প্রশ্নঃ ‘পক প্রণালী’ সংযুক্ত করেছে…
ক. পূর্ব চীন সাগর ও জাপান সাগরকে
খ. ভারত মহাসাগর ও জাভা সাগরকে
গ. উত্তর সাগর ও বেরিং সাগরকে
ঘ. বঙ্গোপসাগর ও মান্নার উপসাগরকে
ঙ. কোনটিই নয়
উত্তরঃ ঙ
প্রশ্নঃ পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি?
ক. হিমালয় পর্বতমালা
খ. আল্পস পর্বতমালা
গ. আন্দিজ পর্বতমালা
ঘ. অ্যাটলাস পর্বতমালা
উত্তরঃ গ
প্রশ্নঃ আল্পস পর্বতমালা কোথায় অবস্থিত–
ক. পশ্চিম ইউরোপে
খ. পূর্ব ইউরোপে
গ. উত্তর আমেরিকায়
ঘ. দক্ষিন আমেরিকায়
উত্তরঃ ক
প্রশ্নঃ শীতল মরুভূমি কোনটি?
ক. লাদাখ
খ. আরব মরুভূমি
গ. সাহারা
ঘ. রাব আল খালী
উত্তরঃ ক
প্রশ্নঃ সুয়েজখাল কোন দুটি সাগরকে সংযোগ করে?
ক. লোহিত সাগর ও ভূমধ্য সাগর
খ. ভূমধ্য সাগর ও আরব সাগর
গ. ভূমধ্য সাগর ও কাস্পিয়ান সাগর
ঘ. লোহিত সাগর ও আরব সাগর
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘র্যাডক্লিফ লাইন’ কোন দুটি দেশের চিহ্নিত সীমারেখা?
ক. উত্তর কোরিয়া-দক্ষিণ কোরিয়া
খ. ভারত-চীন
গ. ভারত-পাকিস্তান
ঘ. জার্মানি-ফ্রান্স
উত্তরঃ গ
প্রশ্নঃ ডুরাল্ড লাইন কি?
ক. পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সীমারেখা
খ. ভারত ও চীনের মধ্যকার সীমারেখা
গ. ভারত ও পাকিস্তানের মধ্যকার সীমারেখা
ঘ. উপরের সবগুলোই
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘গডউইন অস্টিন’ পর্বতশৃঙ্গটি কোন পর্বতমালার?
ক. হিমালয়
খ. আল্পস
গ. কারাকোরাম
ঘ. আলাস্কা
উত্তরঃ গ
প্রশ্নঃ তেনজিং ও হিলারি কবে এভারেস্ট এর চূড়ায় পা রাখেন?
ক. ১৯৫৩ সালের ২৯ মে
খ. ১৯৭২ সালের ২১ জুন
গ. ১৯৭৪ সালের ২২ ডিসেম্বর
ঘ. ১৯৭৪ সালের ২৬ জুলাই
উত্তরঃ ক
প্রশ্নঃ বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটি?
ক. কাস্পিয়ান সাগর
খ. সুপিরিয়র হ্রদ
গ. ভিক্টোরিয়া হ্রদ
ঘ. ইরি হ্রদ
উত্তরঃ ক
প্রশ্নঃ নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত?
ক. যুক্তরাষ্ট্র-কানাডা
খ. যুক্তরাষ্ট্র-মেক্সিকো
গ. কানাডা-অস্ট্রেলিয়া
ঘ. যুক্তরাষ্ট্র-ব্রাজিল
উত্তরঃ ক
প্রশ্নঃ নিম্নে উল্লেখিত কোন হ্রদটি তানজানিয়া ও উগান্ডার আন্তর্জাতিক সীমানা হিসেবে বিবেচিত?
ক. চাঁদ
খ. মালওয়ি
গ. ভিক্টোরিয়া
ঘ. জামবেজি
উত্তরঃ গ
প্রশ্নঃ নিম্নের কোনটি পৃথিবীর উচ্চতম জলপ্রপাত?
ক. অ্যাঞ্জেলস
খ. ভিক্টোরিয়া জলপ্রপাত
গ. নায়াগ্রা জলপ্রপাত
ঘ. গ্রেট ফলস্ জলপ্রপাত
উত্তরঃ ক
প্রশ্নঃ প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত?
ক. রাঙ্গামাটি
খ. খাগড়াছড়ি
গ. বান্দরবান
ঘ. সিলেট
উত্তরঃ গ
প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম হ্রদ ‘কাস্পিয়ান সাগর’ কোন মহাদেশে অবস্থিত?
ক. আফ্রিকা
খ. উত্তর আমেরিকা
গ. এশিয়া
ঘ. অস্ট্রেলিয়া
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন অক্ষরেখা দুই কোরিয়াকে আলাদা করেছে?
ক. ১০°
খ. ১৭°
গ. ৩৮°
ঘ. ৩৩°
উত্তরঃ গ
প্রশ্নঃ In which continent is the Sahara desert located?/সাহারা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত?
ক. Africa
খ. Asia
গ. Europe
ঘ. America
উত্তরঃ ক
প্রশ্নঃ এশিয়া ও ইউরোপকে বিভক্তকারী পর্বতমালা?
ক. কারাকোরাম
খ. পিরেনিজ
গ. অ্যাটলাস
ঘ. উরাল
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘উত্তমাশা’ হলো একটি–
ক. হ্রদ
খ. অন্তরীপ
গ. দ্বীপ
ঘ. নাটক
উত্তরঃ খ
প্রশ্নঃ Niagara Falls is located in…/নায়াগ্রা জলপ্রপাত অবস্থিত–
ক. Asia
খ. Africa
গ. Australia
ঘ. North American
ঙ. None of these
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত অ্যাঞ্জেল ফলস্ কোথায় অবস্থিত?
ক. ভেনিজুয়েলা
খ. গায়ানা
গ. প্যারাগুয়ে
ঘ. ক্যালিফোর্নিয়া
উত্তরঃ ক
প্রশ্নঃ নায়াগ্রা জলপ্রপাত যে দেশেঅবস্থিত?
ক. স্কটল্যান্ড
খ. কানাডা
গ. ফ্রান্স
ঘ. আয়ারল্যান্ড
উত্তরঃ খ
প্রশ্নঃ ভূ-মধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান?
ক. হরমুজ
খ. জিব্রাল্টার
গ. দার্দানেলিস
ঘ. বসফরাস
উত্তরঃ খ
প্রশ্নঃ মাউন্ট ফুজিয়ামা কোথায় অবস্থিত?
ক. ইতালি
খ. কোরিয়া
গ. জাপান
ঘ. হাওয়াই
উত্তরঃ গ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)