সাধারণ বিজ্ঞান, জীববিজ্ঞান, বিচিত্র প্রাণিজগৎ:
প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় পশু কোনটি?
ক. গয়াল
খ. ছাগল
গ. রয়েল বেঙ্গল টাইগার
ঘ. গরু
উত্তরঃ গ
প্রশ্নঃ কোনটি মেরুদণ্ডহীন/অমেরুদণ্ডী প্রাণী?
ক. কেঁচো
খ. বাঘ
গ. বানর
ঘ. কুমির
উত্তরঃ ক
প্রশ্নঃ আফ্রিকার নিরক্ষীয় নিবিড় অরণ্যে কোন প্রাণী বাস করে?
ক. সিংহ ও চিতাবাঘ
খ. গরিলা ও শিম্পাঞ্জী
গ. জিরাফ ও হরিণ
ঘ. হায়েনা ও জেব্রা
উত্তরঃ খ
প্রশ্নঃ কোনটি সবচেয়ে বেশি দুগ্ধ প্রদানকারী গাভীর জাত?
ক. হরিয়ানা
খ. সিন্ধী
গ. ফ্রিসিয়ান
ঘ. হিসার
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন স্তন্যপায়ী জীব ডিম দেয়?
ক. বাদুড়
খ. র্যাটল স্নেক
গ. প্লাটিপাস
ঘ. কোয়ালা
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন পশু শব্দ করতে পারেনা?
ক. গণ্ডার
খ. ক্যাঙ্গারু
গ. জিরাফ
ঘ. নীল গাই
উত্তরঃ গ
প্রশ্নঃ সবচেয়ে ছোট পাখি কোনটি?
ক. চড়ুই
খ. বাবুই
গ. রাতচোরা
ঘ. হামিং বার্ড
উত্তরঃ ঘ
প্রশ্নঃ Which of the following animals is not a mammal ?
ক. Elephant
খ. Crocodile
গ. Bat
ঘ. Whale
উত্তরঃ খ
প্রশ্নঃ কোনটি অমেরুদণ্ডী প্রানী?
ক. চিংড়ী
খ. সাপ
গ. কুমির
ঘ. বানর
উত্তরঃ ক
প্রশ্নঃ পৃথিবীতে প্রাণের সূচনা হয় আনুমানিক-
ক. ১০ লক্ষ বৎসর আগে
খ. ১ কোটি বৎসর আগে
গ. ১০ কোটি বৎসর আগে
ঘ. ১০০ কোটি বৎসর আগে
উত্তরঃ গ
প্রশ্নঃ বিপুল ও সোনালী হলো দুটি উন্নত জাতের–
ক. মাছের জাত
খ. রেশম পোকা
গ. পোল্ট্রির জাত
ঘ. হাঁসের জাত
উত্তরঃ খ
প্রশ্নঃ পামরী পোকা কোন অবস্থার ধানের জন্য ক্ষতিকর?
ক. শুককীট
খ. পূর্ণাঙ্গ পোকা
গ. ক ও খ উভয়েই
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ
প্রশ্নঃ প্রাণিজগতকে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী দুভাগে ভাগ করেন–
ক. থিওফ্রাস্টাস
খ. ল্যামার্ক
গ. মেন্ডেল
ঘ. অ্যারিস্টটল
উত্তরঃ খ
প্রশ্নঃ কোন পাখি দীর্ঘতম পথ পাড়ি দিতে পারে?
ক. গাঙচিল
খ. শকুন
গ. মাছরাঙা
ঘ. শঙ্খচিল
উত্তরঃ ক
প্রশ্নঃ জীবের বৈজ্ঞানিক নামকরণ করা হয় কোন ভাষায়?
ক. ফরাসি ভাষায়
খ. গ্রীক ভাষায়
গ. ল্যাটিন ভাষা
ঘ. ইংরেজি ভাষায়
উত্তরঃ গ
প্রশ্নঃ মৌমাছির লার্ভা দশা স্থায়ী হয়–
ক. ৩-৫ দিন
খ. ৬-৯ দিন
গ. ৪-৭ দিন
ঘ. ৮-১২ দিন
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন প্রাণী সবচেয়ে বেশি বাঁচে?
ক. কুমির
খ. কচ্ছপ
গ. তিমি
ঘ. হাতি
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম-
ক. রাজ কাঁকড়া
খ. গণ্ডার
গ. পিপীলিকাভুক ম্যানিস
ঘ. স্নো লোরিস
উত্তরঃ ক
প্রশ্নঃ মাকড়সার কয়টি পা?
ক. ১০টি
খ. ৮টি
গ. ১২টি
ঘ. ৬টি
উত্তরঃ খ
প্রশ্নঃ একটি রাণী মৌমাছি কতবার ডিম পাড়ে?
ক. ৪০০ বার
খ. ৬০০ বার
গ. ৮০০ বার
ঘ. ১০০০ বার
উত্তরঃ ঘ
প্রশ্নঃ প্রকৃতির লাঙ্গল বা কৃষকের বন্ধু কাকে বলে?
ক. ইঁদুর
খ. শজারু
গ. কেঁচো
ঘ. খরগোশ
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় পাখি –
ক. ময়না
খ. কাক
গ. শালিক
ঘ. দোয়েল
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ভূ-মণ্ডলের উপরিভাগে জীবমণ্ডলের (Biosphere) ব্যপ্তি
ক. প্রায় ৫০০০ মিটার
খ. প্রায় ৭০০০ মিটার
গ. প্রায় ১০০০ মিটার
ঘ. প্রায় ১৫০০০ মিটার
উত্তরঃ ঘ
প্রশ্নঃ সবচেয়ে বড় প্রাণী-
ক. হাতী
খ. গণ্ডার
গ. তিমি
ঘ. জলহস্তী
উত্তরঃ গ
প্রশ্নঃ তরুনাস্থিময় মাছের বৈশিষ্ট্য কোনটি?
ক. এদের ফুলকা ছিদ্র সরাসরি বাহিরে উন্মুক্ত থাকে
খ. দেহ চওড়া আশ দ্বারা আবৃত
গ. এদের উর্ধ্বগতি বায়ু থলি দিয়ে সম্পন্ন হয়
ঘ. এরা সমুদ্র ও নদীতে বাস করে
উত্তরঃ ক
প্রশ্নঃ উপকারী পতঙ্গ কোনটি?
ক. Grasshoper
খ. Silkworm
গ. Locust
ঘ. Cater piller
উত্তরঃ খ
প্রশ্নঃ গরুর গড় আয়ু কত?
ক. ২৫ বছর
খ. ১২ বছর
গ. ১৮ বছর
ঘ. ১৫ বছর
উত্তরঃ খ
প্রশ্নঃ কোন জীবটি ম্যামাল নয়?
ক. তিমি
খ. হাঙ্গর
গ. খরগোশ
ঘ. ডলফিন
উত্তরঃ খ
প্রশ্নঃ সন্ধিপদী (অর্থ্রোপোডা) প্রাণি হিসেবে পরিচিত?
ক. আরশোলা
খ. গলদা চিংড়ি
গ. মাকড়শা
ঘ. মশা
উত্তরঃ খ
প্রশ্নঃ কোন প্রাণী জীবনে একবারও পনি পান করেনা?
ক. ময়াল সাপ
খ. ক্যাঙ্গারু র্যাট
গ. বাদুড়
ঘ. কাঠবিড়ালী
উত্তরঃ খ
প্রশ্নঃ ম্যালেরিয়া জীবাণু হলো–
ক. এককোষী আণুবীক্ষণিক পরজীবী
খ. অকোষী আণুবীক্ষণিক পরজীবী
গ. বহুকোষী আণুবীক্ষণিক পরজীবী
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক
প্রশ্নঃ কোনটি স্তন্যপায়ী প্রাণী নয়?
ক. হাতী
খ. কুমির
গ. তিমি
ঘ. বাদুড়
উত্তরঃ খ
প্রশ্নঃ বানরের কয়টি পা?
ক. শুন্য
খ. দুটি
গ. চারটি
ঘ. একটি
উত্তরঃ গ
প্রশ্নঃ তিমি এক ধরনের-
ক. স্তন্যপায়ী প্রাণী
খ. প্রাণী
গ. মাছ
ঘ. সরীসৃপ
উত্তরঃ ক
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)
জীব বিজ্ঞানের এই প্রশ্নগুলো অনেক কাজে আসে।
Thanks for your comment !!!