আন্তর্জাতিক বিষয়াবলী-৬৮

প্রশ্নঃ মলদোভার পূর্ব নাম কি ছিল?
ক. পারস্য
খ. বেসারাবিয়া
গ. সলসবেরি
ঘ. নিপ্পন
উত্তরঃ খ

প্রশ্নঃ গুয়ান্তানামো বে বন্দিশালা কোথায় অবস্থিত?
ক. যুক্তরাষ্ট্র(USA)
খ. ব্রিটেন(UK)
গ. ইরাক(Iraq)
ঘ. কিউবা(Cuba)
উত্তরঃ ঘ

প্রশ্নঃ লাওসের রাজধানীর নাম কি?
ক. ভিয়েনতিয়েন
খ. হ্যানয়
গ. নমপেন
ঘ. হো চি মিন সিটি
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ফরাসি বিপ্লবের শিশু বলা হয়-
ক. রুশোকে
খ. জনলককে
গ. ভলতেয়ারকে
ঘ. নেপোলিয়নকে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বিশ্বে প্রথম হটলাইন চালু হয় কবে?
ক. ২৫ জুন ১৯৬০
খ. ২০ জুন ১৯৬৫
গ. ২০ জুন ১৯৬৪
ঘ. ২০ জুন ১৯৬৩
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘বাজারের শহর’ বলা হয় কোন শহরকে?
ক. কায়রো
খ. দুবাই
গ. রাবাত
ঘ. কুয়ালালামপুরে
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘নাগার্নো-কারাবাখ’ কোন দুটি দেশের করিডোর?
ক. আজারবাইজান-আর্মেনিয়া
খ. আর্মেনিয়া-লাটভিয়া
গ. কাজাখস্তান-আজারবাইজান
ঘ. রাশিয়া-আর্মেনিয়া
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি স্থলবেষ্টিত দেশ নয়?
ক. আফগানিস্তান
খ. নেপাল
গ. ভিয়েতনাম
ঘ. লাওস
উত্তরঃ গ

প্রশ্নঃ বিশ্বের নির্মিতব্য সর্বোচ্চ টাওয়ার বা ভবনের নাম কি?
ক. ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার
খ. সাংহাই টাওয়ার
গ. জেদ্দা টাওয়ার
ঘ. বুর্জ খলিফা
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘ট্রাফাল্‌গার স্কোয়ার’ কোন শহরে অবস্থিত?
ক. ওয়াশিংটন
খ. প্যারিস
গ. মস্কো
ঘ. লন্ডন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ এলিসি প্রাসাদ হলো-
ক. স্পেনের রানীর প্রাসাদ
খ. ফরাসি প্রেসিডেন্টের সরকারি বাসভবন
গ. ভারতের রাষ্ট্রপতির বাসভবন
ঘ. ব্রিটেনের প্রধানমন্ত্রীর বাসভবন
উত্তরঃ খ

প্রশ্নঃ আইভরি কোস্টের লৌহমানবী হিসেবে খ্যাত কে?
ক. সিমোন কালানা
খ. সিমোন বাগবো
গ. তাওহিয়া বাগবো
ঘ. লাবিব লাওয়ানা
উত্তরঃ খ

প্রশ্নঃ যে মহিলার সমাধির উপর তাজমহল নির্মিত
ক. নূরজাহান
খ. ঘসেটি বেগম
গ. মমতাজ
ঘ. জেবুন্নেসা
উত্তরঃ গ

প্রশ্নঃ স্বাধীন ও আধুনিক সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা বা জনক কে?
ক. হো চিং
খ. লি চিং চু
গ. লি কুয়ান ইউ
ঘ. লি হেসিয়েন লং
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন সনে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার কথা ঘোষণা করা হয়-
ক. ১৯১৭
খ. ১৯৩৩
গ. ১৯৬২
ঘ. ১৯৬৭
উত্তরঃ ক

প্রশ্নঃ নিউজিল্যান্ডের আদিবাসি মাওরিরা দেশটিকে কি নামে ডাকে?
ক. নিউজিল্যান্ড
খ. অটিরোয়া
গ. জটিরোয়া
ঘ. কিউই
উত্তরঃ খ

প্রশ্নঃ প্রাচীনতম গণতন্ত্র প্রচলিত আছে—-
ক. ফ্রান্সে
খ. ব্রিটেনে
গ. যুক্তরাষ্ট্রে
ঘ. জার্মানিতে
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত?/ The country known as ‘Land of the midnight sun’ is:
ক. ইরাক(Iraq)
খ. সুইডেন(Sweden)
গ. ফ্রান্স(France)
ঘ. নরওয়ে(Norway)
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন তারিখে বাবরি মসজিদ ধ্বংস করা হয়?
ক. ১৪ আগস্ট ১৯৯০
খ. ১৭ নভেম্বর ১৯৯১
গ. ৭ মার্চ ১৯৯২
ঘ. ৬ ডিসেম্বর ১৯৯২
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ভারতের বর্তমান জোট সরকারের প্রতিষ্ঠানিক নাম-
ক. ভারতীয় জাতীয় কংগ্রেস
খ. ভারতীয় গণতান্ত্রিক
গ. জাতীয় জনতা পার্টি
ঘ. ঐক্যবদ্ধ প্রগতিশীল জোট
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘ইউরোপের ক্রীড়াঙ্গন’ বলা হয় কোন দেশটিকে?
ক. বেলজিয়াম
খ. সুইডেন
গ. সুইজারল্যান্ড
ঘ. ইংল্যান্ড
উত্তরঃ গ

প্রশ্নঃ বিশ্বের কোন দেশে প্রথম MNP প্রবর্তিত হয়?
ক. জাপান
খ. দক্ষিণ কোরিয়া
গ. সিঙ্গাপুর
ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ গ

প্রশ্নঃ ফ্রান্সের স্বাধীনতা যুদ্ধেও নেতৃত্ব দেন?
ক. চার্লস ডি গ্যালে
খ. নেলসন ম্যান্ডেলা
গ. জুমো কেনিয়াটা
ঘ. কিনেথ কাউন্ডা
উত্তরঃ ক

প্রশ্নঃ স্থলবেষ্টিত দেশ নয়?
ক. লাওস
খ. ভিয়েতনাম
গ. কম্বোডিয়া
ঘ. থাইল্যান্ড
উত্তরঃ ক

প্রশ্নঃ ভারতের রাজধানী নয়াদিল্লির প্রথম নারী বাসচালক কে?
ক. ভাদারাথ সারিথা
খ. ভাঙ্কাদারাথ সারিথা
গ. সারাহ হামিদ আহমেদ
ঘ. উপরের কেউ না
উত্তরঃ খ

প্রশ্নঃ ইসরাইল রাষ্ট্রের Declaration হয় ১৯৪৮ সনের মে মাসের কত তারিখে?
ক. ১০
খ. ১২
গ. ১৪
ঘ. ১৫
উত্তরঃ গ

প্রশ্নঃ পশ্চিম পাপুয়া কোন দেশের প্রদেশ?
ক. পাপুয়া নিউগিনি
খ. অস্ট্রেলিয়া
গ. ইন্দোনেশিয়া
ঘ. মালয়েশিয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয়—-
ক. ওয়েস্ট মিনিস্টার এ্যাবে
খ. হোয়াইট হল
গ. মার্বেল চার্চ
ঘ. বুশ হাউস
উত্তরঃ খ

প্রশ্নঃ হোয়াইট হাউজ যে শহরে অবস্থিত—-
ক. নিউইয়র্কে
খ. ওয়াশিংটনে
গ. শিকাগোতে
ঘ. হনলুলুতে
উত্তরঃ খ

প্রশ্নঃ রামাল্লা কোথায় অবস্থিত
ক. ইরাক
খ. আফগানিস্তান
গ. ফিলিস্তিন
ঘ. মিশর
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Scroll to Top