কবি-সাহিত্যেকদের প্রথম গ্রন্থ

কবি-সাহিত্যেকদের প্রথম গ্রন্থ :

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস?উঃ বউ ঠাকুরানী হাট, ১৮৭৭ সাল।


রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা?উঃ হিন্দু মেলার উপহার, ১২৮১ বঙ্গাব্দ।
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছোট গল্প?উঃ ভিখারিনী, ১৮৭৪ সাল।


রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম নাটক?উঃ রুদ্রচন্ড, ১৮৮১ সাল।
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্য?উঃ বনফুল, ১২৮২ বঙ্গাব্দ।
কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস?উঃ বাধঁন হারা, ১৯২৭ সাল।
কাজী নজরুল ইসলামের প্রথম কবিতা?উঃ মুক্তি, ১৩২৬ বঙ্গাব্দ। প্রথম গ্রন্থ
কাজী নজরুল ইসলামের প্রথম কাব্য?উঃ অগ্নিবীণা, ১৯২২ সাল।
কাজী নজরুল ইসলামের প্রথম নাটক?উঃ ঝিলিমিলি, ১৯৩০ সাল।
কাজী নজরুল ইসলামের প্রথম গল্প?উঃ হেনা, ১৩২৬ বঙ্গাব্দ।
কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গল্প?উঃ বাউন্ডেলের আত্মকাহিনী


প্যারীচাঁদ মিত্রের প্রথম উপন্যাস?উঃ আলালের ঘরের দুলাল ১৮৫৮ সাল।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর-এর প্রথম অনুবাদ গ্রন্থ?উঃ বেতাল পঞ্চবিংশতি, ১৮৪৭ সাল।
রাজা রামমোহন রায়-এর প্রথম প্রবন্ধ গ্রন্থ?উঃ বেদান্ত গ্রন্থ, ১৮১৫ সাল।
আবদুল গাফফার চৌধুরী-এর প্রথম ছোট গল্প?উঃ কৃষ্ণপক্ষ, ১৯৫৯ সাল।
আবদুল গাফফার চৌধুরী-এর প্রথম উপন্যাস?উঃ চন্দ্রদ্বীপের উপাখ্যান ১৯৬০ সাল।
আবদুল গাফফার চৌধুরী-এর প্রথম শিশু সাহিত্য?উঃ ডানপিটে শওকত, ১৯৫৩ সাল।
আবু ইসহাক -এর প্রথম উপন্যাস?উঃ সূর্য দীঘল বাড়ি ১৯৫৫ সাল।
আবুল ফজল -এর প্রথম উপন্যাস?উঃ চৌচির, ১৯৩৪ সাল।
আবুল ফজল -এর প্রথম গল্প?উঃ মাটির পৃথিবী, ১৯৩৪ সাল।
আবুল ফজল -এর প্রথম নাটক?উঃ আলোক লতা, ১৯৩৪ সাল।
আবুল মনসুর আহমেদ-এর প্রথম ছোট গল্প?উঃ আয়না, ১৯৩৫ সাল।
আলাউদ্দিন আল আজাদ-এর প্রথম কাব্য?উঃ মানচিত্র, ১৯৬১ সাল।
আলাউদ্দিন আল আজাদ-এর প্রথম উপন্যাস?উঃ তেইশ নম্বর তৈলচিত্র, ১৯৬০ সাল
আলাউদ্দিন আল আজাদ-এর প্রথম নাটক?উঃ মনক্কোর যাদুঘর, ১৯৫৮ সাল
আলাউদ্দিন আল আজাদ-এর প্রথম গল্প?উঃ জেগে আছি, ১৯৫০ সাল
আলাউদ্দিন আল আজাদ-এর প্রথম প্রবন্ধ?উঃ শিল্পীর সাধনা, ১৯৫৮ সাল
আহসান হাবীব-এর প্রথম কাব্য?উঃ রাত্রি শেষ, ১৯৪৬ সাল
গোলাম মোস্তফা-এর প্রথম উপন্যাস?উঃ রূপের নেশা, ১৯২০ সাল
জসীম উদ্দিন -এর প্রথম কাব্য?উঃ রাখালী, ১৯২৭ সাল | প্রথম গ্রন্থ
জহির রায়হান-এর প্রথম গল্প?উঃ সূর্য গ্রহন, ১৯৫৫ সাল
নীলিমা ইব্রাহিম-এর প্রথম উপন্যাস?উঃ বিশ শতকের মেয়ে, ১৯৫৮ সাল
নূরুল মোমেন-এর প্রথম নাটক?উঃ নেমেসিস, ১৯৪৮ সাল
ফররুখ আহমদ-এর প্রথম কাব্য?উঃ সাত সাগরের মাঝি, ১৯৪৪ সাল
মুনীর চৌধুরী -এর প্রথম নাটক?উঃ রক্তাক্ত প্রান্তর, ১৩৬৮ বঙ্গাব্দ
ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ-এর প্রথম ভাষাগ্রন্থ?উঃ ভাষা ও সাহিত্য, ১৯৩১ সাল
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় -এর প্রথম গল্প?উঃ মন্দির, ১৯০৫ সাল
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় -এর প্রথম উপন্যাস?উঃ পথের পাঁচালী, ১৯২৯ সাল
জীবনানন্দ দাস -এর প্রথম কাব্য ?উঃ ঝরা পালক, ১৯২৮ সাল
মানিক বন্দ্যোপাধ্যায় -এর প্রথম উপন্যাস?উঃ পদ্মা নদীর মাঝি, ১৯৩৬ সাল
বেগম সুফিয়া কামাল -এর প্রথম গল্প?উঃ কেয়ার কাটা, ১৯৩৭ সাল
মোহাম্মদ নজিবর রহমান -এর প্রথম উপন্যাস ?উঃ আনোয়ারা, ১৯১৪ সাল
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী -এর প্রথম কাব্য?উঃ অনল প্রবাহ, ১৯০০ সাল
মাইকেল মধুসূদন দত্ত-এর প্রথম ইংরেজি রচনা?উঃ ক্যাপটিভ লেডি, ১৮৪৯ সাল
মাইকেল মধুসূদন দত্ত-এর প্রথম নাটক?উঃ শর্মিষ্ঠা, ১৮৫৯ সাল
মাইকেল মধুসূদন দত্ত-এর প্রথম কাব্য?উঃ তিলত্তমা সম্ভব, ১৮৬০ সাল
মাইকেল মধুসূদন দত্ত-এর প্রথম মহাকাব্য?উঃ মেঘনাদ বধ, ১৮৬১ সাল
বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়-এর প্রথম উপন্যাস ইংরেজি?উঃ রাজমোহন’স ওয়াইফ, ১৮৬২ সাল
বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়-এর প্রথম উপন্যাস বাংলা?উঃ দুর্গেশনন্দিনী, ১৮৬৫ সাল
দীনবন্ধু মিত্র -এর প্রথম নাটক?উঃ নীলদর্পন, ১৮৬০ সাল | প্রথম গ্রন্থ
দ্বিজেন্দ্রলাল রায় -এর প্রথম নাটক?উঃ তারাবাঈ, ১৯০৩ সাল
মীর মোশাররফ হোসেন-এর প্রথম নাটক?উঃ বসন্তকুমারী, ১৮৭৩ সাল
মীর মোশাররফ হোসেন-এর প্রথম উপন্যাস?উঃ রত্নাবতী, ১৮৬৯ সাল
রামনারায়ন তর্করত্ন -এর প্রথম নাটক?উঃ কুলীনকুল সর্বস্ব, ১৮৫৪ সাল
সৈয়দ ওয়ালীউল্লাহ -এর প্রথম গল্প?উঃ নয়নচারা, ১৯৪৫ সাল
সৈয়দ ওয়ালীউল্লাহ -এর প্রথম উপন্যাস?উঃ লালসালু, ১৯৪৮ সাল
হাসান হাফিজুর রহমান-এর প্রথম কাব্য?উঃ বিমুখ প্রান্তর, ১৯৬৩ সাল
শামসুর রহমান-এর প্রথম কাব্য?উঃ প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, ১৯৫৯ সাল
শহীদুল্লাহ কায়সার -এর প্রথম উপন্যাস?উঃ সারেং বউ, ১৯৬২ সাল
বন্দে আলী মিঞা-এর প্রথম কাব্য?উঃ ময়নামতির চর, ১৯৩০ সাল
বেগম রোকেয়া-এর প্রথম প্রবন্ধ?উঃ মতিচুর, ১৯০৪ সাল | প্রথম গ্রন্থ

আরো পড়ুন:

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!