পদার্থ বিজ্ঞান-০৫

প্রশ্নঃ বায়ুতে বা শূন্যস্থানে প্রতি সেকেন্ডে প্রায় কত?
ক. ৩x১০৭ মিটার
খ. ৩x১০৮ মিটার
গ. ৩x১০৯ মিটার
ঘ. ৩x১০১০ মিটার
উত্তরঃ খ

প্রশ্নঃ সূর্যাস্তের সময় আমরা সূর্যকে লাল দেখি কারণ লাল আলোর-
ক. তরঙ্গদৈর্ঘ্য বেশি
খ. প্রতিসরণ বেশি
গ. কম্পাঙ্ক বেশি
ঘ. তরঙ্গদৈর্ঘ্য কম
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ বিবর্ধক কাঁচ কোন ধরনের বিম্ব গঠন করে?
ক. সোজা ও খর্বিত
খ. সোজা ও সমান আকারের
গ. উল্টো ও বিবর্ধিত
ঘ. সোজা ও বিবর্ধিত
উত্তরঃ ঘ

প্রশ্নঃ আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবর্তক কে?
ক. নিউটন
খ. হাইগেন
গ. প্ল্যাঙ্ক
ঘ. ম্যাক্সওয়েল
উত্তরঃ গ

প্রশ্নঃ বর্ণালীর প্রান্তীয় বর্ণ কী কী?
ক. নীল ও সবুজ
খ. বেগুনী ও লাল
গ. লাল ও নীল
ঘ. বেগুনী ও হলুদ
উত্তরঃ খ

প্রশ্নঃ রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বের হয়?
ক. মৃদু রঞ্জন রশ্মি
খ. বিটা রশ্মি
গ. গামা রশ্মি
ঘ. কসমিক রশ্মি
উত্তরঃ ক

প্রশ্নঃ বরফ সাদা দেখায়। কারণ-
ক. লাল ও হলুদ রঙ শোষণ করে
খ. বরফ এমনিতেই সাদা
গ. বেগুনি রশ্মি শোষণ করে
ঘ. সবগুলো রঙ (reflect) প্রতিফলন করে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ তিনটি মৌলিক রঙ কি কি?/ যে তিনটি মুখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য বর্ণ সৃষ্টি করা যায়, সেগুলো হলো-
ক. লাল, হলুদ, নীল
খ. লাল, কমলা, বেগুনি
গ. হলুদ, সবুজ, নীল
ঘ. লাল, নীল, সবুজ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বায়ুতে বা শূন্যস্থান বাযুতে আলোর গতি প্রতি সেকেন্ডে-
ক. ৩x১০৮ সেমি
খ. ৩x১০৯ সেমি
গ. ৩x১০১০ সেমি
ঘ. ৩x১০১১ সেমি
উত্তরঃ গ

প্রশ্নঃ অন্ধকার ঘরে লাল আলোতে গছের সবুজ পাতা বা গাছের সবুজ ফুল বা নীল রঙের ফুল বা সবুজ রঙের জামা দেখা যায়
ক. লাল
খ. সবুজ
গ. কালো
ঘ. হলুদ
উত্তরঃ গ

প্রশ্নঃ সাবমেরিনের নাবিকেরা পানির নিচ থেকে উপরের দৃশ্য দেখে-
ক. টেলিস্কোপের সাহায্যে
খ. মাইক্রোস্কোপের সাহায্যে
গ. পেরিস্কোপের সাহায্যে
ঘ. স্যাটেলাইটের মাধ্যমে
উত্তরঃ গ

প্রশ্নঃ যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে কি বলে?
ক. দর্পণ
খ. লেন্স
গ. প্রিজম
ঘ. বিম্ব
উত্তরঃ ক

প্রশ্নঃ চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায়, তার কারণ কি?
ক. বায়ুমণ্ডলীয় প্রতিসরণ
খ. আলোর বিচ্ছুরণ
গ. অপবর্তন
ঘ. দৃষ্টিবিভ্রম
উত্তরঃ ক

প্রশ্নঃ আলোর গতি ১,৮৬,০০০ মাইল প্রতি-
ক. সেকেন্ডে
খ. মিনিটে
গ. ঘন্টায়
ঘ. দিনে
উত্তরঃ ক

প্রশ্নঃ ফটোগ্রাফিক প্লেটে আবরণ থাকে-
ক. সিলভার ব্রোমাইডের
খ. সিলভার কোরাইডের
গ. সিলভার আয়োডাইডের
ঘ. সিলভার ফ্লোরাইডের
উত্তরঃ গ

প্রশ্নঃ আয়নায় প্রতিফলিত হলে নিচের কোন শব্দটির কোন পরিবর্তন হবে না?
ক. OPT
খ. NOON
গ. SOS
ঘ. OTTO
উত্তরঃ ঘ

প্রশ্নঃ আয়নার পিছনে কোন ধাতু ব্যবহৃত হয়?
ক. তামা
খ. রৌপ্য
গ. পারদ
ঘ. জিংক
উত্তরঃ খ

প্রশ্নঃ সাদা আলো কোন তিনটি রঙের মিশ্রণ?
ক. কমলা, হলুদ, আকাশী
খ. লাল, কমলা, হলুদ
গ. হলুদ, আকাশী, লাল
ঘ. লাল, আকাশী, সবুজ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ অপটিক্যাল ফাইবার হচ্ছে–
ক. খুব সরু ও নমনীয় কাঁচতন্তুর আলোকনল
খ. খুব সূক্ষ্ণ সুপরিবাহী তামার তার তন্তু নল
গ. খুব সরু এসবেস্টোস ফাইবার নল
ঘ. সূক্ষ্ণ প্লাস্টিক ঘটিত নল
উত্তরঃ ক

প্রশ্নঃ রঙিন টেলিভিমন থেকে ক্ষতিকর রশ্মি বের হয়-
ক. গামা রশ্মি
খ. বিটা রশ্মি
গ. কসমিক রশ্মি
ঘ. রঞ্জন রশ্মি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারণ, আলোর-
ক. প্রতিসরণ
খ. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
গ. বিচ্ছুরণ
ঘ. পোলারায়ন
উত্তরঃ ক

প্রশ্নঃ পশ্চিমাকাশে রংধনু দেখা যায় কোন সময়?
ক. সকালে
খ. বিকালে
গ. শরৎকালে
ঘ. বর্ষাকালে
উত্তরঃ ক

প্রশ্নঃ গোধুলির কারণ কি?
ক. প্রতিফলন
খ. প্রতিসরণ
গ. বিক্ষেপণ
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ চোখের কোন ত্রুটির কারণে একই দূরত্বে অবস্থিত আনুভূমিক ও উলম্ব রেখাকে সমান স্পষ্টভাবে দেখা যায় না?
ক. মাইওপিয়া
খ. চালশে
গ. ক্ষীণ দৃষ্টি
ঘ. বিষম দৃষ্টি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বিপদ সংকেতের জন্যে সর্বদা লাল আলো ব্যবহার করার কারণ-
ক. লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সর্বাধিক
খ. লাল আলো তৈরিতে খরচ কম হয়
গ. লাল আলোর গতি কম
ঘ. লাল আলোর তরঙ্গ বিশেষণ কম
উত্তরঃ ক

প্রশ্নঃ মরীচিকায় কোন ঘটনা ঘটে?/কোনটির জন্য মরিচিকার সৃষ্টি হয়?
ক. আলোর প্রতিফলন
খ. আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
গ. আলোর বিচ্ছুরণ
ঘ. আলোর পোলারায়ণ
উত্তরঃ খ

প্রশ্নঃ মানব চোখের লেন্সটি-
ক. উভ উত্তল/দ্বি উত্তল
খ. অবতল
গ. উভ অবতল
ঘ. উত্তল
উত্তরঃ ক

প্রশ্নঃ একজন লোকের উচ্চতা ৬ ফুট। লোকটি আয়নায় নিজের পূর্ণ প্রতিবিম্ব দেখতে চাইলে আয়নার দৈর্ঘ্য কমপক্ষে কত হতে হবে?
ক. ২ ফুট
খ. ৩ ফুট
গ. ৪ ফুট
ঘ. ৬ ফুট
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন আলোতে আমাদের দর্শন ক্ষমতা প্রায় শূন্য?
ক. কমলা
খ. হলুদ
গ. লাল
ঘ. সবুজ
উত্তরঃ গ

প্রশ্নঃ ফটো-তড়িৎ প্রক্রিয়া কোন তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায়?
ক. তড়িৎ চৌম্বক তত্ত্ব
খ. তরঙ্গ তত্ত্ব
গ. কোয়ান্টাম তত্ত্ব
ঘ. কণা তত্ত্ব
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!