রসায়ন-০৪

প্রশ্নঃ একটি কটিনাশক ঔষধ-
ক. প্যালুড্রিন
খ. কুইনিন
গ. পেনিসিলিন
ঘ. গ্যামেস্কিন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ জীব সংরক্ষণ ও পঁচ নিবারণের জন্য ব্যবহৃত হয়/জীববিজ্ঞানে নমুনা সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়-
ক. ফর্মালিন
খ. সাবান
গ. গ্লিসারিন
ঘ. ভিনেগার
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ সোডিয়াম এসিটেটের সংকেত-
ক. CH2COONa
খ. (CH3COO)2ca
গ. CH3COONa
ঘ. CHCOONa
উত্তরঃ গ

প্রশ্নঃ সিরকা তৈরিতে কোন এসিড ব্যবহৃত হয়?
ক. এসিটিক এসিড
খ. সাইট্রিক এসিড
গ. ল্যাকটিক এসিড
ঘ. অ্যাসকরবিক এসিড
উত্তরঃ ক

প্রশ্নঃ স্যালিক এসিড-
ক. টমেটোতে পাওয়া যায়
খ. আমলকিতে পাওয়া যায়
গ. আঙ্গুরে পাওয়া যায়
ঘ. কমলালেবুতে পাওয়া যায়
উত্তরঃ ক

প্রশ্নঃ রেক্টিফাইড স্পিরিট হলো–
ক. ৯৮% ইথাইল অ্যালকোহল + ২% পানি
খ. ৯৫% ইথাইল অ্যালকোহল + ৫% পানি
গ. ৮০% ইথাইল অ্যালকোহল + ২০% পানি
ঘ. ৯০% ইথাইল অ্যালকোহল + ১০% পানি
উত্তরঃ খ

প্রশ্নঃ ভিনেগার
ক. ২% এসিটিক এসিডের জলীয় দ্রবণ
খ. ৪% এসিটিক এসিডের জলীয় দ্রবণ
গ. ১০% এসিটিক এসিডের জলীয় দ্রবণ
ঘ. ৪০% এসিটিক এসিডের জলীয় দ্রবণ
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি বিস্ফোরক পদার্থ?
ক. ডি.ডি.টি
খ. টি.এন.টি
গ. সি.এফ.সি
ঘ. আয়োডেক্স
উত্তরঃ খ

প্রশ্নঃ Cl3CNO2 হচ্ছে
ক. ফসজিন গ্যাস
খ. মাস্টার্ড গ্যাস
গ. লাফিং গ্যাস
ঘ. টিয়ার গ্যাস
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কঁচু খেলে গলা চুলকায়, কারণ কঁচুতে আছে-
ক. ক্যালশিয়াম অক্সালেট
খ. ক্যালশিয়াম কার্বনেট
গ. ক্যালশিয়াম ফসফেট
ঘ. ক্যালশিয়াম সালফেট
উত্তরঃ ক

প্রশ্নঃ সাবান কোন উচ্চতর ফ্যাট এসিডের লবণ?
ক. পটাসিয়াম
খ. সোডিয়াম
গ. ক্যালসিয়াম
ঘ. পটাসিয়াম + সোডিয়াম
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কাপড়ে কালির দাগ লাগলে সহজেই উঠানো যায়
ক. তৎক্ষনাৎ দুধে ভেজালে
খ. সঙ্গে সঙ্গে সাবান দিয়ে ধুয়ে ফেলা
গ. দাগের উপর লেবুর রস দিয়ে ঘষা
ঘ. দাগের উপর কাপড় ধোয়ার সাবান ব্যবহার করা
উত্তরঃ গ

প্রশ্নঃ চিপ্‌সের প্যাকেটে কোন গ্যাস ব্যবহৃত হয়?
ক. অক্সিজেন
খ. কার্বন ডাই-অক্সাইড
গ. নাইট্রোজেন
ঘ. জলীয় বাষ্প
উত্তরঃ গ

প্রশ্নঃ ভিনেগারে কোন এসিড থকে?
ক. এসিটিক
খ. সালফিউরিক
গ. সাইট্রিক
ঘ. টারটারিক
উত্তরঃ ক

প্রশ্নঃ ডি.ডি.টি এক ধরনের
ক. কীটনাশক ঔষধ
খ. বিস্ফোরক
গ. রোগ প্রতিষেধক
ঘ. পানি বিশোধক
উত্তরঃ ক

প্রশ্নঃ লেবুর রসে কোন এসিড থাকে?
ক. হাইড্রোক্লোরিক
খ. সাইট্রিক
গ. সারফিউরিক
ঘ. নাইট্রিক
উত্তরঃ খ

প্রশ্নঃ The type formula for aromatic series is
ক. CnH2n-2
খ. CnH2n+2
গ. CnH2n-6
ঘ. None
উত্তরঃ খ

প্রশ্নঃ আমলকিতে থাকে-
ক. টারটারিক এসিড
খ. এসিটিক এসিড
গ. অক্সালিক এসিড
ঘ. সালফিউরিক এসিড
উত্তরঃ গ

প্রশ্নঃ অক্সি অ্যাসিটিলিন শিখার তাপমাত্রা-
ক. ২৫০০°-৩০০০° সে
খ. ৩০০০°-৩৫০০° সে.
গ. ২০০০°-২৫০০° সে
ঘ. ১০০০°-১৫০০° সে.
উত্তরঃ খ

প্রশ্নঃ আঙ্গুর ফলে কোন এসিড বর্তমান থাকে
ক. টারটারিক এসিড
খ. সাইট্রিক এসিড
গ. অক্সালিক এসিড
ঘ. ফরমিক এসিড
উত্তরঃ ক

প্রশ্নঃ উদ্ভিদের গৌণ পুষ্টি উপাদান কয়টি?
ক. ৭টি
খ. ৮টি
গ. ৯টি
ঘ. ১০টি
উত্তরঃ ক

প্রশ্নঃ কাঁদুনে গ্যাসের অপর নাম কি?
ক. ক্লোরোপিক্রিরিন
খ. ফসজিন গ্যাস
গ. নাইট্রোজেন গ্যাস
ঘ. মিথেন
উত্তরঃ ক

প্রশ্নঃ ইথানলের সাথে মিথানল মিশিয়ে বাজারে বিক্রি করার নিয়মের প্রয়োজন কেন?
ক. এতে সহজে আগুন লাগে না
খ. পানীয় হিসেবে ব্যবহারের অযোগ্য করার জন্য
গ. নিরাপদে সংরক্ষণ করা যায়
ঘ. পেট্রোল হিসেবে ব্যবহার প্রতিরোধের জন্য
উত্তরঃ খ

প্রশ্নঃ সাবানের রাসায়নিক নাম কি?
ক. সোডিয়াম এসিটেট
খ. সোডিয়াম স্টিয়ারেট
গ. ইথাইল স্টিয়ারেট
ঘ. গ্লিসারিন স্টিয়ারেট
উত্তরঃ খ

প্রশ্নঃ ফল পাকানোর জন্য দায়ী কে?
ক. ইথিলিন
খ. লাইকোপেন
গ. প্রপিন
ঘ. মিথিলিন
উত্তরঃ ক

প্রশ্নঃ রেক্টিফাইড স্প্রিরিট হলো-
ক. ৯০% ইথাইল অ্যালকোহল +১০% পানি
খ. ৮০% ইথাইল অ্যালকোহল + ২০% পানি
গ. ৯৫% ইথাইল অ্যালকোহল + ৫% পানি
ঘ. ৯৮% ইথাইল অ্যালকোহল + ২% পানি
উত্তরঃ গ

প্রশ্নঃ সাবান তৈরির উপজাত হিসাবে পাওয়া যায়-
ক. গ্লিসারিন
খ. সিলিকন
গ. ইথানল
ঘ. সোডিয়াম
উত্তরঃ ক

প্রশ্নঃ কৃত্রিম জিন আবিষ্কার করেন–
ক. চার্লস ডারউইন
খ. হরগোবিন্দ খোরানা
গ. গ্রেগর ইয়োহান মেন্ডেল
ঘ. থিওফ্রাস্টাস
উত্তরঃ খ

প্রশ্নঃ কাঁদুনে গ্যাস উৎপন্ন হয় ক্লোরোফর্মের সাথে কোন এসিডের বিক্রিয়ায়?
ক. গাঢ় সাইট্রিক এসিড
খ. গাঢ় হাইড্রোক্লোরিক এসিড
গ. গাঢ় নাইট্রিক এসিড
ঘ. গাঢ় অ্যাসিটিক এসিড
উত্তরঃ গ

প্রশ্নঃ অক্সালিক এসিড পাওয়া যায়-
ক. আমলকিতে
খ. তেতুলে
গ. বাধাকপিতে
ঘ. লেবুতে
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!