বাংলা ব্যাকরণ-১১৭

প্রশ্নঃ শুদ্ধ বাক্য কোনটি?
ক. চাঞ্চলতা পরিহার কর
খ. চঞ্চলতা পরিহার কর
গ. চাঞ্চল্য পরিহার কর
ঘ. চঞ্চলন পরিহার কর
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোন বাক্যটি সর্বাপেক্ষা গ্রহণযোগ্য?
ক. নিরপরাধ লোকেরা বোকা মানুষ
খ. নিরপরাধ লোকেরা থাকে দৃঢ় প্রত্যয়
গ. নিরপরাধী লোক কাহাকেও ভয় পায় না
ঘ. নিরপরাধ লোকেরা কাহারও ক্ষতি করে না
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?
ক. উন্মিলন
খ. উন্মিলণ
গ. উন্নীলন
ঘ. উন্মীলণ
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি শুদ্ধ?
ক. এ তার দুর্লভ সোভাগ্য
খ. এ তার দূর্লভ সৌভাগ্য
গ. এ তার দুর্লভনীয় সৌভাগ্য
ঘ. এ তার দুর্লভ সৌভাগ্য
উত্তরঃ ঘ

প্রশ্নঃ শুদ্ধ রূপটি চিহ্নিত করুন-
ক. সব ছাত্ররা
খ. সব ছাত্রবৃন্দ
গ. সব ছাত্র
ঘ. সব ছাত্রসমূহ
উত্তরঃ গ

প্রশ্নঃ শুদ্ধ রূপটি দেখান-
ক. সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্টান
খ. সাহিত্যিক ও সংসকৃতিক অনুষআন
গ. সাহিত্য ও সংস্কৃতি অনুষ্ঠান
ঘ. সাহিত্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠান
উত্তরঃ ক

প্রশ্নঃ শুদ্ধ বানান বিশিষ্ট শব্দ কোনটি?
ক. আশির্বাদ
খ. ভবিষ্যৎ
গ. দীর্ঘজীবি
ঘ. পিপিলীকা
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান?
ক. নিপিড়িত
খ. নীপিড়িত
গ. নিপীড়িত
ঘ. নিপীড়ীত
উত্তরঃ গ

প্রশ্নঃ শুদ্ধ বানানে লিখিত শব্দগুচ্ছ দেখান :
ক. সমিচিন, হরিতকি, বাল্মিকি
খ. সমীচিন, হরিতকি, বাল্মীকি
গ. সমীচীন, হরীতকী, বাল্মীকি
ঘ. সমিচীন, হরীতকী, বাল্মিীকী
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি শুদ্ধ বাক্য?
ক. যাবতীয় লোকসমুহ সভায় উপস্থিত ছিল
খ. যাবতীয় লোক সভায় উপস্থিত ছিল
গ. যাবতীয় লোকজন সভায় উপস্থিত ছিল
ঘ. যাবতীয় লোকবল সভায় উপস্থিত ছিল
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন বাক্যটি শুদ্ধ?
ক. আবশ্যকীয় ব্যয়ে কার্পণ্যতা অনুচিৎ
খ. আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত
গ. আবশ্যক ব্যায়ে কৃপণতা অনুচিত
ঘ. আবশ্যকীয় ব্যায়ে কৃপনতা অনুচিত
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ
ক. বুদ্ধিজীবি
খ. বুদ্ধিজীবী
গ. বুদ্ধিজিবি
ঘ. বুদ্ধিজিবী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ শুদ্ধ বানানটি কোনটি?
ক. প্রকষ্ট
খ. প্রকষ্ঠ
গ. প্রকোষ্ট
ঘ. প্রকোষ্ঠ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ শুদ্ধ বানানটি নির্দেশ কর-
ক. বিশ্বস্ত
খ. বিশ্বত্ত্
গ. বিশাস্ত
ঘ. বিসস্ত
উত্তরঃ ক

শূণ্যস্থান পূরণ:

প্রশ্নঃ ময়ূরীর —– নাচিছে ময়ূর।
ক. সনে
খ. সঙ্গে
গ. প্রতি
ঘ. সাথে
উত্তরঃ ক

প্রশ্নঃ এ জন্মের —– বিদায় নিলাম।
ক. কারণে
খ. লাগি
গ. তরে
ঘ. পর
উত্তরঃ গ

প্রশ্নঃ —- তাহাই তুমি করে গেলে দান।
ক. মরণে
খ. কর্মে
গ. জীবনে
ঘ. ক্ষণে
উত্তরঃ ক

প্রশ্নঃ এক চালেই —- মাৎ।
ক. বাজী
খ. খেলায়
গ. সব
ঘ. ভালো
উত্তরঃ ক

প্রশ্নঃ উদোর পিণ্ডি ——– ঘাড়ে।
ক. আমার
খ. অধমের
গ. বুদোর
ঘ. পড়বে
উত্তরঃ গ

প্রশ্নঃ ছলের টাকা — যায়।
ক. নলে
খ. জলে
গ. অগোচরে
ঘ. বিফলে
উত্তরঃ খ

প্রশ্নঃ ——কথা বাসি হলে ফলে।
ক. আমার
খ. কাঙালের
গ. গরিবের
ঘ. পণ্ডিতের
উত্তরঃ খ

প্রশ্নঃ অধিক সন্ন্যাসীতে ——- নষ্ট।
ক. গাজর
খ. স্বভাব
গ. গাঁজন
ঘ. ধ্যান
উত্তরঃ গ

প্রশ্নঃ বৈরাগ্য —- মুক্তি সে আমার নয়।
ক. লাভে
খ. আশায়
গ. বাধনে
ঘ. সাধনে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ যবে উৎপীড়িতের ক্রন্দনরো ——- বাতাসে ধ্বনিবে না।
ক. বাতাসে
খ. মাঠে
গ. সমাজে
ঘ. আকাশে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বিশ্বম্ভর বাবু —- কে কলকাতায় নিয়ে গেলেন।
ক. মাখন
খ. গফুর
গ. ফটিক
ঘ. কাশেম
উত্তরঃ গ

প্রশ্নঃ নীল নবঘনে আষাঢ়ে গগনে —- ঠাঁই আর নাহিরে।
ক. তিল
খ. এতটুকু
গ. বিন্দু
ঘ. আমার
উত্তরঃ ক

প্রশ্নঃ তার মুখে মধু, কিন্তু —– বিষ।
ক. হৃদয়ে
খ. মনে
গ. অন্তরে
ঘ. গলায়
উত্তরঃ গ

প্রশ্নঃ তোমার মনে আঘাত দেয়ার জন্য বলিনি, এটা একটা —–
ক. হাস্যকর কথা
খ. কথার কথা
গ. পক্ষপাতীত্ব
ঘ. রসিকতা
উত্তরঃ খ

প্রশ্নঃ তুমি তো —- ঘর হৈতে আঙ্গিনা বিদেশ।
ক. কেঁচোগণ্ডুষ
খ. গোঁফ খেজুরে
গ. কেতাদুরস্ত
ঘ. কূপমণ্ডুক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ধর্মের কল — নড়ে।
ক. আপনে
খ. বাতাসে
গ. ঝড়ে
ঘ. বিশ্বাসে
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!