পদার্থ বিজ্ঞান-০৩

সাধারণ বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, আলো:

প্রশ্নঃ দৃশ্যমান বর্ণালীর ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য কোন রঙের আলোর?
ক. লাল
খ. সবুজ
গ. নীল
ঘ. বেগুনি
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ টেলিভিশনের রঙিন ছবি উৎপাদনের জন্যে কয়টি মৌলিক রং এর ছবি ব্যবহার করা হয়?
ক. ১টি
খ. ২টি
গ. ৩টি
ঘ. ৪টি
উত্তরঃ গ

প্রশ্নঃ পরমাণুতে কোন শক্তি সরবরাহ করা হলে ইলেকট্রন এক খোলক থেকে লাফিয়ে অন্য খোলকে চলে যায় পরে আবার ওরা যখন নিজ খোলকে ফিরে আসে তখন কোন শক্তি পাওয়া যায়?
ক. তাপ
খ. আলোক
গ. তড়িৎ
ঘ. চুম্বক
উত্তরঃ খ

প্রশ্নঃ পূর্বাকাশে রংধনু দেখা যায়না কোন সময়?
ক. সকালে
খ. বিকালে
গ. শরৎকালে
ঘ. শীতকালে
উত্তরঃ ক

প্রশ্নঃ অপটিক্যাল ফাইবার তৈরি করতে ব্যবহৃত হয়-
ক. গ্যাস কোর ও প্লাস্টিক ক্লাড
খ. গ্লাস কোর ও অ্যালুমিনিয়াম ক্লাড
গ. কপার কোর ও গ্লাস ক্লাড
ঘ. প্লাস্টিক কোর ও গ্লাস ক্লাড
ঙ. কোনটিই নয়
উত্তরঃ ঙ

প্রশ্নঃ আকাশ নীল দেখায় কেন?
ক. নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি বলে?
খ. নীল সমুদ্রের প্রতিফলনের ফলে
গ. নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে
ঘ. নীল আলোর প্রতিফলন বেশি বলে
উত্তরঃ গ

প্রশ্নঃ আকাশে রংধনু সৃষ্টির কারণ
ক. ধুলিকণা
খ. বায়ুস্তর
গ. বৃষ্টির কণা
ঘ. অতিবেগুনি রশ্মি
উত্তরঃ গ

প্রশ্নঃ রাডারে যে তড়িৎ চৌম্বক তরঙ্গ ব্যবহার করা হয় তা নাম কি?
ক. গামা রশ্মি
খ. অবলোহিত বিকিরণ
গ. আলোক তরঙ্গ
ঘ. মাইক্রোওয়েভ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ লাল আলোতে নীল রঙের বস্তু কেমন দেখায়?
ক. বেগুনি
খ. সবুজ
গ. কালো
ঘ. হলুদ
উত্তরঃ গ

প্রশ্নঃ রংধনুর সাতটি রঙের মধ্য মধ্যম রঙ কোনটি?
ক. নীল
খ. লাল
গ. হলুদ
ঘ. সবুজ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ প্রাথমিক রঙ ছবি উৎপাদনের জন্যে কয়টি মৌলিক রং এর ছবি ব্যবহার করা হয়?
ক. সবুজ
খ. হলুদ
গ. সাদা
ঘ. কালো
উত্তরঃ ক

প্রশ্নঃ টেলিভিশনে কি ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়-
ক. Very High Frequency
খ. Microwave
গ. Gamma Wave
ঘ. Low Frequency
উত্তরঃ খ

প্রশ্নঃ সাদা আলো প্রিজমে বিচ্ছুরিত হয়ে যে কয়টি বর্ণে বিভক্ত হয়, তার সংখ্যা হলো-
ক. সাতটি
খ. তিনটি
গ. পাঁচটি
ঘ. অসংখ্য
উত্তরঃ ক

প্রশ্নঃ আলো কি?
ক. পদার্থ
খ. শক্তি
গ. বস্তু
ঘ. বল
উত্তরঃ খ

প্রশ্নঃ রংধনুতে কয়টি রং?
ক. ৫টি
খ. ৬টি
গ. ৭টি
ঘ. ৮টি
উত্তরঃ গ

প্রশ্নঃ আলোর গতি ও বেতার তরঙ্গের গতি
ক. সমান
খ. সমান নয়
গ. আলোর গতি বেশি
ঘ. কোনটিই সত্য নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ Optical fiber cable-এ তথ্য আদান-প্রদানের মাধ্যম হলো
ক. বিদ্যুৎ
খ. ইলেক্ট্রা-ম্যাগনেটিক ওয়েভ
গ. আলো
ঘ. বিদ্যুৎ ও আলো উভয়ই
উত্তরঃ গ

প্রশ্নঃ আলোর গতি প্রতি সেকেন্ডে প্রায় কত?
ক. ১ লক্ষ ৮৬ হাজার কিলোমিটার
খ. ২ লক্ষ ৫০ হাজার কিলোমিটার
গ. ৩ লক্ষ কিলোমিটার
ঘ. ৩ লক্ষ ২৮ হাজার কিলোমিটার
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশে বেতার কেন্দ্রগুলো সাধারণত যে মডুলেশন পদ্ধতিতে সিগনাল সম্প্রচার করা হয়, তার নাম-
ক. এমপিচুড মডুলেশন করে
খ. ফ্রিকুয়েন্সী মডুলেশন করে
গ. ফেজ মডুলেশন করে
ঘ. বাইনারী মডুলেশন করে
উত্তরঃ খ

প্রশ্নঃ একটি স্কেলকে পানিতে ডুবালে বাঁকা দেখা যায়- কারণে
ক. প্রতিফনের
খ. প্রতিসরণের
গ. Diffraction
ঘ. Dispersion
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশে টিভি সম্প্রচারের ক্ষেত্রে অডিও সিগনাল পাঠানো হয়-
ক. এমপিচুড মডুলেশন করে
খ. ফ্রিকুয়েন্সী মডুলেশন করে
গ. ফেজ মডুলেশন করে
ঘ. বাইনারী মডুলেশন করে
উত্তরঃ খ

প্রশ্নঃ মানুষের দর্শানুভূতির স্থায়িত্বকাল
ক. ১০.০ সেকেন্ড
খ. ১.৫ সেকেন্ড
গ. ০.০১ সেকেন্ড
ঘ. ০.১ সেকেন্ড
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পেরিস্কোপ কোন নীতির উপর তৈরি হয়?
ক. শুধু প্রতিসরণ
খ. প্রতিফলন ও ব্যতিচার
গ. প্রতিসরণ ও প্রতিফলন
ঘ. অপবর্তন
উত্তরঃ খ

প্রশ্নঃ প্রিজমের মধ্যে দিয়ে সূর্যালোক গেলে যে বর্ণালী দৃষ্ট হয় তার পশ্চাতে যে প্রতিভাস তা হল আলোর-
ক. প্রতিফলন
খ. প্রতিসরণ
গ. বিচ্ছুরণ
ঘ. শোষণ
উত্তরঃ গ

প্রশ্নঃ হিগ্‌ বোসন কণার অপর নাম কি?
ক. God particle
খ. Photon particle
গ. Fat particle
ঘ. Good particle
উত্তরঃ ক

প্রশ্নঃ সাতটি রঙের সমন্বয়ে সাদা রঙ হলে, কালো রঙ কিসে হয়?
ক. লাল ও সবুজের সমন্বয়ে
খ. লাল ও নীল রঙের সমন্বয়ে
গ. বেগুণি ও নীল রঙের সমন্বয়ে
ঘ. সব রঙের অনুপস্থিতির জন্য
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ফটোইলেকট্রিক কোষের উপর আলো পড়লে কি উৎপন্ন হয়?
ক. বিদ্যুৎ
খ. তাপ
গ. চুম্বক
ঘ. কিচুই হয়না
উত্তরঃ ক

প্রশ্নঃ সিনেমাস্কোপ প্রজেক্টারে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়?
ক. উত্তল
খ. অবতল
গ. জুম
ঘ. সিলিনড্রিক্যাল
উত্তরঃ খ

প্রশ্নঃ ডুবোজাহাজ হতে পানির উপর কোন বস্তু দেখার জন্য কোন আলোক যন্ত্র ব্যবহার করা হয়?
ক. টেলিস্কোপ
খ. পেরিস্কোপ
গ. মাইক্রোস্কোপ
ঘ. বাইনোকুলার
উত্তরঃ খ

প্রশ্নঃ হীরা আঁধারে চকচক করে কেন?
ক. হীরাতে তেজস্ক্রিয়তা বর্তমান তাই আলোক বিচ্ছুরিত হয়
খ. উচ্চ প্রতিসরাঙ্গের কারণে অভ্যন্তরীনভাবে আলোর প্রতিফলন ঘটে
গ. হীরাতে রেডিয়াম থাকে বিধায় আলো বিচ্ছুরিত হয়
ঘ. হীরার ধর্ম আঁধারে আলো বিচ্ছুরিত করা
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!