প্রিলিমিনারি টেস্ট-৩২

০১. ‘এগার দফা’ কখন ঘোষণা হয়?
ক. ১৯৬৭
খ. ১৯৬৮
গ. ১৯৬৯
ঘ. ১৯৭০
উত্তরঃ গ

০২. বাংলাদেশ থেকে নির্বাচিত জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্যের দ্বারা কি গঠিত হয়?
ক.মন্ত্রীপরিষদ
খ.গণপরিষদ
গ.আমলাপরিষদ
ঘ.কোনটিই নয়
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

০২.ন্যায়পাল প্রতিষ্ঠানটির উদ্ভব কোথায় ?
ক.ফিনল্যান্ড
খ.নেদারল্যান্ডে
গ.আইসল্যান্ডে
ঘ.সুইডেনে
উত্তরঃ ঘ

০৩. কে আইন প্রয়োগ করে?
ক) শাসন বিভাগ
খ) বিচার বিভাগ
গ) আইন বিভাগ
ঘ) কোনটিই নয়
উত্তর ঃ ক

০৪। সংবিধান প্রনয়ণ করে কোন বিভাগ?
ক) শাসন
খ) আইন
গ) বিচার
ঘ) নির্বাহী
উত্তর ঃ খ

০৫। কোন জেলায় জাতীয় সংসদের ১ টি মাত্র আসন আছে?
ক) মৌলভীবাজার
খ) সুনামগঞ্জ
গ) রাঙামাটি
ঘ) কোনটিই নয়
উত্তর ঃ গ

০৬। উপজেলা কোন বিভাগের অংশ?
ক) আইন
খ) শাসন
গ) বিচার
ঘ) জেলা পরিষদ
উত্তর ঃ খ

০৭। কাকে ডেপুটি কালেক্টর বলা হয়?
ক) বিভাগীয় কমিশনার
খ) জেলা প্রশাসক
গ) উপজেলা চেয়ারম্যান
ঘ) জেলা এডিসি
উত্তর ঃ খ

০৮। কে মোবাইল কোর্ট পরিচালনা করতে পারেন?
ক) সরকার
খ) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
গ) নির্বাহী ম্যাজিস্ট্রেট
ঘ) কেহই নয়
উত্তর ঃ গ

০৯। সংবিধানের রক্ষাকারী কে?
ক) আইন বিভাগ
খ) বিচার বিভাগ
গ) শাসন বিভাগ
ঘ) নির্বাহী বিভাগ
উত্তর ঃ খ

১০। ইউনিয়ন পরিষদ কতজন সদস্য নিয়ে গঠিত?
ক)১১
খ)১২
গ)১৩
ঘ)১৯
উত্তর ঃ গ

১১। সংসদে কোনদিন বেসরকারি সদস্যদের কার্যাবলী প্রাধান্য পায়?
ক) শনিবার
খ) রবিবার
গ) সোমবার
ঘ) বৃহস্পতিবার
উত্তর ঃ ঘ

১২। আইনের খসড়াকে কি বলে?
ক) বিল
খ) আইন
গ) আবেদন
ঘ) কোনটিই নয়
উত্তর ঃ ক

১৩। সংসদ ভবনের নির্মাণ কাজ শুরু হয় কত সালে?
ক)১৯৫১
খ)১৯৬১
গ)১৯৬৭
ঘ)১৯৬৮
উত্তর ঃ খ

১৪। বর্তমান মন্ত্রীপরিষদ সচিব কে?
ক) মইন আহমেদ
খ) আনোয়ার হোসেন
গ) খন্দকার আনোয়ারুল ইসলাম
ঘ) আবদুল মোবিন
উত্তর ঃ গ

১৫। বাংলাদেশের সরকার কি ধরনের?
ক) সংসদীয়
খ) গণতান্ত্রিক
গ) সংসদীয় গণতান্ত্রিক
ঘ) সমাজতান্ত্রিক
উত্তর ঃ গ

১৬। মন্ত্রীপরিষদের প্রধান কে?
ক) প্রধানমন্ত্রী
খ) রাষ্ট্রপতি
গ) মন্ত্রী
ঘ) সচিব
উত্তর ঃ ক

১৭। বাংলাদেশের প্রশাসন কয় ধরনের?
ক)১
খ)২
গ)৩
ঘ)৪
উত্তর ঃ খ

১৮।কোনটি স্থানীয় প্রশাসনের অংশ নয়?
ক) জেলা
খ) উপজেলা
গ) বিভাগ
ঘ) ইউনিয়ন
উত্তর ঃ ঘ

১৯।বাংলাদেশের ৮ম বিভাগ কোনটি?
ক) রংপুর
খ) দিনাজপুর
গ)ময়মনসিংহ
ঘ) গাজীপুর
উত্তর ঃ গ

১৯।সংসদ নির্বাচন ২০১৪ সালে প্রধান বিরোধী দল ছিল কোন দল?
ক. জাতীয় পার্টি
খ. বিএনপি
গ. ঐক্যজোট
ঘ. জাসদ
উঃ ক

২০. আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের হয় –
ক. আগরতলা
খ. ঢাকা
গ. লাহোর
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

২১. বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা–
ক. একদলীয়
খ. দ্বিদলীয়
গ. বহুদলীয়
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ

২২. সংসদ নির্বাচন ২০১৮ ফলাফলে আওয়ামী লীগ কতটি আসন লাভ করেছিলেন?
ক. ১৫৭
খ. ২৫৭
গ. ২৫৮
ঘ.২৩৪
উঃ খ

২৩. কোন রাজনৈতিক দলের কতিপয় ব্যাক্তি যখন সাধারণ স্বার্থ ভুলে গিয়ে ব্যাক্তি স্বার্থ উদ্ধারে ঐক্যবদ্ধ হয় তখন তাকে কি বলে?
ক. সুশীল সমাজ
খ. উপদল
গ. ট্রেড ইউনিয়ন
ঘ. চাপ সৃষ্ঠিকারী গোষ্ঠী
উত্তরঃ খ

২৪. ১৯৫৪ সালের নির্বাচনে কোন দল জয়লাভ করে?
ক. কৃষক প্রজা পার্টি
খ. আওয়ামী মুসলিম লীগ
গ.ন্যাপ
ঘ.যুক্তফ্রন্ট
উত্তরঃ ঘ

২৫. ১৯৭০ সালের জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ লাভ করেছিল –
ক. ৩৩০ টি আসন
খ. ১৬৭ টি আসন
গ. ১৭২ টি আসন
ঘ. ৩০০ টি আসন
উত্তরঃ খ

২৬. কৃষক-শ্রমিক পার্টির নেতা ছিলেন –
ক. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
খ. এ, কে ফজলুল হক
গ. মাওলানা ভাসানী
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

২৭. Almond ও Powel চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে বিভক্ত করেছেন –
ক.৩ ভাগে
খ.৪ ভাগে
গ.৫ ভাগে
ঘ.৬ ভাগে
উঃ খ

২৮. ১৯৫৪ সালে প্রাদেশিক নির্বাচনের পর কে পূর্ব বাংলায় যুক্তফ্রন্ট মন্ত্রীসভার মুখ্যমন্ত্রী হন?
ক.নুরুল আমিন
খ.আতাউর রহমান খান
গ.এ কে ফজলুল হক
ঘ.আবু হোসেন সরকার
উত্তরঃ গ

২৯. পাকিস্তান শাসনতান্ত্রিক পরিষদের (Constituent Assembly) ধারা বিবরণীতে বাংলা ভাষা ব্যবহারের দাবি কে প্রথম করেছিলেন?
ক. আবুল হাসেম
খ. শেখ মুজিবুর রহমান
গ. ড. মুহাম্মদ শহীদুল্লাহ
ঘ. ধীরেন্দ্র নাথ দত্ত
উত্তরঃ ঘ

৩০. পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল-
ক.ধানের শীষ
খ. নৌকা
গ. লাঙ্গল
ঘ. দাড়ি পাল্লা
উত্তরঃ খ

৩১. আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন –
ক.হোসেন শহীদ সোহরাওয়ার্দী
খ.মাওলানা আবুল কালাম আজাদ
গ.শেখ মুজিবুর রহমান
ঘ.মাওলানা ভাসানী
উত্তরঃ ঘ

৩২. আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাকালীন সময়ে শেখ মুজিবুর রহমান নিচের কি ছিলেন?
ক. যুগ্ম সম্পাদক
খ. সম্পাদক
গ. সহ-সভাপতি
ঘ. কার্যনির্বাহী সদস্য
উত্তরঃ ক

৩৩.বর্তমানে বাংলাদেশে মোট নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা কত?
ক.৪০
খ.৪২
গ.৪১
ঘ.৩৯
উঃ গ

৩৪. বিপ্লবী সৈনিক সংস্থা কি ছিল
ক. সাধারণ রাজনৈতিক দল
খ. সশস্ত্র একক বিপ্লবী দল
গ. জাসদের গণ সংগঠন
ঘ. বাসদের গণ সংগঠন
উত্তরঃ খ

৩৫. ১৯৫৪ সালের পূর্ববাংলা প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্ত ছিলেন না-
ক. শেরে বাংলা এ কে ফজলুল হক
খ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
গ. মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
ঘ. নবাব স্যার সলিমুল্লাহ
উত্তরঃ ঘ

৩৬. যুক্তফ্রন্টে (১৯৫৪) রাজনৈতিক দলের সংখ্যা –
ক. চার
খ. পাঁচ
গ. তিন
ঘ. ছয়
উত্তরঃ ক

৩৭. ১৯৭৩ সালে বাংলাদেশের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন পেয়ে সংখ্যাগরিষ্টতা অর্জন করে?
ক. ২৮৮
খ.২৯৩
গ.৩০০
ঘ.২৮৩
উত্তরঃ খ

৩৮. মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় –
ক. ১৯০৫ সালে
খ. ১৯০৬ সালে
গ. ১৯১০ সালে
ঘ. ১৮৮৫ সালে
উত্তরঃ খ

৩৯. বাংলাদেশ জাসদের বর্তমান সভাপতি
ক. রাশেদ খান মেনন
খ. হাসানুল হক ইনু
গ. শরীফ নুরুল আম্বিয়া
ঘ. আ. স. ম আবদুর রব
উত্তর: গ

৪০. ‘ পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ ‘ থেকে মুসলিম শব্দটি বাদ দেয়া হয় কত সালে?
ক. ১৯৫০
খ. ১৯৫২
গ. ১৯৫৫
ঘ. ১৯৫৬
উত্তরঃ গ

৪১। বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠাকালীন সভাপতি কে ছিলেন?
ক. মওলানা আবদুল হামিদ খান ভাসানী
খ. সৈয়দ শামসুল আলম
গ. শেখ মনি
ঘ. শেখ মুজিবুর রহমান
উঃ ঘ

৪২) জাতীয় সংসদের সভাপতি কে?
ক) প্রধানমন্ত্রী
খ)স্পিকার
গ) রাষ্ট্রপতি
ঘ) চিপ হুইপ
উত্তর : খ

৪৩) বর্তমানে(২ সেপ্টেম্বর, ২০২০) আপিল বিভাগে বিচারকের সংখ্যা
ক)৯
খ)৭
গ)৬
ঘ)৮
উত্তরঃ ঘ

৪৪) প্রশাসনিক ট্রাইবুনাল আইন পাশ করা হয় কত সালে?
ক)১৯৮১
খ)১৯৮০
গ)১৯৭২
ঘ)১৯৯৬
উত্তর :ক

৪৫)জেলা পরিষদের সদস্য সংখ্যা কত ?
ক)১৩
খ)৯
গ)২১
ঘ)১৫
উত্তর:গ

৪৬) ইনডেমনিটি অধ্যাদেশ কবে বাতিল করা হয়?
ক)১২নভে ১৯৯৬
খ)১২নভে১৯৭৫
গ)১২নভে২০০৯
ঘ) ১৫ আগস্ট ১৯৭৮
উত্তর : ক

৪৭) বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০ নং আসন কোনটি?
ক) পন্চগড
খ)রাঙাামাটি
গ)বান্দরবান।
ঘ) খাগড়ছড়ি
উত্তর:গ

৪৮)বাংলাদেশের বর্তমান বিচারপতি মাহমুদ হাসান কততম বিচারপতি ?
ক)২১
খ)২০
গ)২২
ঘ)২৩
উত্তর: গ

৪৯)সিটি কর্পোরেশনের চেয়ারম্যানদের কে শপথ পড়ায় কে?
ক) স্পিকার
খ) রাষ্ট্রপতি
গ) প্রধানবিচারপতি
ঘ)প্রধানমন্ত্রী
উঃ ঘ

৫০) সুপ্রীম কোর্টের বিচারপতিদের মেয়াদকাল কত?
ক)৫৯বছর
খ)৬৫বছর
গ)৬২ বছর
ঘ)৬৭ বছর
উত্তর :ঘ

সংগৃহীত : Zakir's BCS specials

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!