পদার্থ বিজ্ঞান-১৭

প্রশ্নঃ প্রতিসরাঙ্কের মান যে দুটি নিয়ামকের উপর নির্ভরশীল–
ক. মধ্যমদ্বয়ের আকার ও আলোর রং
খ. মধ্যমদ্বয়ের প্রকৃতি ও আলোর রং
গ. মধ্যমদ্বয়ের প্রকৃতি ও আলোক রশ্মি
ঘ. উপরের কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ Fourth Generation (4G) প্রথম চালু হয় কোন দেশে?
ক. রাশিয়া
খ. যুক্তরাষ্ট্র
গ. জাপান
ঘ. দক্ষিণ কোরিয়া
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ Richter scale measures
ক. Total area of destruction
খ. Intensity of the earthquake
গ. Focus of earthquake
ঘ. Magnitude of earthquake
উত্তরঃ খ

প্রশ্নঃ সমুদ্রের গভীরতার সাথে ফ্যাদোমিটারের যে রূপ সম্পর্ক বায়ুমণ্ডলের চাপের সাথে সেরূপ সম্পর্ক কিসের?
ক. অলটিমিটার
খ. ব্যারোমিটার
গ. ল্যাকটোমিটার
ঘ. হাইড্রোমিটার
উত্তরঃ খ

প্রশ্নঃ উচ্চতা নির্ণয় করার যন্ত্রের নাম কি?
ক. গ্যালভানোমিটার
খ. অলটিমিটার
গ. ক্যালরিমিটার
ঘ. টেনসিওমিটার
উত্তরঃ খ

প্রশ্নঃ স্টিফেন হকিন্স একজন–
ক. দার্শনিক
খ. পদার্থবিদ
গ. রসায়নবিদ
ঘ. কবি
উত্তরঃ খ

প্রশ্নঃ সূক্ষ্ম সময় মাপার যন্ত্র-
ক. ব্যারোমিটার
খ. ক্রোনোমিটার
গ. গ্যালভানোমিটার
ঘ. ম্যানোমিটার
উত্তরঃ খ

প্রশ্নঃ মানব দেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র-
ক. স্ফিগমোম্যাননোমিটার
খ. স্টেথস্কোপ
গ. কার্ডিওগ্রাফ
ঘ. ইকো-কার্ডওগ্রাফ
উত্তরঃ ক

প্রশ্নঃ গাড়ির সাথে পথের যে সম্বন্ধ থার্মোমিটারের সাথে কোনটির সেই সম্বন্ধ?
ক. বৃষ্টিপাত
খ. তাপ
গ. উষ্ণতা
ঘ. বায়ুপ্রবাহ
উত্তরঃ গ

প্রশ্নঃ টেলিফোন আবিষ্কারের সন-
ক. ১৯০২
খ. ১৮৭৬
গ. ১৯১৬
ঘ. ১৮৫১
উত্তরঃ খ

প্রশ্নঃ ভূ-কম্পনের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি?
ক. কার্ডিওগ্রাফ
খ. সিসমোগ্রাফ
গ. ক্রোসকোগ্রাফ
ঘ. কম্পাস
উত্তরঃ খ

প্রশ্নঃ মৌলিক রাশি কতটি?
ক. তিনটি
খ. পাঁচটি
গ. সাতটি
ঘ. চারটি
উত্তরঃ গ

প্রশ্নঃ আগুন, মাটি, পানি ও বায়ু এই চারটি মৌলের ধারণা দেন–
ক. গ্যালিলিও গ্যালিলি
খ. পিথাগোরাস
গ. কোপার্নিকাস
ঘ. নিউটন
উত্তরঃ খ

প্রশ্নঃ ক্রনোমিটার কি?
ক. সময় মাপার যন্ত্র
খ. রাস্তা মাপার যন্ত্র
গ. পানি মাপার যন্ত্র
ঘ. উত্তাপ মাপার যন্ত্র
উত্তরঃ ক

প্রশ্নঃ দুধের বিশুদ্ধতা? ঘনত্ব পরিমাপের যন্ত্র-
ক. ল্যাক্টোমিটার
খ. ব্যারোমিটার
গ. হাইড্রোমিটার
ঘ. এ্যানিমোমিটার
উত্তরঃ ক

প্রশ্নঃ পাওয়ার থ্রেসার কি?
ক. দেহের প্রেসার মাপার যন্ত্র
খ. ধানমাড়াইয়ের মেশিন
গ. ধান শুকানোর মেশিন
ঘ. মরিচ ভাংগানোর মেশিন
উত্তরঃ খ

প্রশ্নঃ উড়োজাহাজের গতি নির্ণায়ক হয়-
ক. ক্রনোমিটার
খ. ওডোমিটার
গ. ট্যাকোমিটার
ঘ. ক্রোসকোগ্রাফ
উত্তরঃ গ

প্রশ্নঃ Manometer is used to measure
ক. Tempereture difference between two points
খ. Pressure difference between two points
গ. Humidity difference between two points
ঘ. Height difference between two points
উত্তরঃ খ

প্রশ্নঃ সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে
ক. ফ্যাদোমিটার
খ. জাইরোকম্পাস
গ. সাবমেরিন
ঘ. এ্যানিওমিটার
উত্তরঃ ক

প্রশ্নঃ পরিবাহকের যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে তড়িৎপ্রবাহ বিঘ্নিত হয়, তাকে বলে–
ক. ক্ষমতা
খ. কাজ
গ. রোধ
ঘ. বিদ্যুৎ শক্তি
উত্তরঃ গ

প্রশ্নঃ অলটিমিটার (Altimeter) কি?
ক. তাপ পরিমাপক যন্ত্র
খ. উষ্ণতা পরিমাপক যন্ত্র
গ. গ্যাসের পরিমাপক যন্ত্র
ঘ. উচ্চতা পরিমাপক যন্ত্র
উত্তরঃ ঘ

প্রশ্নঃ গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র-
ক. ব্যারোমিটার
খ. ম্যানোমিটার
গ. হাইগ্রোমিটার
ঘ. পাইরোমিটার
উত্তরঃ খ

প্রশ্নঃ ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র-
ক. ব্যারোমিটার
খ. সেক্সট্যান্ট
গ. সিস্‌মোগ্রাফ
ঘ. ম্যানোমিটার
উত্তরঃ গ

প্রশ্নঃ হাইড্রোমিটার কি?
ক. দুধের ঘনত্ব পরিমপের যন্ত্র
খ. পেট্রোলিয়ামের ভর পরিমাপের যন্ত্র
গ. তরল পদার্থের ঘনত্ব পরিমাপের যন্ত্র
ঘ. পদার্থের তলটান পরিমাপের যন্ত্র
উত্তরঃ গ

প্রশ্নঃ স্টিফেন হকিন্স বিশ্বের একজন খুবই বিখ্যাত
ক. দার্শনিক
খ. পদার্থবিদ
গ. রসায়নবিদ
ঘ. কবি
উত্তরঃ খ

প্রশ্নঃ ম্যানোমিটার ব্যবহার করা হয়-
ক. বেগ পরিমাপ করার জন্য
খ. চাপ পরিমাপ করার জন্য
গ. তাপমাত্রা পরিমাপ করার জন্য
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!