প্রশ্নঃ আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কারের জন্য নোবেল পুরষ্কার লাভ করেন কত সালে?
ক. ১৯৪৮
খ. ১৯৪৫
গ. ১৯৪৩
ঘ. ১৯৪০
উত্তরঃ খ
প্রশ্নঃ ফরমালিন হলো ফরমালডিহাইডের-
ক. ১০% জলীয় দ্রবণ
খ. ২০% জলীয় দ্রবণ
গ. ৩০% জলীয় দ্রবণ
ঘ. ৪০% জলীয় দ্রবণ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদান কয়টি?
ক. ৬টি
খ. ৮টি
গ. ৯টি
ঘ. ১০টি
উত্তরঃ গ
প্রশ্নঃ চিনির চাইতে মিষ্টি ‘স্যাকারিন’ প্রস্তুত করা হয়?
ক. বেনজিন হতে
খ. কয়লা হতে
গ. ফেনল হতে
ঘ. টলুইন হতে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন জৈব বস্তুর অসম্পূর্ণ দহনের ফলে কোন গ্যাস উৎপন্ন হয়?
ক. কার্বন ডাই অক্সাইড
খ. কার্বন মনোক্সাইড
গ. সালফার ডাই অক্সাইড
ঘ. নাইট্রোজেন ডাই অক্সাইড
উত্তরঃ খ
প্রশ্নঃ দুধে থাকে–
ক. সাইট্রিক এসিড
খ. ল্যাকটিক এসিড
গ. নাইট্রিক এসিড
ঘ. এসিটিক এসিড
উত্তরঃ খ
প্রশ্নঃ দুধে কোন ধরনের এসিড থাকে?
ক. সাইট্রিক এসিড
খ. ল্যাকটিক এসিড
গ. সাইট্রিক ও ল্যাকটিক এসিড
ঘ. কোন এসিড নেই
উত্তরঃ খ
প্রশ্নঃ টুথপেস্টে ফ্লোরাইড ব্যবহার করা হয় কেন?
ক. দাঁতের রক্ত পড়া বন্ধ করার কাজে
খ. এটা দাঁতের ক্ষয়রোধ করে
গ. এটা দাঁতের গোড়া ফুলা বন্ধ করে
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ
প্রশ্নঃ সোডিয়াম এসিটেটের সংকেত?
ক. CH2COONa
খ. CH3COOSi
গ. CH3COONa
ঘ. CH2COONa2
উত্তরঃ গ
প্রশ্নঃ কোনটি জৈব অম্ল?
ক. নাইট্রিক এসিড
খ. হাইড্রোক্লোরিক এসিড
গ. এসিটিক এসিড
ঘ. সালফিউরিক এসিড
উত্তরঃ গ
প্রশ্নঃ ভিনেগার বলতে কি বুঝায়?
ক. ৬-১০% এসিটিক এসিডের জলীয় দ্রবণ
খ. ১০-১৫% এসিটিক এসিডের জলীয় দ্রবণ
গ. ৫-১০% সাইট্রিক এসিডের জলীয় দ্রবণ
ঘ. ১০-১৫% সাইট্রিক এসিডের জলীয় দ্রবণ
উত্তরঃ ক
প্রশ্নঃ জমির লবণাক্ততা নিযন্ত্রণ করে কোনটি?
ক. কৃত্রিম সার প্রয়োগ
খ. পানি সেচ
গ. মাটিতে নাইট্রোজেন ধরে রাখা
ঘ. প্রাকৃতিক সার প্রয়োগ
উত্তরঃ খ
প্রশ্নঃ পাকা কলার উপাদান কোনটি?
ক. অ্যামাইল অ্যাসিটেট
খ. ইথাইল অ্যালকোহল
গ. মিথাইল ইথানয়েট
ঘ. ইথার
উত্তরঃ ক
প্রশ্নঃ সেভিং সাবানের উপাদান কোনটি?
ক. সিলিকেট
খ. কস্টিক পটাশ
গ. কস্টিক সোডা
ঘ. সোপ মোটান পাউডার
উত্তরঃ খ
প্রশ্নঃ সাবান তৈরির প্রধান কাঁচামাল
ক. গ্রিজ
খ. চর্বি
গ. নারিকেল
ঘ. পামতেল
উত্তরঃ খ
প্রশ্নঃ কোন শিখা লোহা গলিয়ে জোড়া লাগাতে সাহায্য করে?
ক. অক্সিঅ্যাসিটিলিন শিখা
খ. অক্সিঅ্যামোনিয়াম শিখা
গ. অক্সিহাইড্রোজেন শিখা
ঘ. অক্সিনাইট্রোজেন শিখা
উত্তরঃ ক
সাধারণ বিজ্ঞান, রসায়ন, তড়িৎ কোষ:
প্রশ্নঃ শুষ্ক কোষে কে ইলেকট্রন দান করে?
ক. দস্তার খোল
খ. কার্বন দণ্ড
গ. ম্যাঙ্গানিজ ডাই-অক্সাইড
ঘ. কয়লার গুঁড়া
উত্তরঃ খ
প্রশ্নঃ সাধারণ ড্রাইসেলে ইলেকট্রোড হিসাবে থাকে-
ক. তামার দণ্ড ও দস্তার দণ্ড
খ. তামার পাত ও দস্তার পাত
গ. কার্বন দণ্ড ও দস্তার কৌটা
ঘ. তামার দণ্ড ও দস্তার কৌটা
উত্তরঃ গ
প্রশ্নঃ ব্যাটারী থেকে কোন ধরনের বিদ্যুৎ উৎপন্ন হয়?
ক. D.C
খ. A.C
গ. E.C
ঘ. T.C
উত্তরঃ ক
প্রশ্নঃ সাধারণ স্টোরেজ ব্যটারীতে সীসার ইলেকট্রোডের সঙ্গে যে তরলটি ব্যবহৃত হয় তা হলো-
ক. নাইট্রিক এসিড
খ. সালফিউরিক এসিড
গ. এমোনিয়াম ক্লোরাইড
ঘ. হাইড্রোক্লোরিক এসিড
উত্তরঃ খ
প্রশ্নঃ আলোর বর্ণ নির্ধারন করে তার —
ক. গতিবেগ
খ. বিস্তার
গ. তরঙ্গদৈর্ঘ্য
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ গ
প্রশ্নঃ তড়িৎ বিশ্লেষণের সূত্র আবিষ্কার করেন
ক. মেন্ডেলিফ
খ. নিউটন
গ. অ্যাভোগ্যাড্রো
ঘ. ফ্যারাডে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বিদ্যুৎ পরিবাহকের রোধের একক
ক. ওয়াট
খ. কুলম্ব
গ. অ্যাম্পিয়ার
ঘ. ওহম
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ড্রাইসেল ব্যাটারীর তড়িৎচ্চালক বল কত?
ক. ১.৫ ভোল্ট
খ. ১.১ ভোল্ট
গ. ২ ভোল্ট
ঘ. ৫ ভোল্ট
উত্তরঃ ক
প্রশ্নঃ শুষ্ক কোষে কার্বন দণ্ডের চারপাশে থাকে-
ক. জিংক ক্লোরাইড ও কার্বন পাউডার
খ. অ্যামোনিয়াম ক্লোরাইড ও কার্বন পাউডার
গ. দস্তা চূর্ণ ও কার্বন পাউডার
ঘ. ম্যাঙ্গানিজ অক্সাইড ও কার্বন পাউডার
উত্তরঃ ঘ
প্রশ্নঃ গাড়ির ব্যাটারীতে ব্যবহৃত এসিড-
ক. HNO3
খ. HCl
গ. H2SO4
ঘ. H3PO4
উত্তরঃ গ
প্রশ্নঃ ক্যাথোডকে কি বলে?
ক. ধনাত্মক তড়িৎদ্বার
খ. ঋণাত্মক তড়িৎদ্বার
গ. অ্যামেটার
ঘ. নিরপেক্ষ তড়িৎদ্বার
উত্তরঃ খ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)