বাংলা ব্যাকরণ-১১৫

প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান?
ক. দন্দ
খ. দ্বন্দ
গ. দ্বন্দ্ব
ঘ. দন্দ্ব
উত্তরঃ গ

প্রশ্নঃ শুদ্ধ বানান কোনটি?
ক. পিপীলিকা
খ. বুদ্ধিজীবি
গ. অগ্নাশয়
ঘ. অন্তস্বত্তা
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান?
ক. সানমাসিক
খ. ষাণ্মাসিক
গ. ষাণ্মাশিক
ঘ. ষাণ্মাষিক
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান?
ক. তিতীক্ষা
খ. তীতিক্ষা
গ. তিতিক্ষা
ঘ. তীতীক্ষা
উত্তরঃ গ

প্রশ্নঃ শুদ্ধ কোনটি?
ক. সে এমন রূপসী যেন অপ্সরা
খ. সে এমন রূপসী যেন অপ্সরী
গ. সে এমন রূপবতী যেন অপ্সরা
ঘ. সে এমন রূপবতী যেন অপ্সরী
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান?
ক. সন্ন্যাসী
খ. সন্যাসী
গ. সন্যাসি
ঘ. স্বন্যাসী
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন শব্দটি শুদ্ধ?
ক. আষার
খ. গারোয়ান
গ. সাক্ষীদান
ঘ. সাক্ষ্যদান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিচের কোন বাক্যটি শুদ্ধ?
ক. সূর্য উদয় হয়েছে
খ. আমার টাকার আবশ্যকতা নেই
গ. জ্ঞানী মানুষ অবশ্যই যশলাভ করে
ঘ. ধৈর্যতা, সহিষ্ণুতা মহত্ত্বের লক্ষণ
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন শব্দের বানান অশুদ্ধ?
ক. বৈশিষ্ট
খ. সশ্রদ্ধ
গ. ঘনিষ্ঠ
ঘ. বৈদগ্ধ্য
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?
ক. চর্ব্যচূষ্য
খ. চর্ব্যচুষ্য
গ. চর্ব্যচাষ্য
ঘ. চর্ব্যচাস্য
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোন বাক্যটি শুদ্ধ?
ক. মুমুর্ষু রোগীর সেবা কর
খ. মুমূর্ষু রোগীর সেবা কর
গ. মুমূর্ষূ রোগীর সেবা কর
ঘ. মূমুর্ষূ রোগীর সেবা কর
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান?
ক. দুরিভুত
খ. দুরিভুত
গ. দূরীভুত
ঘ. দূরীভূত
উত্তরঃ ঘ

প্রশ্নঃ শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন।
ক. আপনি সপরিবার আমন্ত্রিত
খ. আপনি সপরিবারে আমন্ত্রিত
গ. আপনি স্বপরিবারে আমন্ত্রিত
ঘ. আপনি স্বপরিবার আমন্ত্রিত
উত্তরঃ খ

প্রশ্নঃ রহিমা পাগলী হয়ে গেছে- বাক্যে ‘পাগলী’ শব্দটির সঠিক রূপ কোনটি?
ক. পাগলিনী
খ. পাগলি
গ. পাগল
ঘ. পাগলীনি
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোন বাক্যটি শুদ্ধ নয়?
ক. প্রধান প্রকৌশলী প্রথমে অনুমোদন দেন নাই পরবরর্তিতে দেন।
খ. জনগণের জন্য সরকার, সরকারের জন্য দরকার।
গ. ‘কী কথা তাহার সাথে, সাথে?
ঘ. ‘আমি যেয়ে দেখি সব শেষ’?
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?
ক. শিরোপীড়া
খ. শিরঃপীড়া
গ. শিরপীড়া
ঘ. শিরপিড়া
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি শুদ্ধ বাক্য?
ক. জ্ঞানী মানুষ অবশ্যই যশলাভ করে
খ. জ্ঞানী মানুষ অবশ্যই যশোলাভ করে
গ. জ্ঞানী অবশ্যই যশলাভ করে
ঘ. জ্ঞানি মানুষ অবশ্যই যশলাভ করে
উত্তরঃ খ

প্রশ্নঃ শুদ্ধ বানানটি নির্দেশ কর।
ক. মুহুর্মুহু
খ. মূহুর্মুহু
গ. মুহর্মূহু
ঘ. মুর্হুমূহু
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?
ক. গৃহিনী
খ. গৃহিণী
গ. গৃহিনি
ঘ. গৃহীনী
উত্তরঃ খ

প্রশ্নঃ পদাশুদ্ধি নির্দেশ করুন-
ক. প্রমুখবিশিষ্ট ব্যাক্তি
খ. প্রমুখবিশিষ্ট ব্যাক্তিরা
গ. প্রমুখবিশিষ্ট ব্যক্তিগণ
ঘ. প্রমুখবিশিষ্ট ব্যক্তিবৃন্দ
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোন বাক্যটি সর্বাপেক্ষা গ্রহণযোগ্য?
ক. দারিদ্র্যতা একটি ভয়াবহ সমস্যা
খ. দারিদ্র্যতা একটি সামাজিক ব্যধি
গ. দারিদ্র্য সমাজকে দুর্বল করে
ঘ. দারিদ্র্য মানুষকে মহান করে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?
ক. উন্মীলিত
খ. উন্মিলিত
গ. উন্মীলীত
ঘ. উন্মিলীত
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘দুর্নীতির মামলায় মমিনকে “বন্দী” করা হইয়াছে। বাক্যে বন্দী শব্দটি কি কারণে অশুদ্ধ?
ক. প্রত্যয়জনিত
খ. লিঙ্গজনিত
গ. বানানজনিত
ঘ. শব্দ প্রয়োগজনিত
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘ (পুরস্কার)- বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত (অপরিস্কার)! – বক্যটিতে বন্ধনীযুক্ত পদে ষ/স এর ব্যবহারে–
ক. প্রথমটি অশুদ্ধ, দ্বিতীয়টি শুদ্ধ
খ. দুটোই অশুদ্ধ
গ. প্রথমটি শুদ্ধ, দ্বিতীয়টি অশুদ্ধ
ঘ. দুটোই শুদ্ধ
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান?
ক. ক্ষোদিত
খ. খোদিত
গ. ক্ষোদীত
ঘ. খোদীত
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি শুদ্ধ?
ক. ইদানীকালে অনেক মহিলাই ববকাট করেন
খ. ইদানীং অনেক মহিলাই ববকাট করেন
গ. ইদার্নীং অনেক মহিলাই ববকাট করেন
ঘ. ঈদার্নিং অনেক মহিলাই ববকাট করেন
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন বাক্যটি শুদ্ধ?
ক. এমন অসহনীয় ব্যথা কখনো অনুভব করিনি
খ. এমন অসহ্য ব্যথা কখনো অনুভব করিনি
গ. এমন অসহ্য ব্যাথা কখনো অনুভব করিনি
ঘ. এমন অসহনীয় ব্যথা কখনো অনুভব করি নাই
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি শুদ্ধ?
ক. সারথী
খ. সারথি
গ. সাড়থী
ঘ. সাড়থি
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?
ক. সায়ত্বশাসন
খ. স্বায়ত্তশাসন
গ. সায়ত্তশাসন
ঘ. স্বায়ত্বশাসন
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?
ক. মূহূর্মুহু
খ. মূহুর্মুহু
গ. মূহুর্মূহু
ঘ. মুহুর্মুহু
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!