প্রশ্নঃ বাংলাদেশের একমাত্র সরকারি মহিষ প্রজনন ও উন্নয়ন খামার অবস্থিত–
ক. বাগমারা, রাজশাহী
খ. মদন, নেত্রকোনা
গ. ফকিরহাট, বাগেরহাট
ঘ. লৌহজং, মুন্সিগঞ্জ
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশ পানি সম্পদের চাহিদা কোন খাতে সবচেয়ে বেশি?
ক. আবাসিক
খ. কৃষি
গ. পরিবহন
ঘ. শিল্প
উত্তরঃ খ
প্রশ্নঃ বর্তমানে (২০১৭) পাট উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
ক. কুমিল্লা
খ. রাজশাহী
গ. ময়মনসিংহ
ঘ. ফরিদপুর
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ব্জ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উপাদান বৃদ্ধি পায় ?
ক. ফসফরাস
খ. নাইট্রোজেন
গ. পটাসিয়াম
ঘ. অক্সিজেন
উত্তরঃ খ
প্রশ্নঃ কোনটি সুন্দরবনের উদ্ভিদ নয় ?
ক. গেওয়া
খ. কেওড়া
গ. গজারী
ঘ. গোলপাতা
উত্তরঃ গ
প্রশ্নঃ দ্রুততম বৃদ্ধিসম্পন্ন গাছ কোনটি ?
ক. ইপিল ইপিল
খ. ইউক্যালিপটাস
গ. রেডঊড
ঘ. ওয়েলিংটনিয়া
উত্তরঃ ক
প্রশ্নঃ কৃষি জমিতে কিসের জন্য চুন ব্যবহার করা হয় ?
ক. মাটির ক্ষয়রোধ করার জন্য
খ. মাটির অম্লতা বৃদ্ধির জন্য
গ. মাটির অম্লতা হ্রাসের জন্য
ঘ. জৈব পদার্থ বৃদ্ধির জন্য
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘জুম ‘ চাষ পদ্ধতি বাংলাদেশের কোন জেলাসমূহে দেখা যায় ?
ক. সাতক্ষিরা ,যশোহর, কুষ্টিয়া
খ. বগুড়া, গাইবান্ধা ,কুড়িগ্রাম
গ. নাটোর, পাবনা, সিরাজগঞ্জ
ঘ. চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাসমূহ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বিজয়পুর কোন জেলায় অবস্থিত ?
ক. সিলেট
খ. রাজশাহী
গ. বগুড়া
ঘ. নেত্রকোনা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কৃষির রবি মৌসুম কোনটি?
ক. চৈত্র-বৈশাখ
খ. শ্রাবণ-আশ্বিন
গ. কার্তিক-ফাল্গুন
ঘ. ভাদ্র-অগ্রহায়ণ
উত্তরঃ গ
প্রশ্নঃ চা উৎপাদনে বিশ্বে বাংলাদেশের স্থান কত ?
ক. অষ্টম
খ. সপ্তম
গ. নবম
ঘ. দশম
উত্তরঃ ঘ
প্রশ্নঃ সুন্দরবনের কত শতাংশ বনভূমি বাংলাদেশের অন্তর্গত?
ক. ৫০ শতাংশ
খ. ৫৫ শতাংশ
গ. ৬০ শতাংশ
ঘ. ৬২ শতাংশ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ রানীপুকুর কয়লাক্ষেত্র বাংলাদেশের কোন জেলায় অবস্থিত ?
ক. কুমিল্লা
খ. দিনাজপুর
গ. বগুড়া
ঘ. রংপুর
উত্তরঃ ঘ
প্রশ্নঃ নতুন উদ্ভাবিত “হাফিজা-১”, জালালিয়া, “তানহা” ও “ডুম” কিসের জাত?
ক. ভুট্টা
খ. বেগুন
গ. ধান
ঘ. গম
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত?
ক. সিলেটের বনভূমি
খ. পার্বত্য চট্টগ্রামের বনভূমি
গ. ভাওয়াল ও মধুপুরের বনভূমি
ঘ. খুলনা, বরিশাল ও পটুয়াখালীর বনভূমি
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশের নিউজপ্রিন্ট মিল কোথায় অবস্থিত ?
ক. খুলনা
খ. পাকশী
গ. সিলেট
ঘ. চন্দ্রঘোনা
উত্তরঃ ক
প্রশ্নঃ তেল-গ্যাস অনুসন্ধানে অগভীর সমুদ্রে ব্লক কতটি?
ক. ১০টি
খ. ১২টি
গ. ১৫টি
ঘ. ১১টি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ শাহজালাল সার কারখানা কোথায় অবস্থিত?
ক. সাভার, ঢাকা
খ. সপুরা, রাজশাহী
গ. শিবগঞ্জ, বগুড়া
ঘ. ফেঞ্চুগঞ্জ, সিলেট
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন সংস্থা গ্রাম বাংলায় বিদ্যুতায়নের দায়িত্বে সরাসরিভাবে নিয়োজিত ?
ক. ডেসা
খ. পিডিবি
গ. ওয়াপদা
ঘ. আরইবি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস বেশি ব্যবহৃত হয় কোন খাতে ?
ক. বিদ্যুৎ উৎপাদন
খ. সিমেন্ট কারখানা
গ. সি.এন.জি
ঘ. সার কারখানা
উত্তরঃ ক
প্রশ্নঃ অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত বনাঞ্চল কোনটি?
ক. সুন্দরবন
খ. সেন্টমার্টিন
গ. নিঝুম দ্বীপ
ঘ. মহেশখালী
উত্তরঃ ক
প্রশ্নঃ দেশের তৈরি প্রথম যাত্রীবাহী স্টিমার বা জাহাজের নাম কি?
ক. এম ভি বঙ্গবন্ধু
খ. এম ভি মধুমতি
গ. এম ভি বাঙালি
ঘ. এম ভি বাংলাদেশি
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায়?
ক. ফরিদপুর
খ. রংপুর
গ. জামালপুর
ঘ. শেরপুর
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশের মাগুরছড়া গ্যাসক্ষেত্র কোথায় অবস্থিত ?
ক. কালীগঞ্জ
খ. কমলগঞ্জ
গ. কিশোরগঞ্জ
ঘ. করিমগঞ্জ
উত্তরঃ খ
প্রশ্নঃ সালতা নদী গ্যাসক্ষেত্রটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত ?
ক. ব্রাহ্মণবাড়িয়া
খ. কুমিল্লায়
গ. সিলেট
ঘ. ফেনী
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘ব্রিশাইল’ কি?
ক. উন্নত জাতের পাট
খ. উন্নত জাতের গম
গ. নদীর নাম
ঘ. উন্নত জাতের ধান
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বঙ্গোপসাগরের কোন অঞ্চলে গ্যাস আবিস্কৃত হয়েছে ?
ক. সাঙ্গু
খ. কুতুবদিয়া
গ. নিঝুম দ্বীপ
ঘ. কুয়াকাটা
উত্তরঃ ক
প্রশ্নঃ কাফকো কোন দেশের আর্থিক সহায়তায় গড়ে উঠেছে?
ক. কানাডা
খ. চীন
গ. জাপান
ঘ. ফ্রান্স
উত্তরঃ গ
প্রশ্নঃ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র অধ্যাদেশ, ২০১৫ জারি করা হয় কবে?
ক. ২০ জুলাই ২০১৫
খ. ২৪ জুলাই ২০১৫
গ. ২৬ জুলাই ২০১৫
ঘ. ২৮ জুলাই ২০১৫
উত্তরঃ গ
প্রশ্নঃ সুন্দরবনের মোট আয়তন প্রায় –
ক. ১০,০০০ বর্গ কি.মি.
খ. ১২,০০০ বর্গ কি.মি.
গ. ১৫,০০০ বর্গ কি.মি.
ঘ. ২০,০০০ বর্গ কি.মি.
উত্তরঃ ক
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)