রসায়ন-০৬

সাধারণ বিজ্ঞান, রসায়ন, ধাতু:

প্রশ্নঃ মৌলিক ধাতুর অপর নাম কি ?
ক. নাম ধাতু
খ. কর্ম ধাতু
গ. মৌলিক ধাতু
ঘ. সিদ্ধ বা স্বয়সিদ্ধ ধাতু
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ Bronze is the alloy of
ক. Cu & Ni
খ. Cu & Sn
গ. Cu & Zn
ঘ. Cu & Fe
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি মৌলটি সবচেয়ে বেশি সক্রিয় (Reactive)?
ক. Na
খ. Mg
গ. K
ঘ. O
উত্তরঃ গ

প্রশ্নঃ Gun metal—
ক. ৭০% থেকে ৭৮% তামা এবং বাকিটা টিন
খ. ৮৫% থেকে ৯২% তামা ও বাকি টিনের সাথে অল্প পরিমান সীসা ও নিকেল
গ. ৭০% তামা ও ৩০% দস্তা
ঘ. ৯০% তামা এবং ১০% টিন
ঙ. কোনটিই নয়
উত্তরঃ ঙ

প্রশ্নঃ কোনটি বিদ্যুৎ পরিবাহী নয়?
ক. তামা
খ. লোহা
গ. রূপা
ঘ. রাবার
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন ধাতু সবচেয়ে তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হয়?
ক. দস্তা
খ. অ্যালুমিনিয়াম
গ. তামা
ঘ. পরস্পরের সংস্পর্শে থাকা তামা ও অ্যালুমিনিয়াম
উত্তরঃ ক

প্রশ্নঃ পৃথিবীতে সবচেয়ে বেশী ধাতু কোনটি?
ক. লোহা
খ. সিলিকন
গ. পারদ
ঘ. তামা
উত্তরঃ ক

প্রশ্নঃ ক্রিয়াপদ থেকে ক্রিয়াবিভক্তি বাদ দিলে যা থাকে, তাকে কি বলে ?
ক. ধ্বনি
খ. ক্রিয়া বিশেষণ
গ. ধাতু
ঘ. উপসর্গ
উত্তরঃ গ

প্রশ্নঃ ইস্পাতে কার্বনের শতকরা পরিমাণ কত?
ক. ০.১৫-১.৫%
খ. ৫.৫-৬.২৫%
গ. ১০-১২.৫%
ঘ. ২২%
উত্তরঃ ক

প্রশ্নঃ The colour of Pb3O4–
ক. Yellow
খ. White
গ. Black
ঘ. Red
উত্তরঃ ঘ

প্রশ্নঃ জিরকন, মোনাজাইট, বিউটাইল প্রভৃতির সমন্বয়ে গঠিত হয়-
ক. সোনা
খ. কালোসোনা
গ. রূপা
ঘ. প্লাটিনাম
উত্তরঃ খ

প্রশ্নঃ Camical composition of dolomite is
ক. MgFe(CO3)2
খ. CaMg(CO3)2
গ. CaCO3
ঘ. MgCO3
উত্তরঃ খ

প্রশ্নঃ কংক্রিটের মধ্যে ইস্পাতের রড দেওয়া হয় কেন?
ক. ঘনত্ব বাড়াবার জন্য
খ. সামগ্রিক খরচ কমাবার জন্য
গ. মজবুত করার জন্য
ঘ. পানির শোষণ কমাবার জন্য
উত্তরঃ গ

প্রশ্নঃ Pure gold is/কত ক্যারেটবিশিষ্ট সোনা বিশুদ্ধ সোনা?
ক. 26-Carat
খ. 24-Carat
গ. 22-Carat
ঘ. 18-Carat
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন বিজ্ঞানী রোগ জীবাণু তত্ত্ব উদ্ভাবন করেন?
ক. ডারউইন
খ. লুই পাস্তুর
গ. প্রিষ্টলী
ঘ. ল্যাভয়সিয়ে
উত্তরঃ খ

প্রশ্নঃ সংকর ধাতু ব্রোঞ্জে উপাদান হল–
ক. লোহা ও দস্তা
খ. টিন ও দস্তা
গ. তামা ও টিন
ঘ. তামা ও লোহা
উত্তরঃ গ

প্রশ্নঃ Name of the Cu-ore is
ক. Pyrite
খ. Cassitreite
গ. Chalcopyrite
ঘ. Lazurite
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘এপসম’ লবণের রাসায়নিক নাম-
ক. ক্যালসিয়াম হাইড্রোক্সাইড
খ. সিলভার ক্লোরাইড
গ. ম্যাগনেসিয়াম সালফেট
ঘ. জিঙ্ক নাইট্রেট
উত্তরঃ গ

প্রশ্নঃ সবচেয়ে মূল্যবান ধাতু
ক. স্বর্ণ
খ. রৌপ্য
গ. হীরক
ঘ. প্লাটিনাম
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সবচেয়ে হালকা ধাতুর নাম কি?
ক. হাইড্রোজেন
খ. সোডিয়াম
গ. লিথিয়াম
ঘ. পারদ
উত্তরঃ গ

প্রশ্নঃ সবচেয়ে বেশি শক্ত ধাতু হলো
ক. ইস্পাত
খ. গ্রানাইট পাথর
গ. হীরা
ঘ. পিতল
ঙ. কোনটিই নয়
উত্তরঃ ঙ

প্রশ্নঃ এসবেসটস কি?
ক. অগ্নিনিরোধক খনিজ পদার্থ
খ. কম ঘনত্ববিশিষ্ট তরল পদার্থ
গ. বেশি ঘনত্ববিশিষ্ট তরল পদার্থ
ঘ. এক ধরণের রাসায়নিক পদার্থ
উত্তরঃ ক

প্রশ্নঃ ইলেকট্রোপ্লেটিং কাকে বলে?
ক. ধাতুর ঔজ্জ্বল্য বৃদ্ধির জন্য তাকে বার্ণিশ দিয়ে আবৃত করা হয়
খ. যে কোন ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ
গ. এক ধরনের রং যার ব্যবহারে মরিচা পড়া বন্ধ হয়
ঘ. তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে একটি ধাতুর উপর অন্য ধাতুর পাতলা প্রলেপ দেয়া
উত্তরঃ ঘ

প্রশ্নঃ Bauxite is-
ক. Irone ore
খ. Antimony ore
গ. Aluminium ore
ঘ. Lead ore
উত্তরঃ গ

প্রশ্নঃ খাবার লবণের মূল উপাদান হলো-
ক. সোডিয়াম হাইড্রোক্সাইড
খ. সোডিয়াম কার্বনেট
গ. সোডিয়াম ক্লোরাইড
ঘ. আয়োডিন
উত্তরঃ গ

প্রশ্নঃ টেস্টিং সল্ট-এর রাসায়নিক নাম কি?
ক. সোডিয়াম বাই কার্বনেট
খ. সোডিয়াম গ্লুটামেট
গ. পটাশিয়াম বাইকার্বনেট
ঘ. মনোসোডিয়াম গ্লুটামেট
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয়?
ক. সোডিয়াম
খ. পটাসিয়াম
গ. ম্যাগনেসিয়াম
ঘ. জিংক
উত্তরঃ ক

প্রশ্নঃ যে ধাতু বিশ্লেষণ করা সম্ভব নয়, তাকে কোন ধাতু বলে ?
ক. যৌগিক ধাতু
খ. মৌলিক ধাতু
গ. সাধিত ধাতু
ঘ. নাম ধাতু
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন ধাতুর উপর আঘাত করলে শব্দ হয়না
ক. পিতল
খ. লোহা
গ. অ্যান্টিমনি
ঘ. তামা
উত্তরঃ গ

প্রশ্নঃ খাবার সোডার রাসয়নিক সংকেত কোনটি?
ক. Na2CO3
খ. Na2SO4
গ. NaNO3
ঘ. NaHCO3
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!