জীব বিজ্ঞান-১৫

সাধারণ বিজ্ঞান, জীববিজ্ঞান, ভাইরাস, ব্যাকটেরিয়া এবং পরজীবী:

প্রশ্নঃ ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা?
ক. এ্যানোফিলিস
খ. এডিস
গ. কিউলেক্স
ঘ. সব ধরনের মশা
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ভাইরাস আসলে কী?
ক. উদ্ভিদ
খ. প্রাণী
গ. না উদ্ভিদ না প্রাণী
ঘ. প্রাণী দেহে প্রবেশ করতে পারলে অনুকূল পরিবেশে প্রাণীর মত আচরণ করে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ যে রোগে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস হয়ে যায়, তাকে বলে-
ক. ধুনষ্টঙ্কার
খ. হৃদরোগ
গ. জন্ডিস
ঘ. এইডস
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন টিকার কার্যকর ব্যবহার নেই?
ক. MMR vaccine
খ. Hepatitis vaccine
গ. Chicken pox vaccine
ঘ. Cholera vaccine
উত্তরঃ ঘ

প্রশ্নঃ এইডস প্রতিরোধের ক্ষেত্রে কোনটি অধিকতর কার্যকরী?
ক. সচেতনতা সৃষ্টি
খ. শিক্ষার ব্যবস্থা
গ. আক্রান্তদের এড়িয়ে চলা
ঘ. আক্রান্তদের প্রতি যত্নবান হওয়া
উত্তরঃ ক

প্রশ্নঃ পাস্তুরাইজেশনের মাধ্যমে জীবাণুমুক্ত করা হয়?
ক. খাবার পানিকে
খ. অ্যালকোহলকে
গ. স্যালাইনকে
ঘ. দুধকে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি ভাইরাসজনিত রোগ?
ক. কলেরা
খ. বসন্ত
গ. যক্ষ্মা
ঘ. টাইফয়েড
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘স্ত্রী এ্যানোফিলিস মশা ম্যালেরিয়া জীবাণু বহন করে’- কার উক্তি?
ক. মেজর রোনাল্ড রস
খ. টটি
গ. ল্যাভেরণ
ঘ. স্যার প্যাট্রিক ম্যানসন
উত্তরঃ ক

প্রশ্নঃ যেসব অনুজীব রোগ সৃষ্টি করে তাদের বলা হয়-
ক. টক্সিন
খ. ইনফেকশন
গ. প্যাথজোনিক
ঘ. জীবাণু
উত্তরঃ গ

প্রশ্নঃ প্লেগ রোগের ব্যাকটেরিয়ার নাম কি?
ক. Plagie vincenna
খ. Yarsenia indinna
গ. Yersenia pestis
ঘ. Plagia tropica
উত্তরঃ গ

প্রশ্নঃ স্ত্রী কিউরেক্স মশা যে রোগের জীবাণু বহন করে
ক. ম্যালেরিয়া
খ. কালাজ্বর
গ. ফাইলেরিয়া
ঘ. ডেঙ্গুজ্বর
উত্তরঃ গ

প্রশ্নঃ যে সকল ব্যাকটেরিয়া রোগ সৃষ্টি করে, তাদের বলে-
ক. এরাবিক ব্যাকরেটিয়া
খ. এনারোবিক ব্যাকটেরিয়া
গ. ফেকালটেটিভ ব্যাকটেরিয়া
ঘ. উপরের কোনটি নয়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘জিকা’ ভাইরাস’ কোন মশার মাধ্যমে ছড়ায়?
ক. এডিস মশা
খ. কিউলেক্স
গ. অ্যানোফিলিস্‌
ঘ. মানসোনিয়া
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি কুষ্ঠরোগের লক্ষণ?
ক. দুগন্ধযুক্ত ত্বকে ক্ষত
খ. ক্ষতে অতিরিক্ত চুলকানি
গ. ক্ষতস্থান লাল হয়ে যাওয়া
ঘ. ত্বকে বিশেষ ধরনের ক্ষতে ব্যাথাহীনতা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ফিতা কৃমি কি ধরনের প্রাণী?
ক. মৃতজীবী
খ. আংশিক পরজীবী
গ. বহিঃপরজীবী
ঘ. অন্তঃপরজীবী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পানিতে ব্যাকটেরিয়া থাকলে কোনটি ঘটে?
ক. Hardness
খ. Alkalinity
গ. Diseases
ঘ. Bad taste
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি ভাইরাসজনিত রোগ?
ক. বহুমুত্র
খ. জলাতঙ্ক
গ. যক্ষ্মা
ঘ. টাইফয়েড
উত্তরঃ খ

প্রশ্নঃ এইডস (AIDS) একটি
ক. ব্যাকটোরিয়া ঘটিত রোগ
খ. ভাইরাস ঘটিত রোগ
গ. প্রোটোজোয়া ঘটিত রোগ
ঘ. ফাংগাস ঘটিত রোগ
উত্তরঃ খ

প্রশ্নঃ ডেঙ্গু রোগ ছড়ায়-
ক. Aedes aegypti মশা
খ. House flies
গ. Anophilies মশা
ঘ. ইঁদুর ও কাঠবিড়ালী
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোনটি পানিবাহিত রোগ নয়?
ক. প্যারাটাইফয়েড
খ. ডিপথেরিয়া
গ. কলেরা
ঘ. কোষ্টকাঠিন্য
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ব্যাকটেরিয়ার কোষে নিচের কোনটি উপস্থিত?
ক. প্লাসটিড
খ. মাইটোকন্ড্রিয়া
গ. নিওক্লিওলাস
ঘ. ক্রোমাটিন বস্তু
উত্তরঃ ক

প্রশ্নঃ ভাইরাসজনিত রোগ নয় কোনটি?
ক. জন্ডিস
খ. এইডস
গ. নিউমোনিয়া
ঘ. চোখ উঠা
উত্তরঃ গ

প্রশ্নঃ বার্ড ফ্লু-এর উৎস কোনটি?
ক. গরু
খ. বিড়াল
গ. মুরগি
ঘ. ছাগল
উত্তরঃ গ

প্রশ্নঃ চিকিৎসাবিজ্ঞান বিষয়ক কোন উক্তি সঠিক নয়?
ক. এন্টিবায়োটিক রোগ-জীবাণু ধ্বংস করে
খ. ডায়াবেটিস রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়
গ. ডেঙ্গু জ্বরের চিকিৎসার জন্য বিশেষ কোন ঔষধ নেই
ঘ. এনোফিলিস মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পোলিও ভাইরাস দেহে কিভাবে প্রবেশ করে?
ক. মশা কামড়ালে
খ. দূষিত খাদ্য ও পানি দ্বারা
গ. লালা গ্রন্থির দ্বারা
ঘ. শ্বাস প্রশ্বাসের দ্বারা
উত্তরঃ খ

প্রশ্নঃ জলবসন্তের রোগ জীবাণুর নাম-
ক. Vibrio
খ. Varicella
গ. Rubiola
ঘ. Rubella
উত্তরঃ খ

প্রশ্নঃ লেপ্রোসি বা কুষ্ঠরোগ একটি-
ক. ব্যাকটেরিয়াজনিত রোগ
খ. ভিটামিনের অভাবজনিত রোগ
গ. ভাইরাসজনিত রোগ
ঘ. হরমোনের অভাবজনিত রোগ
উত্তরঃ ক

প্রশ্নঃ হেপাটাইটিস (জন্ডিস) রোগের প্রধান কারণ-
ক. ভাইরাস
খ. ছত্রাক
গ. ব্যাকটেরিয়া
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ যে সকল প্রাণী এক মানবদেহ থেকে অন্য মানবদেহে রোগ জীবাণু বহন করে, তাকে বলে
ক. ব্যাক্টেরিয়া
খ. এজেন্ট
গ. হোস্ট
ঘ. ভেক্টর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ রাইজোবিয়াম (Rhizobium) কি?
ক. ব্যাক্টেরিয়া
খ. ভাইরাস
গ. ছত্রাক
ঘ. পরগাছা
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!