প্রশ্নঃ আয়নায় প্রতিফলিত হলে কোন শব্দটির পরিবর্তন হবে না?
ক. OAT
খ. NOON
গ. SOS
ঘ. OTTO
উত্তরঃ ঘ
প্রশ্নঃ জীব জগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি?
ক. আলফা রশ্মি
খ. বিটা রশ্মি
গ. গালা রশ্মি
ঘ. আলট্রাভায়োলেট রশ্মি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন রং এর তরঙ্গদৈর্ঘ্য বেশি?
ক. সবুজ
খ. লাল
গ. হলুদ
ঘ. বেগুনি
উত্তরঃ খ
প্রশ্নঃ নিচের কোন দুই রঙের মিশ্রণে বেগুনি রঙ তৈরি হয়?
ক. লাল ও সবুজ
খ. লাল ও আকাশী
গ. সবুজ ও আকাশী
ঘ. সবুজ ও বেগুনি
ঙ. কোনটিই নয়
উত্তরঃ ঙ
প্রশ্নঃ হীরক উজ্জ্বল দেখায় কারণ-
ক. আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য
খ. প্রতিসরণের জন্য
গ. প্রতিফলনের জন্য
ঘ. অপবর্তনের জন্য
উত্তরঃ ক
প্রশ্নঃ আমাদের দর্শানুভূতি কোন আলোতে সবচেয়ে বেশি?
ক. লাল-কমলা
খ. বেগুনি-আকাশী
গ. হলুদ-সবুজ
ঘ. নীল-আসমানী
উত্তরঃ গ
প্রশ্নঃ পানিতে একটি কাঠি ডুবিয়ে রাখলে তা বাঁকা দেখা যায়, কারণ আলোর-
ক. প্রতিসরণ
খ. প্রতিফলন
গ. বিচ্ছুরণ
ঘ. পোলারাইজেশন
উত্তরঃ ক
প্রশ্নঃ সোডিয়াম লাইটের নীচে রাতে লাল কাপড় কেমন দেখায়?
ক. লাল
খ. হলুদ
গ. সবুজ
ঘ. কালো
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ফটো-ইলেকট্রিক কোষের উপর আলোক পড়লে কি উৎপন্ন হয়?
ক. বিদ্যুৎ
খ. তাপ
গ. শব্দ
ঘ. চুম্বক
উত্তরঃ ক
প্রশ্নঃ অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে?
ক. প্রতিসরণ
খ. বিচ্ছুরণ
গ. অপবর্তন
ঘ. অভ্যন্তরীণ প্রতিফলন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ সুর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে?
ক. ৮.৩২ মিনিট
খ. ৯.১২ মিনিট
গ. ৭.৯৬ মিনিট
ঘ. ১০.৬৫ মিটি
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন বর্ণের আলোর প্রতিসরণ সবচেয়ে বেশি?
ক. বেগুনি
খ. সবুজ
গ. লাল
ঘ. নীল
উত্তরঃ ক
প্রশ্নঃ অন্ধকার ঘরে রাল আলোতে কোনট কাল দেখাবে?
ক. লাল কাপড়
খ. জবা ফুল
গ. বেলী ফুল
ঘ. সবুজ পাতা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোনটির দৈর্ঘ্য সবচেয়ে কম?
ক. আলোক
খ. বেতার তরঙ্গ
গ. রঞ্জন রশ্মি
ঘ. শব্দ তরঙ্গ
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন রঙ বেশি দূর থেকে দেখা যায়?
ক. সাদা
খ. লাল
গ. কালো
ঘ. হলুদ
উত্তরঃ খ
প্রশ্নঃ আলোর বর্ণ নির্ধারন করে তার —
ক. গতিবেগ
খ. বিস্তার
গ. তরঙ্গদৈর্ঘ্য
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ গ
প্রশ্নঃ রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো
ক. দর্পণের কাজ করে
খ. আতসী কাঁচের কাজ করে
গ. লেন্সের কাজ করে
ঘ. প্রিজমের কাজ করে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ সবুজ আলোতে একটি হলুদ রঙের বস্তুকে কি রঙের দেখাবে?
ক. কালো
খ. নীল
গ. সবুজ
ঘ. কমলা
উত্তরঃ ক
প্রশ্নঃ রংধনুতে হলুদ রঙের পাশের দুট রঙ কি কি?
ক. নীল ও কমলা
খ. সবুজ ও লাল
গ. বেগুনি ও লাল
ঘ. সবুজ ও কমলা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ চোখের সাথে মিল আছে কোনটির?
ক. অণুবীক্ষণ যন্ত্র
খ. ক্যামেরা
গ. টেলিভিশন
ঘ. দূরবীক্ষণ যন্ত্র
উত্তরঃ খ
প্রশ্নঃ লাল ফুলকে সবুজ আলোয় রাখলে কেমন দেখায়?
ক. নীল
খ. হলুদ
গ. সাদা
ঘ. কালো
উত্তরঃ ঘ
প্রশ্নঃ আয়না থেকে ২ ফুট দুরত্বে দাঁড়িয়ে, আয়নাতে আপনার প্রতিবিম্ব কতদূর দেখা যাবে?
ক. ৫ ফুট
খ. ৪ ফুট
গ. ৩ ফুট
ঘ. ২ ফুট
উত্তরঃ ঘ
প্রশ্নঃ লাল আলোতে গাছের সবুজ পাতা কালো দেখায় কেন?
ক. সবুজ পাতা লাল আলো প্রতিফলিত করে
খ. সবুজ পাতা দ্বারা লাল আলোর বিক্ষেপণ হয়
গ. লাল আলো সবুজ পাতা দ্বারা শোষিত হয়
ঘ. লাল আলো সবুজ পাতা দ্বারা প্রতিসারিত হয়
উত্তরঃ গ
প্রশ্নঃ নাক, কান ও গলার ভিতরের অংশ পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত হয়-
ক. সমতল দর্পণ
খ. অবতল দর্পণ
গ. উত্তল দর্পণ
ঘ. ক ও গ উভয় ধরনের দর্পণ
উত্তরঃ খ
প্রশ্নঃ কোন রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি?
ক. বেগুনি
খ. লাল
গ. সবুজ
ঘ. কমলা
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন বস্তু যখন সমস্ত আলো শোষণ করে তখন তাকে-
ক. কাল দেখায়
খ. নীল দেখায়
গ. লাল দেখায়
ঘ. সাদা দেখায়
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন রং বেশী দূর থেকে দেখা যায়?
ক. সাদা
খ. কালো
গ. হলুদ
ঘ. লাল
উত্তরঃ ঘ
প্রশ্নঃ সর্বাপেক্ষা ছোট তরঙ্গ দৈর্ঘ্যরে বিকিরণ হচ্ছে-
ক. আলফা রশ্মি
খ. বিটা রশ্মি
গ. গামা রশ্মি
ঘ. রঞ্জন রশ্মি
উত্তরঃ গ
প্রশ্নঃ Plank’s Constant–
ক. 6.55×10-24 erg sec
খ. 6.65×10-27 erg sec
গ. 6.72×10-25 erg sec
ঘ. 6.74×10-26 erg sec
উত্তরঃ খ
প্রশ্নঃ জটিল অণুবীক্ষণ যন্ত্রে গঠিত চূড়ান্ত বিম্ব কি রকম হয়?
ক. উল্টো ও খর্বিত
খ. সোজা ও বিবর্ধিত
গ. উল্টো ও বিবর্ধিত
ঘ. সোজা ও খর্বিত
উত্তরঃ গ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)