সাধারণ বিজ্ঞান

০১.শীতে শরীর কাঁপে কেন?

– শরীরের তাপের চেযে বাইরের তাপ কম বলে

০২. ঘষর্ণে সকল পদার্থ তড়িৎগ্রস্ত হয় না কেন?

– মুক্ত ইলেকট্রন থাকে না বলে

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

০৩. রক্ত শূন্যতা বলতে কি বুঝ?

– রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস পাওয়া

০৪. কোথায় ভূমিকম্পের কম্পনের বেগ সর্বাপেক্ষা বেশি?

– উপকেন্দ্রে

০৫. ফসফরাসের অভাবের লক্ষণ কোনটি?

– পাতা , ফুল ও ফল ঝরে যাওয়া

০৬. ল্যাফিং গ্যাস কোনটি?

– নাইট্রাস অক্সাইড(N2O)

০৭. বোরন, সিলিকন , আর্সেনিক হচ্ছে-

– উপধাতু

০৮.কোন রোগে শিশুদের হাত ও পা ধনুকের মতো বাঁকা হয়ে যায়?

– রিকেটস

০৯. বাদুড় অন্ধকারে চলাফেরা করে কিভাবে?

– সৃষ্ট প্রতিধ্বনি শুনে

১০. সামুদ্রিক দ্বীপগুলোতে সারা বছর তাপমাত্রার খুব বেশি পরিবর্তন হয় না কেন?

– পানির আপেক্ষিক তাপ বেশি বলে ।


আরো পড়ুন:


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!