জীব বিজ্ঞান-১৬

প্রশ্নঃ কোন রোগ প্রতিরোধের জন্য বি.সি.জি (B.C.G) টিকা ব্যবহার করা হয়?
ক. কলেরা
খ. যক্ষ্মা
গ. ধনুষ্টংকার
ঘ. টাইফয়েড
উত্তরঃ খ

প্রশ্নঃ সর্বপ্রথম ‘ম্যালেরিয়া’ শব্দটি প্রয়োগ করেন কে?
ক. রস
খ. টর্টি
গ. ল্যাভেরন
ঘ. গ্র্যাসি
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ শীম জাতীয় উদ্ভিদে কোন ধরনের ব্যাকটেরিয়া নাইট্রোজেনকে নাইট্রেটে পরিণত করে?
ক. রাইজোবিয়াম
খ. সিজিয়াম
গ. নাইট্রোব্যাকটর
ঘ. নাইট্রোসোমোনাম
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি ছোঁয়াচে রোগ?
ক. হাঁপানি
খ. বাতজ্বর
গ. রাতকানা
ঘ. পাঁচড়া
উত্তরঃ ঘ

প্রশ্নঃ AIDS এর অভিব্যক্তি কি কি?
ক. American Immunity Deficiency Symptom
খ. Acquired Intestinal Deficiency System
গ. Acquired Immunity Deficiency Symptom
ঘ. Acquired Immune Deficiency Syndrome
উত্তরঃ ঘ

প্রশ্নঃ এইডস রোগের ক্ষতিকারক দিক হচ্ছে/AIDS/ রোগে-
ক. দেহের যকৃত নষ্ট হয়
খ. মস্তিষ্কে রক্তপাত হয়
গ. দেহের কিডনী নষ্ট হয়
ঘ. দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা লোপ পায়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ডিপথেরিয়া রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয়?
ক. গলা
খ. নাক
গ. কিডনি
ঘ. ফুসফুস
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি Viral disease?
ক. Tuberculosis
খ. Pneumonia
গ. Diphtheria
ঘ. Influenza
উত্তরঃ ঘ

প্রশ্নঃ জীব ও জড়ের মধ্যে সংযোগ রক্ষাকারী হলো–
ক. ব্যাকটেরিয়া
খ. প্রোটোজোয়া
গ. ভাইরাস
ঘ. ছত্রাক
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি (AIDS) রোগের জন্য দায়ী?
ক. AIDV
খ. IDV
গ. HILV
ঘ. HIV
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি ভাইরাসজনিত রোগ নয়?
ক. AIDS
খ. জলাতংক
গ. ডিপথেরিয়া
ঘ. পোলিও
উত্তরঃ গ

প্রশ্নঃ নিষ্পিষ্ট মসলায় লবণ মিশিয়ে অনেকদিন রাখা যায় কেন?
ক. লবণ মসলাকে দুর্গন্ধমুক্ত রাখে
খ. লবণ পচনকারী জীবাণুর বংশ বিস্তার রোধ করে
গ. লবণ সংরক্ষণকারী জীবাণুর বংশ বিস্তারে সাহায্য করে
ঘ. লবণ মসলাকে রসালো ও সতেজ রাখে
উত্তরঃ খ

প্রশ্নঃ গোদ রোগের জন্য দায়ী কোন জীবাণু?
ক. ফাইলেরিয়া ক্রিমি
খ. প্লাজমোডিয়াম
গ. এ্যামিবা
ঘ. সালমোনেলা
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি রক্ত আমাশয়ের জীবাণু
ক. সিগেলা
খ. জিয়ারডিয়া
গ. ক্যামপাইলোব্যাকটার
ঘ. সালমোনেলা
উত্তরঃ ক

প্রশ্নঃ এইডস সংক্রমনের জন্য ঝুঁকিপূর্ণ কারা?
ক. অল্পবয়সী ছেলেমেয়েরা
খ. অল্পবয়সী মেয়েরা
গ. অল্পবয়সী ছেলেরা
ঘ. বৃদ্ধ-বৃদ্ধারা
উত্তরঃ ক

প্রশ্নঃ যেটি কলেরা, টাইফয়েড এবং যক্ষ্মা রোগ সৃষ্টি করে-
ক. ভাইরাস
খ. ব্যাকটেরিয়া
গ. সিগেলামনি
ঘ. কোনটিই না
উত্তরঃ খ

প্রশ্নঃ ভাইরাস একটি-
ক. এককোষী জীব
খ. দ্বিকোষী জীব
গ. অকোষী জীব
ঘ. বহুকোষী জীব
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘স্ট্রিট ভাইরাস’ (Street Virus) কোন রোগরে জীবাণুর নাম?
ক. টিটেনাস
খ. রেবিস
গ. উভয় রোগের
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি ভাইরাসজনিত রোগ নয়?
ক. কলেরা
খ. ইনফ্লুয়েঞ্জা
গ. পোলিও
ঘ. জলাতঙ্ক
উত্তরঃ ক

প্রশ্নঃ AIDS সম্বন্ধে যে তথ্যটি সঠিক নয়
ক. AIDS-এর ভাইরাস রক্ত কণিকাকে সংক্রমিত করে
খ. AIDS-মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা খর্ব করে
গ. AIDS-যৌন সংগমের মাধ্যমে সংক্রামিত হয়
ঘ. পেনিসিলিন নামক এন্টিবায়োটিক দ্বারা AIDS রোগ সারানো যায়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘নিউক্যাসেল’ রোগের অপর নাম কি?
ক. বসন্ত
খ. কক্সিডিওসিস
গ. রাণীক্ষেত রোগ
ঘ. মুরগীর কলেরা
উত্তরঃ গ

প্রশ্নঃ ডেঙ্গুজ্বরের বাহক কোন মশা?
ক. কিউলেক্স
খ. এডিস
গ. অ্যানোফিলিস
ঘ. সব ধরনের মশা
উত্তরঃ খ

প্রশ্নঃ প্রাণিদেহে জীবাণুজাত বিষ নিষ্ক্রিয়কারী রাসায়নিক পদার্থের নাম কি?
ক. অ্যান্টিজেন
খ. অ্যান্টিবডি
গ. অ্যান্টিটক্সিন
ঘ. অ্যান্টিসিড
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোনটি ভাইরাসের (VIRUS) জন্য সত্য নয়?
ক. ডি. এন. এ বা আর. এন. এ থাকে
খ. শুধুমাত্র জীবদেহের অভ্যন্তরে সংখ্যাবৃদ্ধি করে
গ. স্ফটিক দানায় রূপান্তরিত (CRYSTALIZATION)
ঘ. রাইবোজোম (Ribosome) থাকে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি সংক্রামক রোগ?
ক. এইডস
খ. কলেরা
গ. কুষ্ঠ
ঘ. নিউমোনিয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ ভাইরাসজনিত রোগ কোনটি?
ক. Plague
খ. Rabies
গ. Leishmaniasis
ঘ. Pertusis
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন প্রাণী ফাইলেরিয়াসিস রোগ সৃষ্টি করে?
ক. মাছি
খ. মাকড়সা
গ. মশা
ঘ. তেলাপোকা
উত্তরঃ গ

প্রশ্নঃ ডেঙ্গু ভাইরাসবাহী মশা হলো-
ক. অ্যানোফিলিস
খ. এডিস ইজিপটাই
গ. কিউলেক্স
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ এক ধরনের প্রচুর ব্যাক্টেরিয়া আমরা খাই
ক. দুধের সাথে
খ. দইয়ের সাথে
গ. ভাতের সাথে
ঘ. মাংশের সাথে
উত্তরঃ খ

প্রশ্নঃ মা এর রক্তে হেপাটাইটিস-বি (Hepatitis-B) ভাইরাস থাকলে নবজাতকের স্বাস্থ্যঝুঁকি কি হওয়া উচিত?
ক. ৩০ দিনের মধ্যে ভ্যাকসিন দিতে হবে
খ. ৭ দিন ইনকিউবেটরে রাখতে হবে
গ. জন্মের ১২ ঘন্টার মধ্যে ভ্যাকসিন ও এইচ বি আই জি (HBIG) শট দিতে হবে
ঘ. জন্মের ১ মাস পর কেবলমাত্র (HIBG) শট দিতে হবে
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!