প্রশ্নঃ বিশেষ নিয়মে সাধিত বহুবচনের উদাহরণ কোনটি ?
ক. লাল লাল ফুল
খ. বড় বড় মাঠ
গ. মেয়েরা কানাকানি করছে
ঘ. হাঁড়ি হাঁড়ি সন্দেশ
উত্তরঃ গ
প্রশ্নঃ কোনটি সঠিক ?
ক. ফুলদল
খ. বীরদল
গ. পতঙ্গদল
ঘ. তরুদল
উত্তরঃ ক
প্রশ্নঃ রা, এরা কোন কারকে যুক্ত হয়?
ক. কর্মকারকে
খ. কর্তৃকারকে
গ. সম্প্রদান কারকে
ঘ. অপাদান কারকে
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘বচন’ শব্দের আভিধানিক অর্থ কি ?
ক. গণনা
খ. সংখ্যা
গ. পূরণ
ঘ. যোগ
উত্তরঃ খ
প্রশ্নঃ কোনটি প্রাণী এবং অপ্রাণিবাচক শব্দে ব্যবহৃত হয় ?
ক. নিচয়
খ. দাম
গ. রাজি
ঘ. মালা
উত্তরঃ গ
প্রশ্নঃ গুলা, গুলি, প্রভৃতি সমাষ্টিবাচক শব্দ কোন শব্দ থেকে জাত ?
ক. আবলী
খ. কূল
গ. সমূহ
ঘ. রাশি
উত্তরঃ খ
প্রশ্নঃ কোথায় বিশেষ অর্থে নির্দিষ্টার্থে ‘খানি’ ব্যবহৃত হয়?
ক. গদ্য রচনায়
খ. কবিতায়
গ. ছন্দবদ্ধ পদে
ঘ. সমাসবদ্ধ পদে
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘বচন’ ব্যাকরণের কিরূপ শব্দ?
ক. প্রাতিপদিক শব্দ
খ. পারিভাষিক শব্দ
গ. অব্যয়সূচক শব্দ
ঘ. কারসূচক শব্দ
উত্তরঃ খ
প্রশ্নঃ পদের দ্বিরুক্তির সাহায্যে বহুবচন হয়েছে কোনটিতে?
ক. বন্ধুসব
খ. ফুলে ফুলে
গ. শত্রুদল
ঘ. পাখি সব
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘বচন’ অর্থ কি?
ক. সংখ্যার ধারণা
খ. গণনার ধারণা
গ. ক্রমের ধারণা
ঘ. পরিমাপের ধারণা
উত্তরঃ ক
প্রশ্নঃ ইতর প্রাণী ও অপ্রাণিবাচক শব্দের শেষে কোন বহুবচনবোধক শব্দ যোগ হয় ?
ক. রা, এরা
খ. গুলা, গুলো
গ. গণ, বৃন্দ
ঘ. বৃন্দ, বর্গ
উত্তরঃ খ
প্রশ্নঃ ডালে ডালে কুসুমভার – এখানে ‘ভার’ কোন অর্থ প্রকাশ করেছে ?
ক. গুরুত্ব
খ. বিষাদ
গ. সমূহ
ঘ. বোঝা
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘শ্রেণী’ব্যবহার করলে কোন শব্দটি সঠিক বলে মনে হবে?
ক. রাজশ্রেণী
খ. তরুশ্রেণী
গ. দিনশ্রেণী
ঘ. কোনটি না
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘কমল’ এর বহুবচনবোধক শব্দ কোনটি ?
ক. আবলী
খ. গ্রাম
গ. কুল
ঘ. নিকর
উত্তরঃ ঘ
প্রশ্নঃ মালা প্রত্যয়টির প্রয়োগ কোন শব্দটিতে সঠিক হবে ?
ক. তরঙ্গ
খ. বিদ্যালয়
গ. ছাত্রী
ঘ. ছাত্র
উত্তরঃ ক
প্রশ্নঃ পদের পূর্বে ‘এক’ ‘গোটা’ ইত্যাদি বসে কোন অর্থ প্রকাশ করে ?
ক. নির্দিষ্টতা
খ. অনির্দিষ্টতা
গ. সংকীর্ণতা
ঘ. সীমাবদ্ধতা
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘বচন’ ধারণা দেয়-।
ক. কোন কিছুর অস্তিত্ব
খ. কোন কিছুর সংখ্যা
গ. কোন কিছুর ভাব
ঘ. কোন কিছুর পরপূর্ণতা
উত্তরঃ খ
প্রশ্নঃ একবচন বিশেষ্যের আগে কোন শব্দটি ব্যবহার করে বহুবচন করা হয় ?
ক. সমূহ
খ. পুঞ্জ
গ. অনেক
ঘ. পাল
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘নির্দেশক সর্বনাম’-এর সাথে টা, টি যুক্ত হলে তা কি হয়?
ক. উৎকৃষ্ট
খ. সুনির্দিষ্ট
গ. নিকৃষ্ট
ঘ. অস্পষ্ট
উত্তরঃ খ
প্রশ্নঃ নিচের কোনটি ক্রম বা পূরণবাচক সংখ্যা ?
ক. ছয়
খ. অষ্ট
গ. সপ্তম
ঘ. সপ্ত
উত্তরঃ গ
প্রশ্নঃ উন্নত প্রাণিবাচক শব্দের সঙ্গে কোন বিভক্তি যুক্ত হতে পারে?
ক. টি
খ. খানি
গ. রা
ঘ. গুলো
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘কাঁড়ি কাঁড়ি টাকা’ -বাক্যে কি অর্থে দ্বিরুক্তি হয়েছে ?
ক. একবচন
খ. বহুবচন
গ. শূন্য
ঘ. অবস্থা
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘গুলি’ শুধুমাত্র কোথায় ব্যবহৃত হয় ?
ক. সাধু রীতিতে
খ. চলিত রীতিতে
গ. কথ্য রীতিতে
ঘ. লেখ্য রীতিতে
উত্তরঃ ক
প্রশ্নঃ বহুবচন প্রকাশের জন্য কোনটি ব্যবহৃত হয়?
ক. রা
খ. টা
গ. টি
ঘ. খানি
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘বচন’ কোন জাতীয় শব্দ?
ক. তৎসম
খ. অর্ধ-তৎসম
গ. পারিভাষিক
ঘ. খাঁটি বাংলা
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন দুটি পদের বচনভেদে হয় ?
ক. বিশেষ্য ও সর্বনাম
খ. বিশেষ্য ও বিশেষণ
গ. সর্বনাম ও অব্যয়
ঘ. ক্রিয়া ও অব্যয়
উত্তরঃ ক
প্রশ্নঃ কোনটি প্রত্যয়যোগে বহুবচন হয় ?
ক. কাগজ
খ. ফুল
গ. বৃক্ষ
ঘ. গরু
উত্তরঃ ক
প্রশ্নঃ কোনটি বিশেষ নিয়মে বহুবচন ?
ক. রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে
খ. কাকেরা এক বিরাট সভা করল
গ. শিক্ষকেরা জ্ঞান দান করেন
ঘ. সকলে সব জানে না
উত্তরঃ ঘ
প্রশ্নঃ রাজি, দাম, মালা, রাশি, গুচ্ছ ইত্যাদি ব্যবহৃত হয়-
ক. উন্নত পাণিবাচক শব্দে
খ. প্রাণী ও অপ্রাণিবাচক শব্দে
গ. অপ্রাণিবাচক শব্দে
ঘ. ইতর প্রাণিবাচক শব্দে
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘তের’-এর পূরণবাচক শব্দ কোনটি?
ক. ১৩
খ. ত্রয়োদশ
গ. তেরতম
ঘ. তেরই
উত্তরঃ খ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)