন-
ক. ৯৩.৮ নিউটন
খ. ৯৮ নিউটন
গ. ১০ নিউটন
ঘ. ১০০ নিউটন
উত্তরঃ খ

প্রশ্নঃ দোলক ঘড়ি দ্রুত চলে—
ক. গ্রীষ্মকালে
খ. শরৎকালে
গ. হেমন্তকালে
ঘ. শীতকালে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ওজনের একক কোনটি?
ক. গ্রাম
খ. কিলোগ্রাম
গ. পাউন্ড
ঘ. নিউটন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর ভর ৪৯ কিলোগ্রাম হলে চন্দ্রপৃষ্ঠে ঐ বস্তুটির ভর কত?
ক. ৫ কিলোগ্রাম
খ. ৮ কিলোগ্রাম
গ. ৪৯ কিলোগ্রাম
ঘ. কোনো ভার থাকবে না
উত্তরঃ গ

প্রশ্নঃ লিফটে নিচের দিকে নামার সময় লিফটে দাড়ানো লোকের ওজন-
ক. কমে যায়
খ. বেড়ে যায়
গ. স্বাভাবিক থাকে
ঘ. শূন্য হয়ে যায়
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন স্থানে মাধ্যাকর্ষণজনিত ত্বরন ৯গুণ বাড়ালে সেখানে একটি সরল দোলকের দোলনকাল কতগুণ বাড়বে বা কমবে?
ক. ৯ গুণ বাড়বে
খ. ৯ গুণ কমবে
গ. ৩ গুণ বাড়বে
ঘ. ৩ গুণ কমবে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পৃথিবী ও তার নিকটস্থ বস্তুর মধ্যে যে টান, তাকে বলে/পৃথিবী কোন বস্তুকে আকর্ষণ করলে, তাকে কি বলে?
ক. অভিকর্ষ
খ. মহাকর্ষ
গ. আকর্ষণ
ঘ. বিকর্ষণ
উত্তরঃ ক

প্রশ্নঃ লিফটের কোন অবস্থার জন্য কোনো ব্যক্তি ওজনহীনতা অনুভব করতে পারেন?
ক. লিফটটি যখন সমবেগে ওপরের দিকে উঠে
খ. লিফটটি যখন সমবেগে নিচের দিকে নামে
গ. লিফটটি যখন g ত্বরণে উপরে উঠে
ঘ. লিফটটি যখন g ত্বরণে নিচে নামে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ চন্দ্রে কোনো বস্তুর ওজন পৃথিবীতে ঐ বস্তুর ওজনের কত অংশ?
ক. ১/৩
খ. ১/৪
গ. ১/৬
ঘ. ১/১০
উত্তরঃ গ

প্রশ্নঃ পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকিয়ে পড়ি না কেন?
ক. মাধ্যাকর্ষণ বলের জন্য
খ. মহাকর্ষণ বলের জন্য
গ. আমরা স্থির থাকার জন্য
ঘ. পৃথিবীর সঙ্গে আমাদের আবর্তনর জন্য
উত্তরঃ ক

প্রশ্নঃ মহাশূন্যচারী মহাশূন্যযানে পৃথিবী প্রদক্ষিণরত থাকার সময় নিজেকে ওজনহীন মনে করেন কেন?
ক. ঐ দূরত্বে পৃথিবরি কোন মহাকর্ষীয় বল নেই
খ. মহাশূন্যচারী ‘g’-এর মানের সমান ত্বরিত হয়
গ. মহাশূন্যচারী মহাশূন্যচারীর চেয়ে ধীরগতিতে চলে
ঘ. মহাশূন্যচারী বেগ অপরিবর্তিত থাকে
উত্তরঃ খ

প্রশ্নঃ অভিকর্ষ হলো বস্তুর উপর
ক. ঊর্ধ্বমুখী বল
খ. কেন্দ্রমুখী বল
গ. নিম্নমুখী বল
ঘ. সবগুলো
উত্তরঃ খ

প্রশ্নঃ পৃথিবীর কোথায় কোন বস্তুর ওজন সবচেয়ে কম হয়?
ক. ভূ-পৃষ্ঠে
খ. মেরু অঞ্চলে
গ. নিরক্ষীয় অঞ্চল
ঘ. পৃথিবীর কেন্দ্রে
উত্তরঃ গ

প্রশ্নঃ যদি কোন স্থানে gravitational acceleration দ্বিগুণ করা হয়, তবে সেখানে বস্তুর ওজন-
ক. g/২গুণ বৃদ্ধি পাবে
খ. g গুণ বৃদ্ধি পাবে
গ. ২g গুণ কমবে
ঘ. ২g গুণ বৃদ্ধি পাবে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ শুন্য মাধ্যমে তিনটি বস্তুকে একসাথে ছেড়ে দিলে কোনটি আগে মাটিতে পড়বে?
ক. পালক
খ. পাথর
গ. কাঠ
ঘ. সবকটি এক সাথে মাটিতে স্পর্শ করবে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পৃথিবী পৃষ্ট থেকে উপরে উঠলে মাধ্যাকর্ষণ বল—
ক. কমে যায়
খ. বেশি হয়
গ. অপরিবর্তিত থাকে
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ এক ব্যক্তি দালানের দশতলায় একটি লিফটে দাঁড়িয়ে আছে। তার হাতে কোনো ¯িপ্রং নিক্তি থেকে ঝুলানো একটি বস্তু ১০ নিউটন ওজন নির্দেশ করছে। হঠাৎ লিফটের তার ছিড়ে লিফটটি মুক্তভাবে নিচে পড়তে থাকলে ¯িপ্রং নিক্তিতে বস্তুটির ওজন কত নির্দেশ করবে?
ক. ০ নিউটন
খ. ০.৯৮ নিউটন
গ. ১০ নিউটন
ঘ. ৯৮ নিউটন
উত্তরঃ ক

প্রশ্নঃ চাঁদে নিয়ে গেলে কোন বস্তুর ওজন-
ক. থাকবেই না
খ. ঠিকই থাকবে
গ. বাড়বে
ঘ. কমবে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি?
ক. খনির ভেতর
খ. পাহাড়ের উপর
গ. মেরু অঞ্চলে
ঘ. বিষুব অঞ্চলে
উত্তরঃ গ

প্রশ্নঃ যখন কোন বস্তুকে বিষুবরেখা থেকে মেরুতে নেওয়া হয় তখন তার ওজন-
ক. কমে
খ. বাড়ে
গ. অর্ধেক হয়
ঘ. একই থাকে
উত্তরঃ খ

প্রশ্নঃ পৃথিবীর উপর মুক্তভাবে পতনকালে কোন বস্তুর ত্বরুণ কত?
ক. ৯.৮ m/sec2
খ. ৯৮ m/sec2
গ. ০.৯৮ m/sec2
ঘ. None
উত্তরঃ ক

প্রশ্নঃ মাধ্যাকর্ষণ শক্তির সূত্র আবিষ্কার করেন কে?
ক. কেপলার
খ. আর্কিমিডিস
গ. গ্যালিলিও
ঘ. নিউটন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন-
ক. ৯.৮ N
খ. ৯৮ N
গ. ৯৮০ N
ঘ. ০ N
উত্তরঃ ঘ

প্রশ্নঃ একটি সরলদোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে তার দোলনকাল কত হবে?
ক. শূন্য
খ. অসীম
গ. ভূ-পৃষ্ঠের সমান
ঘ. ভূ-পৃষ্ঠ থেকে কম
উত্তরঃ খ

প্রশ্নঃ অভিকর্ষজ ত্বরণ ‘g’-এর পরিবর্তন ঘটে-
ক. উচ্চতর ক্রিয়ায়
খ. অক্ষাংশ ক্রিয়ায়
গ. পৃথিবীর ঘূর্ণন ক্রিয়ায়
ঘ. সবগুলি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন নক্ষত্রের গ্রহসমূহ তার চারদিকে ঘুরে-
ক. নক্ষত্রের মাধ্যকর্ষণজনিত আকর্ষণের জন্য
খ. গ্রহ ও নক্ষত্রের আকর্ষণের জন্য
গ. গ্রহের মাধ্যাকর্ষণজনিত আকর্ষণের জন্য
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ বায়ুমণ্ডল পৃথিবীর সঙ্গে আবর্তিত হচ্ছে কিভাবে?
ক. বার্ষিক গতির জন্য
খ. আহ্নিক গতির গতির জন্য
গ. অক্সিজেনের প্রাধান্যের জন্য
ঘ. পৃথিবীর কেন্দ্রীয় আকর্ষণে আকৃষ্ট হয়ে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মাধ্যাকর্ষণজনিত ত্বরণ সর্বোচ্চ কোথায়?
ক. ভূ-কেন্দ্র
খ. ভূ-পৃষ্ঠ থেকে ১০০ ফুট নিচে
গ. ভূ-পৃষ্ঠে
ঘ. ভূ-পৃষ্ঠ থেকে ১০০ ফুট উচুতে
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!