ঐতিহাসিক লাহোর প্রস্তাবের সংশোধন

ঐতিহাসিক লাহোর প্রস্তাবের সংশোধন | লাহোর প্রস্তাব গৃহীত হবার পূর্বে ভারতবর্ষে মুসলমানদের জন্য পৃথক একটি আবাসভূমির কথা কল্পনা করা হয়েছিল। কিন্তু ১৯৪০ সালে লাহোর প্রস্তাবে সর্বপ্রথম ভারতে ‘একাধিক স্বাধীন মুসলিম রাষ্ট্রের দাবি উত্থাপন করা হয়। সর্বপ্রথম এই প্রস্তাবে ভারতের মুসলিম সংখ্যাগরিষ্ঠ পূর্বাঞ্চলে একটি রাষ্ট্র গঠনের দাবি উত্থাপন করা হয়। ১৯৪৩ সাল পর্যন্ত জিন্নাহ লাহোর প্রস্তাব ব্যাখ্যা করার সময়, ‘একাধিক স্বাধীন রাষ্ট্রের’ কথাই উল্লেখ করেছেন।

কিন্তু ১৯৪৪ সালের সেপ্টেম্বর মাসে জিন্নাহ ও গান্ধীর মধ্যে যে পত্র বিনিময় হয় সেখানে জিন্নাহ সর্বপ্রথম ঘোষণা করেন যে, মুসলমান সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলো নিয়ে একটি মুসলিম রাষ্ট্র’ গঠিত হবে। ১৯৪৬ সালের ৯ এপ্রিল দিল্লিতে আইনসভার মুসলিম লীগ সদস্যদের একটি বিশেষ কনভেনশনে ‘একাধিক স্বাধীন রাষ্ট্রসমূহ’ কথাটি সংশোধন করে একটি স্বাধীন স্বার্বভৌম রাষ্ট্র গঠনের প্রস্তাব গৃহীত হয়।

এই বিশেষ কনভেনশন কমিটির সভায় বাংলার মুসলিম লীগ নেতা আবুল হাশিম এই সংশোধনী প্রস্তাবের সমালোচনা করে বলেন যে, “১৯৪০ সালের মূল লাহোর প্রস্তাব সংশোধন করার ক্ষমতা মুসলিম লীগের টিকেটে নির্বাচিত আইনসভাসমূহের সদস্যদের এই বিশেষ কনভেনশনের নাই।

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

ঐতিহাসিক লাহোর প্রস্তাবের সংশোধন | ”তিনি আরও বলেন যে, “অন্য একটি রাষ্ট্রের প্রায় এক হাজার মাইল ভূ-ভাগ দ্বারা বিচ্ছিন্ন দুটি দূরবর্তী অঞ্চল নিয়ে কখনও একটি রাষ্ট্র গঠিত হতে পারে না।” বিষয় কমিটির সভাপতি হিসেবে মি. জিন্নাহ বুঝানোর চেষ্টা করেন যে, টাইপের ভুলে লাহোর প্রস্তাব ‘state’ শব্দটির সাথে ‘s’ অক্ষরটি যুক্ত হয়েছিল।

কিন্তু মূল লাহোর প্রস্তাব পরীক্ষা করে দেখা গিয়েছে যে, বারবার ‘States’ শব্দটি ব্যবহৃত হয়েছে। মূলত শব্দ পরিবর্তনের ঐ ঘটনাটি ছিল পূর্ব পরিকল্পিত এবং ষড়যন্ত্রমূলক। কেননা মুসলিম লীগের বার্ষিক অধিবেশন ব্যতীত এরূপ বিশেষ কনভেনশনে এভাবে লাহোর প্রস্তাব সংশোধন করার ক্ষমতা ছিল না। তাছাড়া পরদিনই অর্থাৎ ১০ এপ্রিল মুসলিম লীগের অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল এবং সেখানে এ সংশোধনী প্রস্তাব উত্থাপন করা। যেত। এভাবে ভারতের পূর্বাঞ্চলে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নকে সুকৌশলে হত্যা করা হয়েছিল।

আরো পড়ুুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Scroll to Top