বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার- ২০২০

২০২০ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত ১০ জন বিশিষ্ট ব্যক্তিবর্গ।

√ কবিতায় : মুহাম্মদ সামাদ (জাতীয় কবিতা পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন)।

√কথাসাহিত্যে : ইমতিয়ার শামীম (ঔপন্যাসিক, প্রাবন্ধিক)।

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

√প্রবন্ধে-গবেষণায় : বেগম আখতার কামাল (ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক)।

√অনুবাদে : সুরশেরঞ্জন বসাক (অধ্যাপক ও অনুবাদক)।

√নাটকে : রবিউল আলম (চট্টগ্রামের নাটকের দল তির্যক নাট্যদলের প্রতিষ্ঠাতা)।

√শিশুসাহিত্যে : আনজীর লিটন ( ছড়াকার ও শিশু একাডেমির পরিচালক )।

√মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় : সাহিদা বেগম ( সহকারী অ্যাটর্নি জেনারেল ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক)।

√বিজ্ঞান/কল্পবিজ্ঞানে : অপরেশ বন্দোপাধ্যায় (বাংলা একাডেমির জনসংযোগ বিভাগের প্রধান)।

√আত্মজীবনী-স্মৃতিকথা : ভ্রমণকাহিনিতে – ফেরদৌসী মজুমদার ( স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত গুণী অভিনেত্রী)।

√ফোকলোরে : মুহাম্মদ হাবিবুল্লা পাঠান (প্রত্নতাত্ত্বিক গবেষক। সহযোগিতায়- মুজিবুর রহমান জয়।

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!