আন্তর্জাতিক বিষয়াবলী-৬৭

প্রশ্নঃ কোন মার্কিন কৃষ্ণাঙ্গ নাগরিক অধিকার নেতা আততায়ীর গুলিতে নিহত হন–
ক. নেলসন ম্যান্ডেলা
খ. মার্টিন লুথার কিং
গ. এলিজা মোহাম্মদ
ঘ. ম্যালকম এক্স
উত্তরঃ খ

প্রশ্নঃ দক্ষিণ আমেরিকায় অবস্থিত নয় কোন দেশটি ?
ক. আলবেনিয়া
খ. চিলি
গ. প্যারাগুয়ে
ঘ. সুরিনাম
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ব্রাজিলের প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম কি?
ক. হোয়াইট হাউস
খ. আলভোরাদা
গ. সিনেট ভবন
ঘ. অ্যাসেম্বলী ভবন
উত্তরঃ খ

প্রশ্নঃ প্রাচ্যের ভেনিস কোনটি?
ক. সিংগাপুর
খ. চিটাগাং
গ. ব্যাংকক
ঘ. ওসাকা
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘তাহরির স্কয়ার’ কোথায় অবস্থিত?
ক. সিউল
খ. আম্মান
গ. কায়রো
ঘ. তেহরান
উত্তরঃ গ

প্রশ্নঃ যুক্তরাষ্ট্রের কোন স্টেটটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছিল?
ক. লুইসিয়ানা
খ. উইসকনসিন
গ. ফ্লোরিডা
ঘ. নেবারাস্কা
উত্তরঃ ক

প্রশ্নঃ Which is the capital city of Kuwait: / কুয়েতের রাজধানী শহর কোনটি?
ক. Jeddah
খ. Amman
গ. Tehran
ঘ. Doah
ঙ. None of these
উত্তরঃ ঙ

প্রশ্নঃ পলমল কি?
ক. লন্ডনের একটি রাজপথের নাম
খ. বিখ্যাত একটি রেল স্টেশন
গ. একটি বার্তা সংস্থা
ঘ. ইংল্যান্ডের একটি স্কুলের নাম
উত্তরঃ ক

প্রশ্নঃ লাইব্রেরি অব কংগ্রেস কোথায় অবস্থিত?
ক. নিউইয়র্কে
খ. ওয়াশিংটন ডিসিতে
গ. ভার্জিনিয়াতে
ঘ. শিকাগোতে
উত্তরঃ খ

প্রশ্নঃ The late Palestinian leader Mr. Yesser Arafat was buried in. প্যালেস্টাইনি নেতাইয়াসির আরাফাতকে কোথায় সমাহিত করা হয়েছে?
ক. Paris(প্যারিস)
খ. Cairo(কায়রো)
গ. Ramallah(রামাল্লা)
ঘ. Jerusalem(জেরুজালেম)
ঙ. Amman(আম্মান)
উত্তরঃ গ

প্রশ্নঃ Where is the ‘Pentagon’ situated?/পেন্টাগন কোথায় অবস্থিত?
ক. New Work
খ. Arlington
গ. Washington DC
ঘ. New Jersey
উত্তরঃ খ

প্রশ্নঃ Who is the president of Palestine?
ক. Hamid Karzai
খ. Mahomud Ahmadinejad
গ. Mahmud Abbas
ঘ. Bashar Al-Assad
উত্তরঃ গ

প্রশ্নঃ ইয়াসির আরাফাতের মৃত্যু হয় কত সালে?
ক. ০৯-১১-০৪
খ. ১০-১১-০৪
গ. ১১-১১-০৪
ঘ. ১২-১১-০৪
উত্তরঃ গ

প্রশ্নঃ রাশিয়ার কোন অংশে চেচনিয়া অবস্থিত?
ক. সাইবেরিয়ায়
খ. তাতারিস্তানে
গ. কাস্পিয়ানে
ঘ. ককেশাসে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বিশ্বের প্রাচীনতম সার্বভৌম ও সাংবিধানিক প্রজাতান্ত্রিক রাষ্ট্র কোনটি?
ক. রাশিয়া
খ. যুক্তরাজ্য
গ. সানম্যারিনো
ঘ. গ্রীস
উত্তরঃ গ

প্রশ্নঃ ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বর্তমান (২০১৭) নেতা কে?
ক. রামি হামদাল্লাহ
খ. মাহমুদ আব্বাস
গ. ইসমাইল হানিয়া
ঘ. খালিদ মিশাল
উত্তরঃ গ

প্রশ্নঃ East and west Germani were united in the year-/পূর্ব ও পশ্চিম জার্মানি কোন সালে একীভূত হয়?
ক. 1980
খ. 1970
গ. 1990
ঘ. 1960
উত্তরঃ গ

প্রশ্নঃ মার্কিন কংগ্রেসে প্রথম কৃষাঙ্গ নারী কোন রাজ্য থেকে নির্বাচিত হন?
ক. মিসিসিপি
খ. আলাস্কা
গ. উটাহ
ঘ. নিউ অরলিন্স
উত্তরঃ গ

প্রশ্নঃ চীনের মানুষ্যবিহীন প্রথম হেলিকপ্টারের নাম কি?
ক. AV700W
খ. AV600W
গ. AV500W
ঘ. AV400W
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন দেশকে ধীবরের দেশ বলা হয?
ক. বাংলাদেশ
খ. জাপান
গ. মালদ্বীপ
ঘ. নরওয়ে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যকার বিরোধপূর্ন ভূখণ্ডটির নাম কি?
ক. গুয়ান্তানামো বে
খ. হ্যান্স আইল্যান্ড
গ. মাইয়োট
ঘ. গ্রানাডা
উত্তরঃ ক

প্রশ্নঃ হামফ্রেইস (Humphreys) সামরিক ঘাঁটি কোন দেশে অবস্থিত?
ক. যুক্তরাষ্ট্র
খ. জার্মানি
গ. দক্ষিণ কোরিয়া
ঘ. রাশিয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ প্রেসিডেন্ট লিঙ্কনের গেটিসবার্গ বক্তৃতা কতক্ষণ স্থায়ী ছিল?
ক. ১ ঘন্টা
খ. ৩০ মিনিট
গ. ২ মিনিট
ঘ. ৫ ঘন্টা
উত্তরঃ গ

প্রশ্নঃ প্রিন্সেস ডায়ানা কোন সুরঙ্গপথে দুর্ঘটনায় নিহিত হন?
ক. ইউরো টানেল
খ. আর্ল বার্গ
গ. রস্কো
ঘ. আলমা ডি টানেল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ Where is Darfur?
ক. Sudan
খ. Congo
গ. Nigeria
ঘ. Zimbabwe
ঙ. None of these
উত্তরঃ ক

প্রশ্নঃ গার্ডিয়ান -এর প্রথম নারী সম্পাদক কে?
ক. ক্যাথেরিন ক্রিচনার
খ. ক্যাথেরিন ম্যালিস
গ. ক্যাথেরিন ভিয়েনার
ঘ. ক্যাথেরিন ওয়েডার
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘হেলভেটিয়া’ কোন দেশে পূর্ব নাম?
ক. পোল্যান্ড
খ. জাম্বিয়া
গ. লিবিয়া
ঘ. সুইজারল্যান্ড
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বেল্ট ও রোড ইনিসিয়েটিভ (বি আর আই) প্রস্তাব করেছেঃ
ক. চীন
খ. জাপান
গ. ভারত
ঘ. আসিয়ান
উত্তরঃ ক

প্রশ্নঃ ইসরায়েলের লিকুদ দলটির বর্তমান নেতা-
ক. লেভি এক্সল
খ. বেগিন
গ. নেতানিয়াহু
ঘ. এরিয়েল শ্যারন
উত্তরঃ গ

প্রশ্নঃ WHO’র এর পরিসংখ্যান অনুযায়ী কোন দেশে হামের প্রকোপ সর্বাধিক?
ক. মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র
খ. পাকিস্তান
গ. ভারত
ঘ. নাইজেরিয়া
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!