মানবদেহ

মানবদেহ :

সেলসিয়াস স্কেলে মানব দেহের স্বাভাবিক উষ্ণতা কত?উঃ ৩৬ .৯ ডিগ্রী


ফারেনহাইট স্কেল এ মানব দেহের স্বাভাবিক উষ্ণতা কত?উঃ ৯৮.৪ ডিগ্রী
স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ কত?উঃ ১৫ পাউন্ড | মানবদেহ
সিস্টোলিক চাপ বলতে কি বুঝায়?উঃ হৃদপিন্ডের সংকোচন চাপ।
ডায়াস্টোলিক চাপ বলতে কি বুঝায়?উঃ হৃদপিন্ডের প্রসারণ চাপ
রক্তের হিমোগ্লোবিন থাকে কোথায়?উঃ লোহিত রক্ত কণিকায়
রক্তের লোহিত রক্ত কণিকা কোথায় তৈরি হয়?উঃ অস্থিমজ্জায়
মানবদেহের মোট কশেরুকার সংখ্যা কত?উঃ ৩৩ টি | মানবদেহ
মানুষের মুখে কর্তন দাতের সংখ্যা কত?উঃ ২০ টি
রক্ত কণিকা কত প্রকার?উঃ ৩ প্রকার (লোহিত কণিকা, শ্বেত কণিকা ও অনুচক্রিকা)
রক্তে রক্ত কণিকার শতকরা হার কত?উঃ ৪০-৪৫%
মানবদেহের শতকরা কতভাগ রক্তরস?উঃ ৫৫%
রক্তরসের শতকরা কতভাগ পানি?উঃ ৯৫% পানি
হিমোগ্লোবিনের কাজ কি?উঃ অক্সিজেন ও কার্বন-ডাই অক্সাইড ভন করা।
মানুষের হৃৎপিণ্ড কত প্রকোষ্ঠ বিশিষ্ট?উঃ ৪ প্রকোষ্ঠ
লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত দিন?উঃ ৫ -৬ দিন
অনুচক্রিকার গড় আয়ু কত?উঃ ১০ দিন | মানবদেহ
রক্তশূন্যতা বলতে কি বুঝায়?উঃ হিমোগ্লোবিনের পরিমান কমে যাওয়া
রক্তের গ্রুপ আবিস্কার করেন কে?উঃ ল্যান্ড স্টিনার
বিলিরুবিন কোথায় তৈরী হয়?উঃ যকৃতে
বক্ষ গহ্বর ও উদর পৃথক করে রাখে কে?উঃ ডায়াফ্রাম
কিডনীর কার্যকরী একক কি?উঃ নেফরন
মূত্রের ঝাঁঝালো গন্ধের দায়ী পদার্থের নাম কি?উঃ অ্যামোনিয়া
মূত্র হলুদ দেখায় কেন?উঃ বিলিরুবিনের জন্য
অ্যামাইনো এসিড ইউরিয়ায় পরিনত হয় কোথায়?উঃ যকৃতে
মানবদেহে রাসায়নিক দূত হিসেবে কাজ করে কোন অঙ্গ?উঃ হরমোন | মানবদেহ
ডায়বেটিস রোগ হয় কোন প্রাণরসের অভাবে?উঃ ইনসুলিন
পিত্তরস ও অগ্নাশয় রসের সাথে কোথায় মিলিত হয়?উঃ ডিওডেনামে

আরো পড়ুন:

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!