প্রশ্নঃ নিচের কোন শব্দটি শুদ্ধ বানানে লিখিত?
ক. শিরচ্ছেদ
খ. শিরশ্ছেদ
গ. শিরোচ্ছেদ
ঘ. শিরচ্ছেদ
উত্তরঃ খ
প্রশ্নঃ শুদ্ধ বাননাটি নির্দেশ কর।
ক. মুহুর্মুহু
খ. মূহুর্মুহু
গ. মুর্হমুহু
ঘ. মুর্হুমূহু
উত্তরঃ ক
প্রশ্নঃ কোনটি শুদ্ধ বাক্য?
ক. অরন্য জনপদে একটি চমৎকার পুস্তক
খ. অরন্য জনপদে একটি চমৎকার বই
গ. অরণ্য জনপদে একটি চমৎকার পুস্তক
ঘ. অরণ্য জনপদে একটি চমৎকার বই
উত্তরঃ গ
প্রশ্নঃ শুদ্ধ কোনটি?
ক. তাহার সৌজন্যতায় আমি বইটি পেয়েছি
খ. তার সৌজন্যতায় আমি বইটি পেয়েছি
গ. তাহার সৌজন্যে আমি বইটি পেয়েছি
ঘ. তার সৌজন্যে আমি বইটি পেয়েছি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ সঠিক বাক্যটি চিহ্নিত করুন।
ক. তুমি, রাসেল ও আমি নৌবিহারে যাব
খ. রাসেল ও আমি, তুমি নৌবিহারে যাব
গ. তুমি, আমি ও রাসেল নৌবিহারে যাব
ঘ. রাসেল, তুমি ও আমি নৌবিহারে যাব
উত্তরঃ ক
প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান?
ক. উদ্ভূত
খ. উদ্বুত
গ. উদ্ধূত
ঘ. ঊদ্ভুত
উত্তরঃ ক
প্রশ্নঃ শুদ্ধ বানান কোনটি?
ক. মূমুর্ষু
খ. মুমূর্ষু
গ. মূমুর্ষ
ঘ. মুমূর্ষ
উত্তরঃ খ
প্রশ্নঃ কোনটি শুদ্ধ বাক্য?
ক. কুলাটা নারীকে বর্জন কর
খ. কুলটা নারীকে বর্জন কর
গ. কূলাটা নারীকে বর্জন কর
ঘ. কূলটা নারীকে বর্জন কর
উত্তরঃ খ
প্রশ্নঃ শুদ্ধ বানানটি কোনটি?
ক. উত্ত্যক্ত
খ. উত্যক্ত
গ. উত্ত্বক্ত
ঘ. ঊত্যক্ত
উত্তরঃ খ
প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?
ক. নিশিথ
খ. নিশীথ
গ. নীশীথ
ঘ. নিশীত
উত্তরঃ খ
প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান?
ক. বাল্মীকি
খ. বাল্মীকী
গ. বাল্মিকি
ঘ. বাল্মিকী
উত্তরঃ ক
প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান?
ক. দূষণ
খ. দুষণ
গ. দূশন
ঘ. দুশন
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?
ক. মণিষী
খ. মনীষী
গ. মনীসি
ঘ. মণিসী
উত্তরঃ খ
প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?
ক. ঊন্মেষ
খ. উন্মেষ
গ. উন্মেশ
ঘ. ঊন্মেশ
উত্তরঃ খ
প্রশ্নঃ নিম্নের কোন বানানটি সঠিক?
ক. ব্যধি
খ. রোগাগ্রস্থ
গ. বিশেষণ
ঘ. ছোয়াচে
উত্তরঃ গ
প্রশ্নঃ কোনটি শুদ্ধ?
ক. তিনি একজন কৃতি পুরুষ
খ. তিনি একজন কীর্তিমান পুরুষ
গ. তিনি একজন কৃত্তি পুরুষ
ঘ. তিনি একজন কিত্তিমান পুরুষ
উত্তরঃ খ
প্রশ্নঃ নিচের কোন বানানটি শুদ্ধ?
ক. কল্যাণীয়েসু
খ. কল্যাণীয়েশু
গ. কল্যাণীয়েষু
ঘ. কল্যানিয়েষু
উত্তরঃ গ
প্রশ্নঃ নিচের কোন বানানটি সঠিক?
ক. ছন্দসীক
খ. ছন্দসিক
গ. ছান্দসিক
ঘ. ছান্দসীক
উত্তরঃ গ
প্রশ্নঃ শুদ্ধ বানান কোনটি?
ক. স্নেহাশিষ
খ. স্নেহাশীষ
গ. স্নেহাশীস
ঘ. স্নেহাশিস্
উত্তরঃ ঘ
প্রশ্নঃ নিচের কোন বানানটি শুদ্ধ?
ক. কনিষ্ঠ
খ. কণিষ্ঠ
গ. কনিষ্ঠতম
ঘ. কণিষ্ঠতম
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?
ক. গৃহস্থ
খ. গ্রীহস্ত
গ. গৃহস্ত
ঘ. গ্রীহস্থ
উত্তরঃ ক
প্রশ্নঃ শুদ্ধ বাক্য নির্ণয় করুন?
ক. তিনি সন্তুষ্ট হলেন
খ. তিনি সন্তস্ট হলেন
গ. তিনি সন্তোষ্ট হলেন
ঘ. তিনি সন্তোষ হলেন
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?
ক. অধিনস্থ
খ. অধীনস্থ
গ. অধিনস্ত
ঘ. অধীন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন বাক্যটি শুদ্ধ?
ক. চন্দ্র ও সূর্যগ্রহণ দুইটি বিস্ময়কর ঘটনা
খ. চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ দুইটি বিস্ময়কর ঘটনা
গ. চন্দ্র অপেক্ষা সূর্যগ্রহণ বিস্ময়কর ঘটনা
ঘ. চন্দ্র সূর্যগ্রহণ অপেক্ষা বিস্ময়কর ঘটনা
উত্তরঃ খ
প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান?
ক. অত্যন্ত
খ. অত্যান্ত
গ. অত্ত্যন্ত
ঘ. আত্যান্ত
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?
ক. মুমুর্ষু
খ. মুমূর্ষু
গ. মূমুর্ষু
ঘ. মূমূর্যূ
উত্তরঃ খ
প্রশ্নঃ কোন শব্দটি শুদ্ধ ?
ক. পুঙ্খানুপুঙ্খ
খ. পুংঙ্খানুপুঙ্খ
গ. পুঙ্খানুপুংঙ্খ
ঘ. পুঙ্খানূপুঙ্খ
উত্তরঃ ক
প্রশ্নঃ ভুল বানান কোনটি?
ক. সমিতি
খ. জ্যামিতি
গ. প্রকৃতি
ঘ. প্রতিতি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান?
ক. ধরন
খ. ধারনা
গ. গ্রহন
ঘ. প্রেরন
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?
ক. ফণীভূষণ
খ. ফনিভূষণ
গ. ফনিভুষণ
ঘ. ফনীভূষণ
উত্তরঃ খ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)