বাংলা ব্যাকরণ-৫৯

প্রশ্নঃ কোন বাক্যটি দ্বারা একবচন ও বহুবচন দু-ই বোঝায় ?
ক. বাজারে লোক জমেছে
খ. এটাই করিমদের বাড়ি
গ. সিংহ বনে থাকে
ঘ. বাগানে ফুল ফুটেছে
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘গুলা, গুলো’ কোন শব্দের সাথেব্যবহৃত হয়ে বহুবচন অর্থ করে?
ক. উন্নত প্রাণিবাচক শব্দের
খ. অপ্রাণিবাচক শব্দের
গ. ভাববাচক শব্দের
ঘ. বস্তুবাচক শব্দের
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ বহুবচন বোঝাতে যে সমষ্টিবোধক শব্দ ব্যবহার করা হয় তার অধিকাংশই কোন ভাষা থেকে এসেছে ?
ক. আরবি ভাষা
খ. তৎসম বা সংস্কৃত ভাষা
গ. ফারসি ভাষা
ঘ. হিন্দি ভাষা
উত্তরঃ খ

প্রশ্নঃ অপ্রাণী বা ইতর প্রাণির বহুবচনে কোন বিভক্তি যুক্ত হয় না?
ক. গুলি
খ. দের
গ. রা
ঘ. কুল
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘পর্বত’ শব্দটির সঠিক বহুবচন হল-
ক. পর্বতগুচ্ছ
খ. পর্বতমালা
গ. পর্বতপুঞ্জ
ঘ. পার্বত্য
উত্তরঃ খ

প্রশ্নঃ বিদেশী শব্দের বহুবচনের উদাহরণ কোনটি ?
ক. কমল -নিকর
খ. গুচ্ছ -গ্রাম
গ. কাগজ -কাগজজাত
ঘ. টাকা -পয়সা
উত্তরঃ গ

প্রশ্নঃ সকল নির্বাচককে সমষ্টিগতভাবে বলা হয়-
ক. ভোটারগণ
খ. ভোটার মন্ডলী
গ. নির্বাচক
ঘ. নির্বাচকমণ্ডলী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘সব’ এর সঠিক প্রয়োগ সম্ভব নিচের কোন শব্দের সাথে ?
ক. ভাই
খ. বোন
গ. তারকা
ঘ. ব্যাঙ
উত্তরঃ ক

প্রশ্নঃ আন যোগে সাধিত বহুবচন কোনটি ?
ক. বুজর্গান
খ. কুসুমদাম
গ. অনেক ছাত্র
ঘ. অনেক ছাত্র
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটিতে একবচনের ব্যবহার অশুদ্ধ ?
ক. ছাত্রপুঞ্জ
খ. তারকারাজি
গ. তরঙ্গমালা
ঘ. শব্দাবলী
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘রাজাদের বাড়ি।’ -এখানে কোন নিয়মে বহুবচন হয়েছে?
ক. একবচনের নিয়মে
খ. বহুবচনের নিয়মে
গ. প্রচলিত নিয়মে
ঘ. বিশেষ নিয়মে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ “ডালে ডালে কুসুম ভার”- এখানে ‘ভার’ কোন অর্থ প্রকাশ করছে?
ক. সমূহ
খ. বোঝা
গ. গুরুত্ব
ঘ. বিষাদ
উত্তরঃ ক

প্রশ্নঃ গোটা বচন বাচক শব্দটি কোথায় বসে ?
ক. আগে
খ. মাঝে
গ. শেষে
ঘ. পরে
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়?
ক. বৃন্দ
খ. কুল
গ. বর্গ
ঘ. গ্রাম
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন বচনটি সংস্কৃত
ক. একবচন
খ. বহুবচ্চন
গ. দ্বিবচন
ঘ. কোনটি নয়
উত্তরঃ গ

প্রশ্নঃ বহুবচনবোধক প্রত্যয় ও সমষ্টিবোধক শব্দের অধিকাংশই কোন শব্দের অন্তর্গত ?
ক. তৎসম বা সংস্কৃত
খ. তদ্ভব
গ. অর্ধতৎসম
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ কেবল জন্তুর বহুবচনে কি ব্যবহৃত হয় ?
ক. ষুথ, কুল
খ. পাল, যুথ
গ. সকল ও সমূহ
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ ইতর প্রাণী ও অপ্রাণিবাচক শব্দের বহুবচনে কি ব্যবহৃত হয় ?
ক. এরা, রে, রা
খ. গুলা, গুলো, রা
গ. গুলা, গুলি, গুলো
ঘ. সবগুলোই
উত্তরঃ গ

প্রশ্নঃ বচন কয় প্রকার ?
ক. দু’প্রকার
খ. তিন প্রকার
গ. চার প্রকার
ঘ. পাঁচ প্রকার
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলা ব্যাকরণে কোন বচন নেই ?
ক. একবচন
খ. দ্বিবচন
গ. বহুবচন
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘একখানা বই কিনে দিও’। এখানে ‘খানা’ কি অথে ব্যবহৃত হযেছে?
ক. অনির্দিষ্টতা অর্থে
খ. নির্দিষ্টতা অর্থে
গ. নিরর্থকভাবে
ঘ. সার্থক অর্থে
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত বহুবচন ?
ক. মেয়েরা কানাকানি করছে
খ. এটাই করিমদের বাড়ি
গ. রবীন্দ্রনাথরা প্রতিদিন জন্মায় না
ঘ. ওপরের সবগুলো
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিচের কোনটি পদের দ্বিরুক্তির সাহায্য বহুবচন হয়েছে ?
ক. পাখিসব
খ. ফলে ফলে
গ. শত্রুদল
ঘ. বন্ধুসব
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোনটি একত্ববোধক বহুবচনের উদাহরণ ?
ক. আপনারা মনীষী লোক
খ. অনেক লোক উপস্থিত হয়েছে
গ. তিনি অঢ়েল টাকার মালিক
ঘ. ছেলেরা বল খেলছে
উত্তরঃ ক

প্রশ্নঃ সমষ্টি বা বহুবচন প্রকাশে সহায়ক বিভক্তি বা শব্দগুলো বেশীর ভাগ কোন ভাষা থেকে আগত ?
ক. হিন্দি
খ. আর্য
গ. সংস্কৃত
ঘ. বাংলা
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন কোন শব্দের দ্বিত্ব প্রয়োগে বহুবচন সাধিত হয় ?
ক. বিশেষ্য ও সর্বনাম পদের
খ. বিশেষ্য ও বিশেষণ পদের
গ. অব্যয় ও ক্রিয়া পদের
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন দ্বিরুক্ত শব্দ দুটি বহুবচন সংকেত করে?
ক. পাকা পাকা আম
খ. ছি ছি কি করছ?
গ. নরম নরম হাত
ঘ. উড়ু– উড়ু– মন
উত্তরঃ ক

প্রশ্নঃ “বনে বনে ফুল ফুটেছে।” এখানে ‘ফুল-
ক. একবচন
খ. বহুবচন
গ. একবচন ও বহুবচন দুটোই
ঘ. কোনটাই না
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত বহুবচনের উদাহরণ?
ক. সিংহ বনে থাকে
খ. বাগানে ফুল ফুটেছে
গ. মানুষ মরণশীল
ঘ. এটাই করিমদের বাড়ি
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন বাক্যটি সঠিক ?
ক. একই সঙ্গে দুবার বহুবচন হয়
খ. একই সঙ্গে দুবার বহুবচনবাচক প্রত্যয় বা শব্দ ব্যবহৃত হয় না
গ. একই সঙ্গে দুবার বহুবচনবাচক শব্দ ব্যবহৃত হয় না
ঘ. একই সঙ্গে তিনবার বহুবচনবাচক প্রত্যয় ব্যবহৃত হয়
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!