৪০তম বিসিএস (ভাইভা) প্রস্তুতি

শুরুতেই ৪০তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা ইতোমধ্যে ২ টি ধাপ অতিক্রম অর্থাৎ ৬৬.৬৭% কাজ সম্পন্ন করে ফেলেছেন। আর মাত্র ১টি ধাপ অতিক্রম করতে পারলেই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছে যাবেন।

সুতরাং এই মুহুর্তে আপনার পরিকল্পিত অধ্যাবসায়ই হতে পারে আপনার তথা আপনার পরিবারের স্বপ্ন পূরণের অন্যতম কারিগর।বিসিএস (ভাইভা) পরীক্ষা হল ‘ভাগ্যের সহিত প্রস্তুতির পরীক্ষা’। এখানে আপনার ভাল প্রস্তুতির মাধ্যমে ভাগ্যকে নিয়ন্ত্রণের চেষ্টা করতে হবে।

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

কিভাবে শুরু করবেন :

ভাইভা প্রস্তুতির জন্য সর্বপ্রথম ৪ টি খাতা তৈরি করবেন।খাতা-১: অনার্সে পঠিত বিষয়ের জন্যখাতা-২: আপনার চয়েস লিস্টের ১ম ও ২য় ক্যাডার সম্পর্কেখাতা-৩: সাম্প্রতিক বিষয়ের উপর (সাধারণ জ্ঞান)খাতা-৪: জাতীয় বিষয়াবলীর জন্য (সংবিধান, মুক্তিযুদ্ধ, বর্তমান সরকার, বঙ্গবন্ধু)

কী কী বই পড়বেন :

১। আপনারা ১ম চয়েসের প্রত্যেক প্রকাশনীর আলাদা আলাদা ভাইভা গাইড পড়বেন।-অ্যাসিওরেন্স ভাইভা গাইড (ফরেন/প্রশাসন/পুলিশ/ট্যাক্স/কাস্টমস) -ওরাকল ভাইভা গাইড (ফরেন/প্রশাসন/পুলিশ/ট্যাক্স/কাস্টমস) -প্রফেসর’স ভাইভা গাইড-জামিল’স ভাইভা গাইড (ফরেন/প্রশাসন/পুলিশ/ট্যাক্স/কাস্টমস)-সজিব’স ভাইভা গাইড (ফরেন/প্রশাসন/পুলিশ/ট্যাক্স/কাস্টমস)

২। সংবিধান (আরিফ খানের ‘ব্যাখ্যাসহ সংবিধানের বই’)

৩। বাংলাদেশ: রক্তের ঋণ (এন্থনি মাসকারেনহাস)

৪। নাগরিকদের জানা ভালো

৫। অসমাপ্ত আত্মজীবনী

৬। কারাগারের রোজনামচা

৭। আমার দেখা নয়াচীন

৮। সংবিধান, সাংবিধানিক আইন, ও রাজনীতি: বাংলাদেশ প্রসঙ্গ (মোঃ আব্দুল হালিম)

ভাইভা প্রস্তুতির সময় যে সকল স্থান আপনি অবশ্যই পরিদর্শন করবেন:

১। মুক্তিযুদ্ধ জাদুঘর

২। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর

৩। জাতীয় জাদুঘর

৪। জাতীয় স্মৃতিসৌধ

৫। জাতীয় সংসদ ভবন

৬। টুঙ্গিপাড়া (যদি আপনার বাড়ি টুঙ্গিপাড়ার আশেপাশে হয়)

৭। মুজিবনগর (যদি আপনার বাড়ি মেহেরপুরের আশেপাশে হয়)

৮। বরেন্দ্র জাদুঘর (যদি আপনার বাড়ি রাজশাহী অঞ্চলে হয়)

কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ :

১। বর্তমান সরকারের উন্নয়ন সংক্রান্ত যাবতীয় তথ্য আপনাকে জানতে হবে। এক্ষেত্রে ফেসবুকে Awami League এর অফিসিয়াল পেজে লাইক দিয়ে যাবতীয় তথ্য পেতে পারেন

২। আপনার নিজ জেলা সম্পর্কে বিস্তারিত (স্বীকৃতির সাল, উপজেলা, সাক্ষরতার হার, সংসদ সদস্য, বিখ্যাত ব্যক্তি, কুখ্যাত ব্যক্তি, মুক্তিযুদ্ধের ইতিহাস, নদী, সাহিত্যিক, শিল্পী, মুক্তিযোদ্ধা ইত্যাদি) জানতে হবে।

৩। আপনার অনার্সে পঠিত বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে হবে। এক্ষেত্রে আপনারা অনার্সের সিলেবাস ফলো করতে পারেন।

৪। বঙ্গবন্ধু সম্পর্কে অবশ্যই ভাল করে জানতে হবে। এক্ষেত্রে আপনারা অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, আমার দেখা নয়াচীন, উইকিপিডিয়া, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ইত্যাদি ফলো করতে পারেন।

৫। জাতীয় বিষয় সম্পর্কে জানতে আপনারা ‘নাগরিকদের জানা ভাল’ বইটি পড়তে পারেন।

৬। সংবিধান সম্পর্কে আপনাদের খুব পরিষ্কার জ্ঞান থাকতে হবে। এক্ষেত্রে আপনারা আরিফ খানের ব্যাখ্যাসহ সংবিধানের বই ও মোঃ আব্দুল হালিমের ‘সংবিধান, সাংবিধানিক আইন, ও রাজনীতি: বাংলাদেশ প্রসঙ্গ’ বই ফলো করতে পারেন।

৭। মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সুতরাং এ বিষয়ে একজন ভাবী সরকারি কর্মকর্তা/কর্মচারী হিসেবে আপনার নিখুঁত জ্ঞান থাকা অত্যাবশ্যকীয়। এক্ষেত্রে আপনি এন্থনি মাসকারেনহাস-র ‘বাংলাদেশ: রক্তের ঋণ’, মুক্তিযুদ্ধ জাদুঘর, উইকিপিডিয়া, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট ইত্যাদি ফলো করতে পারেন।

৮। সাম্প্রতিক বিষয় সম্পর্কে জানতে আপনার বিভিন্ন পত্রিকা নিয়মিত পড়তে হবে। এছাড়া টকশো দেখার অভ্যাস গড়ে তুলতে হবে। তাহলে আপনি বিভিন্ন ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাবেন।এর পাশাপাশি বিবিসি-র খবর নিয়মিত শুনতে হবে।

৯। নারীদের নিয়ে বিভিন্ন তথ্য জানতে হবে। এক্ষেত্রে নারীর ক্ষমতায়ন, CEDAW সনদ, সংবিধানে নারী সংক্রান্ত অনুচ্ছেদ, প্রশাসনে নারী, মন্ত্রিপরিষদে নারী ইত্যাদি উল্লেখযোগ্য।

১০। আপনাকে বঙ্গবন্ধুর পরিবার ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে বিস্তারিত জানতে হবে।

১১। বাংলাদেশের ৫ টি করে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির নাম জানতে হবে।

১২। বাংলাদেশ/উপমহাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্দোলন ও এর সাথে জড়িত ব্যক্তি (সিপাহী বিদ্রোহ, পলাশীর যুদ্ধ, বঙ্গভঙ্গ, বঙ্গভঙ্গ রদ, নীল বিদ্রোহ, ফরায়েজি আন্দোলন, লাহোর প্রস্তাব, ভাষা আন্দোলন, ছয়দফা, আগরতলা ষড়যন্ত্র মামলা, ঊনসত্তরের গণ-আন্দোলন ইত্যাদি) সম্পর্কে জানতে হবে। এক্ষেত্রে আপনারা ৮ম ও ৯-১০ম শ্রেণির ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বই ফলো করতে পারেন।

১৩। আপনাকে বাংলাদেশের বিভিন্ন নদ-নদী সম্পর্কে অর্থাৎ কোন নদী কোন জেলায় অবস্থিত? সে সম্পর্কে জানতে হবে।

১৪। আপনাকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিল্পী ও সেই শিল্পীর গান (রবীন্দ্র সংগীত, নজরুলগীতি, লালনগীতি, আব্দুল জব্বার ইত্যাদি) সম্পর্কে জানতে হবে।

১৫। আপনাকে গুরুত্বপূর্ণ কবি (শামসুর রহমান, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, নির্মলেন্দু গুণ ইত্যাদি) ও সেই কবির উল্লেখযোগ্য কবিতা সম্পর্কে জানতে হবে।

১৬। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (রাষ্ট্রপতি, স্পিকার, মন্ত্রিপরিষদ সচিব, প্রধান বিচারপতি, আইজিপি, সেনাবাহিনী প্রধান, বিমানবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, জনপ্রশাসন মন্ত্রী /প্রতিমন্ত্রী /সচিব, পররাষ্ট্র মন্ত্রী /সচিব, স্বরাষ্ট্রমন্ত্রী /সচিব, পরিকল্পনা মন্ত্রী /সচিব, অর্থমন্ত্রী /সচিব, পিএসসির সচিব, পিএসসির চেয়ারম্যান, NBR-র চেয়ারম্যান, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, সংসদ উপনেতা, বিরোধী দলীয় নেত্রী, প্রধান নির্বাচন কমিশনার, চীফ হুইপ ইত্যাদি) নাম জানতে হবে।

১৭। জাতীয় চার নেতা সম্পর্কে বিস্তারিত (নাম, জন্মসাল, জেলা, মৃত্যু সাল, হত্যার কাহিনী, হত্যাকারী, সন্তানদের নাম, সন্তানদের কর্মজীবন ইত্যাদি) জানতে হবে।

১৮। মুজিবনগর ও মুজিবনগর সরকার সম্পর্কে বিস্তারিত জানতে হবে।

১৯। এসডিজি ও এমডিজি সম্পর্কে বিস্তারিত (সময়কাল, লক্ষ্য ও উদ্দেশ্য, কোনগুলো বাংলাদেশ পূরণ করতে সক্ষম হয়েছে, কোনগুলো বাংলাদেশ থেকে নেওয়া হয়েছে, বাংলাদেশের কো-অর্ডিনেটর ইত্যাদি) জানতে হবে।

২০। জিএম ফুড, গোল্ডেন রাইস, জিন থেরাপি ইত্যাদি সম্পর্কে জানতে হবে।

২১। বর্তমান সরকারের দশ মেগা প্রজেক্ট ও শেখ হাসিনার বিশেষ উদ্যোগ সম্পর্কে বিস্তারিত জানতে হবে।

২২। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও সীমানা সম্পর্কে জানতে হবে।

২৩। নিজ বিশ্ববিদ্যালয়/কলেজ সম্পর্কে জানতে হবে।

২৪। মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচন, রোহিঙ্গা ইস্যু, আসামের নাগরিকত্ব সংকট, নিরাপদ সড়ক চাই, বাংলাদেশ-ভারত সম্পর্ক, বাংলাদেশ-মায়ানমার সম্পর্ক, বাংলাদেশ-চীন সম্পর্ক, বাংলাদেশের সমূদ্র বিজয়, ব্লু-ইকোনমি ইত্যাদি সম্পর্কে জানতে হবে।

২৫। ভিশন-২০২১, অর্থনৈতিক সমীক্ষা-২০২১, ভিশন-২০৪১, ব-দ্বীপ মহাপরিকল্পনা, ৭ম ও ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ইত্যাদি সম্পর্কে জানতে হবে।

২৬। স্বাধীনতা যুদ্ধ Vs মুক্তিযুদ্ধ, Growth Vs Development, Treaty Vs Agreement Vs MoU, স্থানীয় স্বায়ত্তশাসন Vs স্থানীয় শাসন, জাতীয়তা Vs নাগরিকত্ব ইত্যাদি সম্পর্কে জানতে হবে।

২৭। ওয়াজেদ মিয়া, সায়মা ওয়াজেদ পুতুল, সজীব ওয়াজেদ জয়, শেখ রেহানা ও তাদের স্বামী /বউ ও সন্তানদের সম্পর্কে জানতে হবে।

২৮। সচিবালয়, মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর, বিভাগ, জেলা, উপজেলা, থানা, পৌরসভা, সিটি কর্পোরেশন ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে হবে।

২৯। জাতীয় পতাকা, জাতীয় প্রতীক ও জাতীয় সংগীত সম্পর্কে জানতে হবে।

৩০। নিজের নামের অর্থ, ঐ নামে কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি, About yourself, ১ম চয়েসের সাথে নিজের সাবজেক্টের রিলেশন, ভাইভার দিনে বাংলা/ইংরেজি/আরবি তারিখ ও সাল, ভাইভার দিনে গুরুত্বপূর্ণ পত্রিকার হেডলাইন ইত্যাদি সম্পর্কে জানতে হবে।

৩১। বাংলাদেশের বিভিন্ন উপজাতি ও প্রাচীন জনপদ সম্পর্কে জানতে হবে।

৩২। ১ম বিশ্বযুদ্ধ, ২য় বিশ্বযুদ্ধ, যুক্তফ্রন্ট, যুক্তফ্রন্টের নির্বাচন, ছাত্রলীগ, বাংলাদেশ আওয়ামীলীগ/ আওয়ামী মুসলিম লীগ, আগরতলা ষড়যন্ত্র মামলা, ৭০-র নির্বাচন, অসহযোগ আন্দোলন, ৭ই মার্চের ভাষণ, স্বাধীনতার ঘোষণা, স্বাধীনতা দিবস, অপারেশন সার্চলাইট, অপারেশন জ্যাকপট, বীরশ্রেষ্ঠ, বীরউত্তম, বীরবিক্রম, বীরপ্রতীক, সেক্টর ও সেক্টর কমান্ডার, আত্মসমর্পণ, বিজয় দিবস, বুদ্ধিজীবী দিবস/হত্যাকাণ্ড,বীরাঙ্গনা ইত্যাদি সম্পর্কে জানতে হবে।

৩৩। Transparency, Accountability, Inclusive, Integrity, Efficiency, Effective, Sustainable ইত্যাদি বিষয়ে জানতে হবে।

৩৪। যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য যুদ্ধ, যুক্তরাষ্ট্র-ইরানের দ্বন্দ্ব, ভারত-পাকিস্তান সম্পর্ক ইত্যাদি সম্পর্কে জানতে হবে।

৩৫। করোনা ভাইরাস, করোনা ভাইরাসের ভ্যাক্সিন, জো বাইডেন, কমলা হ্যারিস, পদ্মা সেতু, ইত্যাদি সম্পর্কে জানতে হবে।ধন্যবাদআবদুল্লাহ আল বাকীসহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!