বাংলাদেশ বিষয়াবলী-৯২

প্রশ্নঃ বাংলাদেশে চিনি কল কয়টি ?
ক. ৫
খ. ৭
গ. ১০
ঘ. ১৭
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পাটের জীবন রহস্য উদ্ভাবনকারী দলের নেতা –
ক. মোঃ জলিল
খ. কুদরত -ই -খুদা
গ. মাকসুদুল আলম
ঘ. নুরুল ইসলাম
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায়?
ক. ব্রাজিল
খ. যুক্তরাষ্ট্র
গ. কেনিয়া
ঘ. বাংলাদেশ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশী পাট উৎপন্ন হয়?
ক. রংপুর
খ. ময়মনসিংহ
গ. টাঙ্গাইল
ঘ. ফরিদপুর
উত্তরঃ খ

প্রশ্নঃ ইউরিয়া সারের প্রধান কাজ কি ?
ক. গাছকে সবুজ ও সতেজ করা
খ. গাছের পোকামাকড় রোধ করা
গ. গাছের কাণ্ডকে শক্ত করা
ঘ. শাকসব্জির স্বাধ বৃদ্ধি করা
উত্তরঃ ক

প্রশ্নঃ দেশের কোন বনাঞ্চলকে চিরহরিৎ বন বলা হয়?
ক. সুন্দরবন
খ. মধুপুর বনাঞ্চল
গ. পার্বত্য বনাঞ্চল
ঘ. গাজীপুর বনাঞ্চল
উত্তরঃ গ

প্রশ্নঃ দেশের প্রথম কয়লা শোধনাগার ‘বিররামপুর হার্ড কোক লি’ এর অবস্থান কোথায় ?
ক. দিনাজপুর
খ. সিলেট
গ. সুনামগঞ্জে
ঘ. রংপুর
উত্তরঃ ক

প্রশ্নঃ বর্তমানে (২০১৭) মাছ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
ক. রংপুর
খ. বরিশাল
গ. যশোর
ঘ. ময়মনসিংহ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (BWMRI) কোথায় স্থাপিত হচ্ছে?
ক. লালপুর (নাটোর)
খ. মিঠাপুকুর (রংপুর)
গ. সাঁথিয়া (পাবনা)
ঘ. নশিপুর (দিনাজপুর)
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বর্তমানে (২০১৬) বাংলাদেশ কত ধরনের সুগন্ধি চাল উৎপাদন ও রপ্তানি করে?
ক. ২০ ধরনের
খ. ২২ ধরনের
গ. ২৫ ধরনের
ঘ. ২৭ ধরনের
উত্তরঃ গ

প্রশ্নঃ একটি কাঁচা পাটের গাঁইটের ওজন –
ক. ৩ ১/২ মণ
খ. ২ ১/২ মণ
গ. ৪ ১/২ মণ
ঘ. ৫ মণ
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?
ক. ঢাকা
খ. কক্সবাজার
গ. চট্টগ্রাম
ঘ. ময়মনসিংহ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশে প্রাকৃতিক ইউরিয়া সার ব্যবহার সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় –
ক. প্রাকৃতিক গ্যাস ইউরিয়া সার উৎপাদনের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়
খ. বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হচ্ছে
গ. গৃহস্থলির রান্নার জন্য জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে
ঘ. পেট্রোল উৎপাদনে ব্যবহৃত হচ্ছে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ হরিপুরে তৈল ক্ষেত্রে দৈনিক তৈল উত্তোলনের মাত্রা –
ক. ৫০০ ব্যারেল
খ. ২০০ ব্যারেল
গ. ৩০০ ব্যারেল
ঘ. ৫৫০ ব্যারেল
উত্তরঃ গ

প্রশ্নঃ খুলনার নিউজপ্রিন্ট মিল কাঁচামাল হিসেবে ব্যবহার করে –
ক. সেগুন কাঠ
খ. সুন্দরী কাঠ
গ. গেওয়া কাঠ
ঘ. বাঁশ
উত্তরঃ গ

প্রশ্নঃ জুম চাষ হয়-
ক. বরিশালে
খ. ময়মনসিংহে
গ. খাগড়াছড়িতে
ঘ. দিনাজপুরে
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের কেন্দ্রীয় গো-প্রজনন খামার কোথায় অবস্থিত?
ক. রাজশাহী
খ. চট্টগ্রাম
গ. সিলেট
ঘ. সাভার, ঢাকা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সিলেটে প্রচুর চা জন্মাবার কারণ কি?
ক. পাহাড় ও অল্প বৃষ্টি
খ. সমতল ভূমি
গ. বনভুমি ও প্রচুর বৃষ্টি
ঘ. পাহাড় ও প্রচুর বৃষ্টি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ জাতীয় বৃক্ষমেলা শুরু হয় –
ক. ১৯৯৪ সালে
খ. ১৯৯৫ সালে
গ. ১৯৯৬ সালে
ঘ. ১৯৯২ সালে
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে বড় চিনিকল কোথায় অবস্থিত ?
ক. পাঁচবিবি
খ. ঈশ্বরদী
গ. দর্শনা
ঘ. রাজশাহী
উত্তরঃ গ

প্রশ্নঃ মজুদ গ্যাসের পরিমাণের দিক দিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ফিল্ড-
ক. তিতাস
খ. বাখরাবাদ
গ. কুতুবদিয়া
ঘ. হবিগঞ্জ
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশে উন্নতমানের কয়লার সন্ধান পাওয়া গিয়াছে-
ক. জামালগঞ্জে
খ. জকিগঞ্জে
গ. বিজয়পুরে
ঘ. রানীগঞ্জে
উত্তরঃ ক

প্রশ্নঃ আর্সেনিক দূরীকরণ সনো ফিল্টারের উদ্ভাবক –
ক. মোস্তফা জব্বার
খ. অধ্যাপক আবদুস সালাম
গ. অধ্যাপক আবুল হুসসাম
ঘ. আধ্যাপক আবদুল গণি
উত্তরঃ গ

প্রশ্নঃ পাখি ছাড়া ‘বলাকা’ ও ‘দোয়েল’ নামে পরিচিত হচ্ছে –
ক. দুটি কৃষি যন্ত্রপাতির নাম
খ. দুটি কৃষি সংস্থার নাম
গ. উন্নত জাতের গম শস্য
ঘ. কৃষি খামারের নাম
উত্তরঃ গ

প্রশ্নঃ বর্তমানে (২০১৭) পেঁয়াজ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
ক. রাজশাহী
খ. নারায়ণগঞ্জ
গ. পাবনা
ঘ. চট্টগ্রাম
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র কোনটি?
ক. তিতাস গ্যাসক্ষেত্র
খ. সাঙ্গু গ্যাসক্ষেত্র
গ. বাখরাবাদ গ্যাসক্ষেত্র
ঘ. হবিগঞ্জ গ্যাসক্ষেত্র
উত্তরঃ ক

প্রশ্নঃ বর্তমানে (২০১৭) চিংড়ি উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
ক. চট্টগ্রাম
খ. সাতক্ষীরা
গ. বাগেরহাট
ঘ. বরিশাল
উত্তরঃ খ

প্রশ্নঃ তিস্তা বাঁধ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত ?
ক. খুলনা
খ. লালমনিরহাট
গ. পাবনা
ঘ. কুষ্টিয়া
উত্তরঃ খ

প্রশ্নঃ উল্লেখযোগ্য হাইব্রিড জাতের বেগুন কোনটি?
ক. লুনা
খ. তারাপুরী
গ. নয়নতারা
ঘ. উপরের সবকটি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ Which of the following uses the largest volume of Gas in Bangladesh ?
ক. PDP
খ. Households
গ. Fertilizer Factories
ঘ. DESA
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!