জীব বিজ্ঞান-১৭

প্রশ্নঃ ডেঙ্গুজ্বরের বাহক কোনটি?
ক. ভাইরাস
খ. বাতাস
গ. পানি
ঘ. মশা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বায়ুর মাধ্যমে সংক্রামিত হয় কোন রোগটি?
ক. ইফ্লুয়েঞ্জা
খ. আমাশয়
গ. টাইফঢেড
ঘ. কলেরা
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ যে সকল ভাইরাস ব্যাটেরিয়াকে আক্রমন করে, তাদেরকে বলা হয়-
ক. উদ্ভিদ ভাইরাস
খ. প্রাণী ভাইরাস
গ. ব্যাকটেরিওফাজ
ঘ. আক্রমনকারী ভাইরাস
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন রোগের নির্দিষ্ট লক্ষন নেই?
ক. এইডস
খ. গনোরিয়া
গ. গলগণ্ড রোগ
ঘ. গোদ রোগ
উত্তরঃ ক

প্রশ্নঃ দুধকে টক করে-
ক. ভাইরাস
খ. ব্যাকটেরিয়া
গ. ফাংগাস
ঘ. প্রোটোজোয়া
উত্তরঃ খ

সাধারণ বিজ্ঞান, জীববিজ্ঞান, রক্ত ও রক্তসংবহনতন্ত্র:

প্রশ্নঃ রক্তে শ্বেত কণিকা বেড়ে যাওয়াকে কি বলে-
ক. সিনসিটিয়াম
খ. লিউকোপোয়েসিস
গ. লিউকেমিয়া
ঘ. লিউকোপেনিযা
উত্তরঃ গ

প্রশ্নঃ একজন মানুষের শরীরে কি পরিমাণ রক্ত থাকে?
ক. ১০০০ লিটার
খ. ৭% of body’s weight
গ. ২০০০ লিটার
ঘ. শরীরের জলীয় অংশের ১০ ভাগ
উত্তরঃ খ

প্রশ্নঃ রক্ত জমাট বাধায় কোন কণিকা অংশ নেয়?
ক. লোহিত রক্ত কণিকা
খ. শ্বেত কণিকা
গ. অনুচক্রিকা
ঘ. অনুচক্রিকা ও লোহিত রক্তকণিকা
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন রক্ত গ্রুপকে সার্বজনীন গ্রহীতা বলে?
ক. A রক্তগ্রুপকে
খ. B রক্তগ্রুপকে
গ. AB রক্তগ্রুপকে
ঘ. O রক্তগ্রুপকে
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন ব্লাডধারী সব গ্রুপকে রক্ত দিতে পারে?
ক. A
খ. AB
গ. B
ঘ. O
উত্তরঃ ঘ

প্রশ্নঃ রক্তে প্রোটিনের হার কত?
ক. ৪৫%
খ. ৫০%
গ. ৫৫%
ঘ. ৬০%
উত্তরঃ খ

প্রশ্নঃ রক্তশূন্যতা বলতে কি বুঝায়?
ক. রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস পাওয়া
খ. রক্তের পরিমাণ কমে যাওয়া
গ. রক্তে অণুচক্রিকার পরিমাণ কমে যাওয়া
ঘ. রক্তরসের পরিমাণ কমে যাওয়া
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন বাক্যটি সঠিক
ক. হৃৎপিন্ডে অলিন্দের অবস্থান উপরে
খ. হৃৎপিন্ডে নিলয়ের অবস্থান নিচে
গ. হৃৎপিন্ডে ২টি করে অলিন্দ ও নিলয় আছে
ঘ. উপরের সবগুলো
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পূর্ণবয়স্ক সুস্থ ব্যক্তির গড় নাড়ীর স্পন্দন কত?
ক. ৬৮
খ. ৮০
গ. ৭২
ঘ. ৯০
উত্তরঃ গ

প্রশ্নঃ লসিকা রক্ততন্ত্রে প্রত্যাবর্তন করে
ক. ধমনীর মাধ্যমে
খ. শিরার মাধ্যমে
গ. লসিকা নালীর মাধ্যমে
ঘ. কৈশিক নালিকার মাধ্যমে
উত্তরঃ গ

প্রশ্নঃ হৃদপিন্ডের আবরণকারী পদার্থের নাম?
ক. পেরিটোনিয়াম
খ. পেরিকার্ডিয়াম
গ. প্লুরা
ঘ. যকৃতে
উত্তরঃ খ

প্রশ্নঃ মানুষের হৃৎপিন্ডে কতটি প্রকোষ্ঠ থাকে?
ক. দুটি
খ. চারটি
গ. ছয়টি
ঘ. আটটি
উত্তরঃ খ

প্রশ্নঃ রক্তে হিমোগ্লোবিন থাকে-
ক. প্লাজমায়
খ. শ্বেত রক্ত কণিকায়
গ. লোহিত রক্তকণিকায়
ঘ. অনুচক্রিকায়
উত্তরঃ গ

প্রশ্নঃ মানুষের রক্তে লোহিত কণিকা কোথায় সঞ্চিত থাকে?
ক. হৃদযন্ত্রে
খ. বৃক্কে
গ. ফুসফুসে
ঘ. প্লিহাতে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ শীতল রক্তবিশিষ্ট প্রাণী?
ক. হাঙ্গর
খ. পেঙ্গুইন
গ. কবুতর
ঘ. ব্যাঙ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ হৃৎপিন্ডের প্রকোষ্ঠের প্রসারণকে বলা হয়–
ক. সিস্টোল
খ. ডায়াস্টোল
গ. উভয়টিই সত্য
ঘ. কোনটিই সত্য নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ রক্তের লোহিত কণিকা তৈরি হয়
ক. তরুনাস্থিতে
খ. হরিদ্রা অস্থিমজ্জায়
গ. লোহিত অস্থিমজ্জায়
ঘ. যকৃতে
উত্তরঃ গ

প্রশ্নঃ দেহের অভ্যন্তরে রক্ত জমাট বাধে না কেন?
ক. রক্তে হেপারিন থাকায়
খ. রক্ত চলাচলের জন্য
গ. মাংশপেশির ক্রিয়ায়
ঘ. জারন ক্রিয়ায়
উত্তরঃ ক

প্রশ্নঃ যে প্রাণীর তিনটি হৃৎপিণ্ড রয়েছে-
ক. হাঙ্গর
খ. কাটল ফিস
গ. কস্তুরী মৃগ
ঘ. বানর
উত্তরঃ খ

প্রশ্নঃ লসিকার বৈশিষ্ট্য কোনগুলো?
ক. ক্ষারীয়
খ. লোহিত রক্তকণিকা অনুপস্থিত
গ. শ্বেত রক্তকণিকা অনুপস্থিত
ঘ. উপরের ক ও খ উভয়ই
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সিস্টোলিক চাপ বলতে বোঝায়-
ক. হৃৎপিন্ডের সংকোচন চাপ
খ. হৃৎপিন্ডের প্রসারণ চাপ
গ. হৃৎপিন্ডের প্রসারণ ও সংকোচন চাপ
ঘ. এর কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ What is Cardiograph?
ক. To measure blood
খ. To measure urine
গ. To measure stool
ঘ. To recorded movement of heart
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন প্রাণী শীতকালে শীতনিদ্রা যাপন করে?
ক. ব্যাঙ
খ. আরশোলা
গ. সাপ
ঘ. কেঁচো
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!