সাধারণ বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, পদার্থ বিজ্ঞানের বিকাশ ও বৈজ্ঞানিক যন্ত্রপাতি:
প্রশ্নঃ উড়োজাহাজের গতি নির্নয়ক যন্ত্র কোনটি?
ক. পিডোমিটার(pedometer)
খ. ট্যাক্সিমিটার(taximeter)
গ. ট্যাকোমিটার(tachometer)
ঘ. ক্রোনোমিটার(chronometer)
উত্তরঃ গ
প্রশ্নঃ বাতাসের আদ্রতা মাপার যন্ত্রের নাম কি?
ক. মাইকোমিটার
খ. হাইগ্রোমিটার
গ. ব্যারোমিটার
ঘ. গ্রাভিমিটার
উত্তরঃ খ
প্রশ্নঃ সিসমোগ্রাফ (seismograph) কি?
ক. বায়ু মাপার যন্ত্র
খ. ভূমিকম্প মাপার যন্ত্র
গ. বৃষ্টি মাপার যন্ত্র
ঘ. পানি প্রবাহ মাপার যন্ত্র
উত্তরঃ খ
প্রশ্নঃ হাইগ্রোমিটার যন্ত্রটি কি মাপার জন্য ব্যবহার করা হয়?
ক. আর্দ্রতা
খ. ঘনত্ব
গ. চাপ
ঘ. উচ্চতা
উত্তরঃ ক
প্রশ্নঃ Polygraph বা মিথ্যা ধরার যন্ত্র আবিষ্কার করেন কে-
ক. জন এ লারসন
খ. ডেনিস গ্যাবার
গ. লেসার্ড
ঘ. লীডি ফরসেট
উত্তরঃ ক
প্রশ্নঃ রিক্টার স্কেল দিয়ে কি মাপা হয়?
ক. বায়ুর আর্দ্রতা
খ. বায়ুর চাপ
গ. ভূ-চুম্বকের তীব্রতা
ঘ. ভূমিকম্পের তীব্রতা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বায়ুর গতিবেগ মাপক যন্ত্রের নাম-
ক. বেরোগ্রাফ
খ. ব্যারোমিটার
গ. এনোমোমিটার
ঘ. ম্যানোমিটার
উত্তরঃ গ
প্রশ্নঃ মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের সর্বশেষ (আগস্ট ২০১৭) সংস্করণের নাম কী?
ক. Android 7.1 Nougat
খ. Android 7.0 Nougat
গ. Android 6.0 Marshmallow
ঘ. Android 8.0 Oreo
উত্তরঃ ঘ
প্রশ্নঃ গতিবিদ্যার জনক–
ক. গ্যালিলিও গ্যালিলি
খ. পিথাগোরাস
গ. কোপার্নিকাস
ঘ. নিউটন
উত্তরঃ ক
প্রশ্নঃ টেলিভিশন আবিষ্কার করেন-
ক. এডিসন
খ. ফ্যারাডে
গ. এফ বি মোর্স
ঘ. জন এল বেয়ার্ড
উত্তরঃ ঘ
প্রশ্নঃ টেলিফোন আবিষ্কার করেন-
ক. বেল
খ. মার্কনী
গ. গ্যালিলিও
ঘ. ইবনে সিনা
উত্তরঃ ক
প্রশ্নঃ কি মাপার জন্য হাইড্রোমিটার (hydrometer) যন্ত্রটি ব্যবহার করা হয়?
ক. চাপ
খ. ঘনত্ব
গ. তাপমাত্রা
ঘ. আর্দ্রতা
উত্তরঃ খ
প্রশ্নঃ বায়ুতে আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি?
ক. ভোল্টমিটার
খ. অ্যাভোমিটার
গ. ব্যারোমিটার
ঘ. হাইগ্রোমিটার
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ফনোগ্রাম কে আবিষ্কার করেন?
ক. রন্টজেন
খ. ফারাডে
গ. মার্কনি
ঘ. এডিসন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ আলেকজান্ডার গ্রাহম বেল কি আবিষ্কার করেন?
ক. টেলিফোন
খ. তড়িৎ
গ. টেলিভিশন
ঘ. টেলিগ্রাফিক সংকেত
উত্তরঃ ক
প্রশ্নঃ শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র-
ক. অডিওমিটার
খ. অ্যামিটার
গ. অডিওফোন
ঘ. অলটিমিটার
উত্তরঃ ক
প্রশ্নঃ Hydrometer সাধারণতঃ ব্যবহার করা হয়-
ক. তরল পদার্থের Specific gravity নির্ণয়ের জন্য
খ. তরল পদার্থের flow নির্ণয়ের জন্য
গ. তরল পদার্থের velocity নির্ণয়ের জন্যর
ঘ. গ্যাসের velocity নির্ণয়ের জন্য
উত্তরঃ ক
প্রশ্নঃ জাহাজের সময় নিরুপনের জন্য ব্যবহৃত হয়-
ক. ক্রোনোমিটার
খ. দোলনঘড়ি
গ. ট্যাকোমিটার
ঘ. ওডোমিটার
উত্তরঃ ক
প্রশ্নঃ আর্কিমিডিস কোন দেশের অধিবাসী ছিলেন?
ক. রাশিয়া
খ. কানাডা
গ. গ্রীস
ঘ. ইতালি
উত্তরঃ গ
প্রশ্নঃ আর্কিমিডিসের জন্মস্থান-
ক. সিসিলি
খ. বার্সিলোনা
গ. ইস্তাম্বুল
ঘ. টরেন্টো
উত্তরঃ ক
প্রশ্নঃ ফনোগ্রাম যন্ত্র কোন সালে কে আবিষ্কার করেন?
ক. ১৮৩৬ সালে জন ড্রানিয়েল
খ. ১৮৭৮ সালে টমাস আলভা এডিসন
গ. ১৮৯২ সারে এডওয়ার্ড ওয়েস্টন
ঘ. উপরের কোনটাই ঠিক নয়
উত্তরঃ খ
প্রশ্নঃ উড়োজাহাজ প্রথম উড়ান কে?
ক. মার্কনি
খ. রোনাল্ড রস
গ. কুরি দম্পতি
ঘ. রাইট ভ্রাতৃদ্বয়
উত্তরঃ ঘ
প্রশ্নঃ পাত্রের পানিতে ডুবানো মুদ্রা প্রকৃত গভীরতার এক চতুর্থাংশ উপরে মনে হয় কেন?
ক. আলোর প্রতিফলন
খ. আলোর ব্যাতিচার
গ. আলোর প্রতিসরণ
ঘ. আলোর বিচ্ছুরণ
উত্তরঃ গ
প্রশ্নঃ প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর তৈরি করেন-
ক. চার্লস ব্যবেজ
খ. লাইবনিৎস
গ. জর্জ বুল
ঘ. ডরফেল্ট
উত্তরঃ ক
প্রশ্নঃ তারকাসমূহের তাপমাত্রা নির্ণয়ে ব্যবহৃত হয়–
ক. থার্মোমিটার
খ. ল্যাক্টোমিটার
গ. পাইরোমিটার
ঘ. সিস্মোগ্রাফ
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশে TV সম্প্রচারের ক্ষেত্রে Audio Signal পাঠানো হয় কি করে?
ক. Frequency Vibration
খ. Frequency Modulation
গ. Frequency Modaration
ঘ. None of the above
উত্তরঃ খ
প্রশ্নঃ লেজার রশ্মি কে কত সালে আবিষ্কার করেন?
ক. বোর, ১৯৬৩
খ. রাদারফোর্ড, ১৯১৯
গ. হাইগ্যান, ১৯৬১
ঘ. মাইম্যান, ১৯৬০
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কম্পাঙ্কের একক কি?
ক. নিউটন (N)
খ. অ্যাম্পিয়ার (Am)
গ. হার্টজ (Hz)
ঘ. জুল (J)
উত্তরঃ গ
প্রশ্নঃ বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম-
ক. হাইড্রোমিটার
খ. ব্যারোমিটার
গ. ল্যাক্টোমিটার
ঘ. বোল্টামিটার
উত্তরঃ খ
প্রশ্নঃ বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম-
ক. অ্যাম্পিয়ার মিটার
খ. গ্যালভানোমিটার
গ. অ্যামিটার
ঘ. ভোল্টমিটার
উত্তরঃ গ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)