বাংলাদেশ বিষয়াবলী-৯৩

প্রশ্নঃ বাংলাদেশের একমাত্র সরকারি মহিষ প্রজনন ও উন্নয়ন খামার অবস্থিত–
ক. বাগমারা, রাজশাহী
খ. মদন, নেত্রকোনা
গ. ফকিরহাট, বাগেরহাট
ঘ. লৌহজং, মুন্সিগঞ্জ
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশ পানি সম্পদের চাহিদা কোন খাতে সবচেয়ে বেশি?
ক. আবাসিক
খ. কৃষি
গ. পরিবহন
ঘ. শিল্প
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ বর্তমানে (২০১৭) পাট উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
ক. কুমিল্লা
খ. রাজশাহী
গ. ময়মনসিংহ
ঘ. ফরিদপুর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ব্জ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উপাদান বৃদ্ধি পায় ?
ক. ফসফরাস
খ. নাইট্রোজেন
গ. পটাসিয়াম
ঘ. অক্সিজেন
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি সুন্দরবনের উদ্ভিদ নয় ?
ক. গেওয়া
খ. কেওড়া
গ. গজারী
ঘ. গোলপাতা
উত্তরঃ গ

প্রশ্নঃ দ্রুততম বৃদ্ধিসম্পন্ন গাছ কোনটি ?
ক. ইপিল ইপিল
খ. ইউক্যালিপটাস
গ. রেডঊড
ঘ. ওয়েলিংটনিয়া
উত্তরঃ ক

প্রশ্নঃ কৃষি জমিতে কিসের জন্য চুন ব্যবহার করা হয় ?
ক. মাটির ক্ষয়রোধ করার জন্য
খ. মাটির অম্লতা বৃদ্ধির জন্য
গ. মাটির অম্লতা হ্রাসের জন্য
ঘ. জৈব পদার্থ বৃদ্ধির জন্য
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘জুম ‘ চাষ পদ্ধতি বাংলাদেশের কোন জেলাসমূহে দেখা যায় ?
ক. সাতক্ষিরা ,যশোহর, কুষ্টিয়া
খ. বগুড়া, গাইবান্ধা ,কুড়িগ্রাম
গ. নাটোর, পাবনা, সিরাজগঞ্জ
ঘ. চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাসমূহ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বিজয়পুর কোন জেলায় অবস্থিত ?
ক. সিলেট
খ. রাজশাহী
গ. বগুড়া
ঘ. নেত্রকোনা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কৃষির রবি মৌসুম কোনটি?
ক. চৈত্র-বৈশাখ
খ. শ্রাবণ-আশ্বিন
গ. কার্তিক-ফাল্গুন
ঘ. ভাদ্র-অগ্রহায়ণ
উত্তরঃ গ

প্রশ্নঃ চা উৎপাদনে বিশ্বে বাংলাদেশের স্থান কত ?
ক. অষ্টম
খ. সপ্তম
গ. নবম
ঘ. দশম
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সুন্দরবনের কত শতাংশ বনভূমি বাংলাদেশের অন্তর্গত?
ক. ৫০ শতাংশ
খ. ৫৫ শতাংশ
গ. ৬০ শতাংশ
ঘ. ৬২ শতাংশ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ রানীপুকুর কয়লাক্ষেত্র বাংলাদেশের কোন জেলায় অবস্থিত ?
ক. কুমিল্লা
খ. দিনাজপুর
গ. বগুড়া
ঘ. রংপুর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নতুন উদ্ভাবিত “হাফিজা-১”, জালালিয়া, “তানহা” ও “ডুম” কিসের জাত?
ক. ভুট্টা
খ. বেগুন
গ. ধান
ঘ. গম
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত?
ক. সিলেটের বনভূমি
খ. পার্বত্য চট্টগ্রামের বনভূমি
গ. ভাওয়াল ও মধুপুরের বনভূমি
ঘ. খুলনা, বরিশাল ও পটুয়াখালীর বনভূমি
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের নিউজপ্রিন্ট মিল কোথায় অবস্থিত ?
ক. খুলনা
খ. পাকশী
গ. সিলেট
ঘ. চন্দ্রঘোনা
উত্তরঃ ক

প্রশ্নঃ তেল-গ্যাস অনুসন্ধানে অগভীর সমুদ্রে ব্লক কতটি?
ক. ১০টি
খ. ১২টি
গ. ১৫টি
ঘ. ১১টি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ শাহজালাল সার কারখানা কোথায় অবস্থিত?
ক. সাভার, ঢাকা
খ. সপুরা, রাজশাহী
গ. শিবগঞ্জ, বগুড়া
ঘ. ফেঞ্চুগঞ্জ, সিলেট
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন সংস্থা গ্রাম বাংলায় বিদ্যুতায়নের দায়িত্বে সরাসরিভাবে নিয়োজিত ?
ক. ডেসা
খ. পিডিবি
গ. ওয়াপদা
ঘ. আরইবি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস বেশি ব্যবহৃত হয় কোন খাতে ?
ক. বিদ্যুৎ উৎপাদন
খ. সিমেন্ট কারখানা
গ. সি.এন.জি
ঘ. সার কারখানা
উত্তরঃ ক

প্রশ্নঃ অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত বনাঞ্চল কোনটি?
ক. সুন্দরবন
খ. সেন্টমার্টিন
গ. নিঝুম দ্বীপ
ঘ. মহেশখালী
উত্তরঃ ক

প্রশ্নঃ দেশের তৈরি প্রথম যাত্রীবাহী স্টিমার বা জাহাজের নাম কি?
ক. এম ভি বঙ্গবন্ধু
খ. এম ভি মধুমতি
গ. এম ভি বাঙালি
ঘ. এম ভি বাংলাদেশি
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায়?
ক. ফরিদপুর
খ. রংপুর
গ. জামালপুর
ঘ. শেরপুর
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশের মাগুরছড়া গ্যাসক্ষেত্র কোথায় অবস্থিত ?
ক. কালীগঞ্জ
খ. কমলগঞ্জ
গ. কিশোরগঞ্জ
ঘ. করিমগঞ্জ
উত্তরঃ খ

প্রশ্নঃ সালতা নদী গ্যাসক্ষেত্রটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত ?
ক. ব্রাহ্মণবাড়িয়া
খ. কুমিল্লায়
গ. সিলেট
ঘ. ফেনী
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘ব্রিশাইল’ কি?
ক. উন্নত জাতের পাট
খ. উন্নত জাতের গম
গ. নদীর নাম
ঘ. উন্নত জাতের ধান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বঙ্গোপসাগরের কোন অঞ্চলে গ্যাস আবিস্কৃত হয়েছে ?
ক. সাঙ্গু
খ. কুতুবদিয়া
গ. নিঝুম দ্বীপ
ঘ. কুয়াকাটা
উত্তরঃ ক

প্রশ্নঃ কাফকো কোন দেশের আর্থিক সহায়তায় গড়ে উঠেছে?
ক. কানাডা
খ. চীন
গ. জাপান
ঘ. ফ্রান্স
উত্তরঃ গ

প্রশ্নঃ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র অধ্যাদেশ, ২০১৫ জারি করা হয় কবে?
ক. ২০ জুলাই ২০১৫
খ. ২৪ জুলাই ২০১৫
গ. ২৬ জুলাই ২০১৫
ঘ. ২৮ জুলাই ২০১৫
উত্তরঃ গ

প্রশ্নঃ সুন্দরবনের মোট আয়তন প্রায় –
ক. ১০,০০০ বর্গ কি.মি.
খ. ১২,০০০ বর্গ কি.মি.
গ. ১৫,০০০ বর্গ কি.মি.
ঘ. ২০,০০০ বর্গ কি.মি.
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!