জীব বিজ্ঞান-১৩

প্রশ্নঃ খাদ্য তৈরির জন্য উদ্ভিদ বায়ু থেকে গ্রহণ করে-
ক. অক্সিজেন
খ. কার্বন ডাই অক্সাইড
গ. নাইট্রোজেন
ঘ. জলীয় বাষ্প
উত্তরঃ খ

প্রশ্নঃ উদ্ভিদের ব্যাপন একটি–
ক. রাসায়নিক প্রক্রিয়া
খ. ভৌত প্রক্রিয়া
গ. রাসায়নিক বিক্রিয়া
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় তৈরি মূল পদার্থটি কি?
ক. পানি
খ. শর্করা
গ. আমিষ
ঘ. অক্সিজেন
উত্তরঃ খ

প্রশ্নঃ ক্লেরোফিল ছাড়া সম্পন্ন হয় না
ক. শ্বসন
খ. অভিস্রবন
গ. রেচন
ঘ. সালোকসংশ্লেষণ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সালোকসংশ্লেষণে কার্বন-ডাই-অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে
ক. কার্বনিক এসিড
খ. শুধু গ্লুকোজ
গ. শক্তি
ঘ. গ্লুকোজ ও অক্সিজেন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সালোক সংশ্লেষণ সংঘটিত হয় যেখানে-
ক. মাইটোকন্ড্রিয়া আছে
খ. নিউক্লিয়াস আছে
গ. ক্লোরোফিল আছে
ঘ. এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন প্রক্রিয়ার সাহায্যে উদ্ভিদ খাদ্য উৎপাদন করে?
ক. শ্বসন
খ. প্রস্বেদন
গ. ব্যাপন
ঘ. সালোকসংশ্লেষণ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সবুজ উদ্ভিদ কোথায় খাদ্য তৈরি করে?
ক. কাণ্ডে
খ. শিকড়ে
গ. পাতায়
ঘ. মাটিতে
উত্তরঃ গ

সাধারণ বিজ্ঞান, জীববিজ্ঞান, প্রাথমিক চিকিৎসা ও ঔষধ:

প্রশ্নঃ ভায়াগ্রা কি?
ক. একটি জলপ্রপাত
খ. নতুন একটি ঔষধ
গ. নতুন জাহাজের নাম
ঘ. সাড়া জাগানো চলচ্চিত্রের নাম
উত্তরঃ খ

প্রশ্নঃ বন্যার পর কোন অসুখের প্রাদুর্ভাব বেশি দেখা যায়?
ক. ডায়রিয়া
খ. ডেঙ্গু
গ. জ্বর
ঘ. চুলকানি
উত্তরঃ ক

প্রশ্নঃ বিষধর সাপে কামড়ালে ক্ষতস্থানে থাকে-
ক. পাশাপাশি দুটো দাঁতের দাগ
খ. অনেকগুলো ছোট ছোট দাঁতের দাগ
গ. ক্ষতস্থানে প্রচুর বিষ লেগে থাকে
ঘ. ক্ষতস্থান থেকে প্রচুর রক্তপাত হতে থাকে
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘সিঙ্কোনা’ কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়?
ক. আমাশয়
খ. ম্যালেরিয়া
গ. কালাজ্বর
ঘ. এইডস
উত্তরঃ খ

প্রশ্নঃ আঘাত লেগে ফুলে যাওয়ার প্রাথমিক চিকিৎসা কোনটি?
ক. ঠাণ্ডা পানি ও বরফ দেওয়া
খ. ডেটল বা চুনে রপানি দেওয়া
গ. পানি দিয়ে ধুয়ে ফেলা
ঘ. এসপিরিন বড়ি খেতে দেওয়া
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি এন্টিবায়োটিক?
ক. ইনসুলিন
খ. পেপসিন
গ. পেনিসিলিন
ঘ. ইথাইলিন
উত্তরঃ গ

প্রশ্নঃ নিম্নের কোনটি ভাইরাসরোধী ঔষধ?
ক. ভ্যাকসিন
খ. অ্যাসাইক্লোভির
গ. সারফাডক্সিন পাইরিমিথমিন
ঘ. ক্লোরোকুইন
উত্তরঃ খ

প্রশ্নঃ A normal solution contains 1 equivalent weight of solute in
ক. 1000ml
খ. 100ml
গ. 10ml
ঘ. 5ml
উত্তরঃ ক

প্রশ্নঃ এন্টিবায়োটিকের কাজ—
ক. জীবাণু ধংস করা
খ. রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করা
গ. ভাইরাস ধংস করা
ঘ. দ্রুত রোগ নিরাময় করা
উত্তরঃ ক

প্রশ্নঃ নরমাল স্যালাইন হলো সোডিয়াম ক্লোরাইড এর-
ক. ০.৫% জলীয় দ্রবণ
খ. ১% জলীয় দ্রবণ
গ. ০.৯% জলীয় দ্রবণ
ঘ. ১৯% জলীয় দ্রবণ
উত্তরঃ গ

প্রশ্নঃ শরীরের কোন অংশ পুড়ে গেলে তৎক্ষণাৎ প্রাথমিক ব্যবস্থা কি নেয়া উচিত?
ক. ডিম ভেঙ্গে শুধু সাদা অংশ দিয়ে প্রলেপ দেয়া
খ. বরফ বা পরিষ্কার ঠাণ্ডা পানি দেয়া
গ. লবণ পানি দেয়া
ঘ. নারিকেলের তৈল দেয়া
উত্তরঃ খ

প্রশ্নঃ এন্টিবায়োটিক ওষুধ তৈরি হয়/পেনিসিলিন ওষুধ তৈরি হয়
ক. ফার্ণ দিয়ে
খ. শৈবাল দিয়ে
গ. ছত্রাক দিয়ে
ঘ. লাইকেন দিয়ে
উত্তরঃ গ

প্রশ্নঃ দুর্ঘটনায় পতিত কোন ব্যক্তির ভাঙ্গা হাত-পায়ের প্রাথমিক পরিচর্যা কি করার জন্য বিশেষজ্ঞরা উপদেশ দিয়ে থাকেন?
ক. ব্যথা নিবরাক মলম জাতীয় ঔষধ লাগানো
খ. মালিশ করা
গ. শুধু সান্ত্বনা দেয়া
ঘ. ভাঙ্গা স্থনা কাঠ দিয়ে বেঁধে হাসপাতাল বা চিকিৎসকের নিকট পাঠানো
উত্তরঃ ঘ

প্রশ্নঃ অতিশক্তিশালী অ্যান্টিবায়োটিক দ্বারা রোগ নিরাময় ব্যবস্থাকে কি বলে?
ক. রেডিওথেরাপি
খ. আলট্রাসনোগ্রাফি
গ. কেমোথেরাপি
ঘ. হাইড্রোথেরাপি
উত্তরঃ গ

প্রশ্নঃ কলেরা বা ডায়রিয়ার রোগী স্যালাইন খেতে দেওয়া হয় কেন?
ক. বমি বন্ধ হওয়ার জন্য
খ. দেহে পানি ও লবণের ঘাটতি পূরণের জন্য
গ. পায়খানা বন্ধ হওয়ার জন্য
ঘ. দেহ বর্ধনের জন্য
উত্তরঃ খ

প্রশ্নঃ রোদে পোড়া, ত্বকে র‌্যাস বের হওয়া, পোকা মাকড়ের কামড়ে দরকার-
ক. লবণাক্ত পানিতে গোছল করা
খ. স্যাভলনযুক্ত পানিতে গোছল করা
গ. সিরকাযুক্ত পানিতে গোছল করা
ঘ. বেকিং সোডাযুক্ত গরম পানিতে সমস্ত শরীর ভেজানো
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি ম্যালেরিয়ার ঔষধ নয়?
ক. ক্লোরোকুইন
খ. ক্লোক্সাসিলিন
গ. মেফলোকুইন
ঘ. পাইরামিথামিন + সালফাডক্সিন
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!