প্রশ্নঃ বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থান কোনটি? (The most ancient historical place of Bangladesh is -)
ক. পাহাড়পুর (Paharpur)
খ. মহাস্থানগড় (Mohasthangarh)
গ. সোনারগাঁও (Sonargoan)
ঘ. ময়নামতি (Moynamoti)
উত্তরঃ খ
প্রশ্নঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ যে এলাকায় অবস্থিত একে বলা হয় –
ক. শহীদুল্লাহ হল
খ. এস এম হল
গ. কার্জন হল
ঘ. এর কোনটিই নয়
উত্তরঃ গ
প্রশ্নঃ উওরা গণভবন কোথায় অবস্থিত? (Where is the ‘Uttara Ganobhaban, situated?)
ক. রাজশাহী(Rajshahi)
খ. নওগাঁ(Naogon)
গ. বগুড়া(Bogra)
ঘ. নাটোর(Natore)
উত্তরঃ ঘ
প্রশ্নঃ লালবাগ কেল্লা স্থাপন কে করেন?
ক. শায়েস্তা খান
খ. শাহ সুজা
গ. টিপু সুলতান
ঘ. ইসলাম খান
উত্তরঃ ক
প্রশ্নঃ রংপুর শহরের প্রবেশদ্বার মর্ডান মোড়ে স্থাপিত মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য “অর্জন” এর ভাস্কর কে?
ক. নিতুন কুণ্ড
খ. মইনুল হক
গ. অনীক রেজা
ঘ. জিয়াউল আহসান
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘অপরাজেয় বাংলার’ স্থপতি কে?
ক. লুই কান
খ. নিতুন কুণ্ডু
গ. শামীম সিকদার
ঘ. সৈয়দ আবদুল্লাহ খালেদ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ মুক্তিযুদ্ধের সর্বোচ্চ ভাস্কর্য ‘বীর’-এর মূল ডিজাইনার কে?
ক. মৃণাল হক
খ. হামিদুজ্জামান খান
গ. হাজ্জাজ কায়সার
ঘ. সাবির সারওয়ার উপল
উত্তরঃ গ
প্রশ্নঃ কোনটি মোগল আমলের স্থাপত্য কীর্তি –
ক. আদিনা মসজিদ
খ. লালবাগ শাহী মসজিদ
গ. সোনা মসজিদ
ঘ. কার্জন হল
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘জননী ও গর্বিত বর্ণমালা’ ভাস্কর্য কোথায় অবস্থিত?
ক. মিঠাপুকুর, রংপুর
খ. কালিয়াকৈর, গাজীপুর
গ. পরিবাগ, ঢাকা
ঘ. মোহাম্মদপুর, ঢাকা
উত্তরঃ গ
প্রশ্নঃ সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত ?
ক. টি এস সি মোড়ে
খ. ঢাকা বিশ্ববিদ্যালয়ে
গ. রেডক্রস ময়দানে
ঘ. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ সম্প্রতি ‘সব্যসাচী শিল্পী’ খেতাব দেওয়া হয় কাকে?
ক. নিতুন কুণ্ড
খ. মোস্তফা মনোয়ার
গ. আহসান হাবীব
ঘ. ওপরের কেউ না
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘ডুলাহাজরা সাফারী পার্ক’ কোন জেলায় অবস্থিত ? (Where is the ‘Dulahazara Safari Park’ located ? )
ক. Barisal
খ. Cox’s Bazar
গ. Gazipur
ঘ. Rangpur
উত্তরঃ খ
প্রশ্নঃ শাপলা চত্বরের স্থপতি কে ?
ক. মৃনাল হক
খ. মাসুদ আহমেদ
গ. আবুল হোসেন
ঘ. আজিজুল জলিল পাশা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘সাফারী পার্ক’ যে জাতীয় পার্ক –
ক. জীবজন্তুর অভয়ারণ্য
খ. ফুলের বাগান
গ. বিরাট উদ্যান
ঘ. পাখি পালনের স্থান
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘সত্যপীরের ভিটা’ কোথায় অবস্থিত ?
ক. সোমপুর বিহার, নওগাঁ
খ. পুঠিয়া, রাজশাহী
গ. ময়নামতি বিহার , কুমিল্লা
ঘ. আনন্দ বিহার বিহার, কুমিল্লা
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘ঢাকা গেইট’ কে নির্মাণ করেন?
ক. শায়েস্তা খান
খ. ইসলাম খান
গ. মীর জুমলা
ঘ. খিযির হায়াত খান
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশ সরকার ‘শিল্প পার্ক’ স্থাপন করেছেন নিচে উল্লিখিত কোন স্থানে ?
ক. নারায়ণগঞ্জ
খ. মুন্সিগঞ্জ
গ. মংলা
ঘ. সিরাজগঞ্জ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশের প্রথম ইকোপার্কটি কোথায় স্থাপিত হয়েছে?
ক. সিলেট
খ. রাঙ্গামাটি
গ. সীতাকুণ্ড
ঘ. খাগড়াছড়ি
উত্তরঃ গ
প্রশ্নঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে সত্যেন্দ্রনাথ বসু স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হয় কবে?
ক. ২৮ মে ২০১৫
খ. ২৫ জুন ২০১৫
গ. ২৮ জুন ২০১৫
ঘ. ১ জুলাই ২০১৫
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে Lady Justice-এর আদলে স্থাপিত ভাস্কর্যের স্থপতি কে?
ক. সৈয়দ আবদুল্লাহ খালেদ
খ. মৃণাল হক
গ. নিতুন কুণ্ডু
ঘ. শামীম শিকদার
উত্তরঃ খ
প্রশ্নঃ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ ‘বিজয়কেতন’ কোথায় অবস্থিত ?
ক. চট্টগ্রাম সেনানিবাসে
খ. ঢাকা সেনানিবাসে
গ. সাভারে
ঘ. মহাস্থানগড়ে
উত্তরঃ খ
প্রশ্নঃ ৯ অক্টোবর ২০১৫ কোথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোমের ভাস্কর্য উদ্বোধন করা হয়?
ক. মাদার্স ওয়াক্স মিউজিয়াম
খ. গিমে জাদুঘর
গ. বাংলাদেশ জাতীয় যাদুঘর
ঘ. উপরের কোনটিই নয়
উত্তরঃ ক
প্রশ্নঃ বগুড়ার নবাববাড়িকে কবে সরকার সংরক্ষিত প্রত্নসম্পদ হিসেবে ঘোষণা করে?
ক. ১০ মে ২০১৬
খ. ১২ মে ২০১৬
গ. ৮ মে ২০১৬
ঘ. ১৬ মে ২০১৬
উত্তরঃ খ
প্রশ্নঃ লালবাগ কেল্লা কার সমাধিস্থল ?
ক. আমেনা বেগম
খ. জিনাতমহল
গ. পরিবানু
ঘ. পরিবিবি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘সাবাস বাংলাদেশ’ ভাস্কর্যটির শিল্পী বা ভাস্কর কে?
ক. হামিদুজ্জামান
খ. নিতুন কুণ্ডু
গ. মৃণাল হক
ঘ. শামীম সিকদার
উত্তরঃ খ
প্রশ্নঃ শিল্পী জয়নুল আবেদীন সংগ্রহশালাটি কোথায়?
ক. ঢাকায়
খ. ময়মনসিংহে
গ. চট্টগামে
ঘ. নড়াইলে
উত্তরঃ খ
প্রশ্নঃ রংপুর শহরের প্রবেশদ্বার মর্ডান মোড়ে স্থাপিত মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্যের নাম কি?
ক. রক্ত সোপান
খ. রক্ত লাল
গ. অর্জন
ঘ. রক্ত রাঙা
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘শীলাদেবীর ঘাট’ কোথায় অবস্থিত?
ক. বগুড়া
খ. কুমিল্লা
গ. শিলিগুডি
ঘ. নওগাঁ
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘বিজয় কেতন’ কি?
ক. শহীদ স্মৃতিসৌধ
খ. জাতীয় জাদুঘর
গ. ওসমানী জাদুঘর
ঘ. মুক্তিযুদ্ধ জাদুঘর
উত্তরঃ ঘ
প্রশ্নঃ গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয়?
ক. ফকরুদ্দিন মোবারক শাহ্
খ. হোসেন শাহ্
গ. শায়েস্তা খাঁ
ঘ. ঈসা খাঁ
উত্তরঃ খ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)