বাংলা ব্যাকরণ-৬০

প্রশ্নঃ বিশেষ নিয়মে সাধিত বহুবচনের উদাহরণ কোনটি ?
ক. লাল লাল ফুল
খ. বড় বড় মাঠ
গ. মেয়েরা কানাকানি করছে
ঘ. হাঁড়ি হাঁড়ি সন্দেশ
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি সঠিক ?
ক. ফুলদল
খ. বীরদল
গ. পতঙ্গদল
ঘ. তরুদল
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ রা, এরা কোন কারকে যুক্ত হয়?
ক. কর্মকারকে
খ. কর্তৃকারকে
গ. সম্প্রদান কারকে
ঘ. অপাদান কারকে
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘বচন’ শব্দের আভিধানিক অর্থ কি ?
ক. গণনা
খ. সংখ্যা
গ. পূরণ
ঘ. যোগ
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি প্রাণী এবং অপ্রাণিবাচক শব্দে ব্যবহৃত হয় ?
ক. নিচয়
খ. দাম
গ. রাজি
ঘ. মালা
উত্তরঃ গ

প্রশ্নঃ গুলা, গুলি, প্রভৃতি সমাষ্টিবাচক শব্দ কোন শব্দ থেকে জাত ?
ক. আবলী
খ. কূল
গ. সমূহ
ঘ. রাশি
উত্তরঃ খ

প্রশ্নঃ কোথায় বিশেষ অর্থে নির্দিষ্টার্থে ‘খানি’ ব্যবহৃত হয়?
ক. গদ্য রচনায়
খ. কবিতায়
গ. ছন্দবদ্ধ পদে
ঘ. সমাসবদ্ধ পদে
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘বচন’ ব্যাকরণের কিরূপ শব্দ?
ক. প্রাতিপদিক শব্দ
খ. পারিভাষিক শব্দ
গ. অব্যয়সূচক শব্দ
ঘ. কারসূচক শব্দ
উত্তরঃ খ

প্রশ্নঃ পদের দ্বিরুক্তির সাহায্যে বহুবচন হয়েছে কোনটিতে?
ক. বন্ধুসব
খ. ফুলে ফুলে
গ. শত্রুদল
ঘ. পাখি সব
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘বচন’ অর্থ কি?
ক. সংখ্যার ধারণা
খ. গণনার ধারণা
গ. ক্রমের ধারণা
ঘ. পরিমাপের ধারণা
উত্তরঃ ক

প্রশ্নঃ ইতর প্রাণী ও অপ্রাণিবাচক শব্দের শেষে কোন বহুবচনবোধক শব্দ যোগ হয় ?
ক. রা, এরা
খ. গুলা, গুলো
গ. গণ, বৃন্দ
ঘ. বৃন্দ, বর্গ
উত্তরঃ খ

প্রশ্নঃ ডালে ডালে কুসুমভার – এখানে ‘ভার’ কোন অর্থ প্রকাশ করেছে ?
ক. গুরুত্ব
খ. বিষাদ
গ. সমূহ
ঘ. বোঝা
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘শ্রেণী’ব্যবহার করলে কোন শব্দটি সঠিক বলে মনে হবে?
ক. রাজশ্রেণী
খ. তরুশ্রেণী
গ. দিনশ্রেণী
ঘ. কোনটি না
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘কমল’ এর বহুবচনবোধক শব্দ কোনটি ?
ক. আবলী
খ. গ্রাম
গ. কুল
ঘ. নিকর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মালা প্রত্যয়টির প্রয়োগ কোন শব্দটিতে সঠিক হবে ?
ক. তরঙ্গ
খ. বিদ্যালয়
গ. ছাত্রী
ঘ. ছাত্র
উত্তরঃ ক

প্রশ্নঃ পদের পূর্বে ‘এক’ ‘গোটা’ ইত্যাদি বসে কোন অর্থ প্রকাশ করে ?
ক. নির্দিষ্টতা
খ. অনির্দিষ্টতা
গ. সংকীর্ণতা
ঘ. সীমাবদ্ধতা
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘বচন’ ধারণা দেয়-।
ক. কোন কিছুর অস্তিত্ব
খ. কোন কিছুর সংখ্যা
গ. কোন কিছুর ভাব
ঘ. কোন কিছুর পরপূর্ণতা
উত্তরঃ খ

প্রশ্নঃ একবচন বিশেষ্যের আগে কোন শব্দটি ব্যবহার করে বহুবচন করা হয় ?
ক. সমূহ
খ. পুঞ্জ
গ. অনেক
ঘ. পাল
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘নির্দেশক সর্বনাম’-এর সাথে টা, টি যুক্ত হলে তা কি হয়?
ক. উৎকৃষ্ট
খ. সুনির্দিষ্ট
গ. নিকৃষ্ট
ঘ. অস্পষ্ট
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোনটি ক্রম বা পূরণবাচক সংখ্যা ?
ক. ছয়
খ. অষ্ট
গ. সপ্তম
ঘ. সপ্ত
উত্তরঃ গ

প্রশ্নঃ উন্নত প্রাণিবাচক শব্দের সঙ্গে কোন বিভক্তি যুক্ত হতে পারে?
ক. টি
খ. খানি
গ. রা
ঘ. গুলো
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘কাঁড়ি কাঁড়ি টাকা’ -বাক্যে কি অর্থে দ্বিরুক্তি হয়েছে ?
ক. একবচন
খ. বহুবচন
গ. শূন্য
ঘ. অবস্থা
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘গুলি’ শুধুমাত্র কোথায় ব্যবহৃত হয় ?
ক. সাধু রীতিতে
খ. চলিত রীতিতে
গ. কথ্য রীতিতে
ঘ. লেখ্য রীতিতে
উত্তরঃ ক

প্রশ্নঃ বহুবচন প্রকাশের জন্য কোনটি ব্যবহৃত হয়?
ক. রা
খ. টা
গ. টি
ঘ. খানি
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘বচন’ কোন জাতীয় শব্দ?
ক. তৎসম
খ. অর্ধ-তৎসম
গ. পারিভাষিক
ঘ. খাঁটি বাংলা
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন দুটি পদের বচনভেদে হয় ?
ক. বিশেষ্য ও সর্বনাম
খ. বিশেষ্য ও বিশেষণ
গ. সর্বনাম ও অব্যয়
ঘ. ক্রিয়া ও অব্যয়
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি প্রত্যয়যোগে বহুবচন হয় ?
ক. কাগজ
খ. ফুল
গ. বৃক্ষ
ঘ. গরু
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি বিশেষ নিয়মে বহুবচন ?
ক. রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে
খ. কাকেরা এক বিরাট সভা করল
গ. শিক্ষকেরা জ্ঞান দান করেন
ঘ. সকলে সব জানে না
উত্তরঃ ঘ

প্রশ্নঃ রাজি, দাম, মালা, রাশি, গুচ্ছ ইত্যাদি ব্যবহৃত হয়-
ক. উন্নত পাণিবাচক শব্দে
খ. প্রাণী ও অপ্রাণিবাচক শব্দে
গ. অপ্রাণিবাচক শব্দে
ঘ. ইতর প্রাণিবাচক শব্দে
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘তের’-এর পূরণবাচক শব্দ কোনটি?
ক. ১৩
খ. ত্রয়োদশ
গ. তেরতম
ঘ. তেরই
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!