ফল ও সবজির প্রধান উপাদান

০১।তেতুল – টারটারিক এসিড

০২। লেবুর রস – সাইট্রিক এসিড

০৩। দুধ – ল্যা্কটিক এসিড

০৪। কচুশাক – লৌহ

০৫। সিরকা – এসিটিক এসিড

০৬। আনারস – সাইট্রিক এসিড

০৭। টমেটো – ম্যালিক এসিড

০৮। কমলালেবু – অ্যাসকরবিক এসিড

০৯। আঙ্গুর – টারটারিক এসিড

১০। ডাব – পটাশিয়াম

১১। আপেল – ম্যালিক এসিড

১২। কলা – ম্যালিক এসিড ও সাইট্রিকএসিড

১৩। গাজর – ম্যালিক এসিড

১৪। আমলকি – অক্সালিক এসিড


আরো পড়ুন:


এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!