আন্তর্জাতিক বিষয়াবলী-৯৪

প্রশ্নঃ কোন প্রণালী ভারত মহাসগরকে দক্ষিণ চীন সাগরের সাথে সংযুক্ত করেছে?
ক. বেরিং
খ. পক
গ. সুশিমা
ঘ. মালাক্কা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘ধবলগিরি’ পর্বত কোন দেশে অবস্থিত?
ক. পাকিস্তান
খ. ভুটান
গ. নেপাল
ঘ. ভারত
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ Adam’s Peak তীর্থস্থানটি কোথায় অবস্থিত?
ক. ভারতে
খ. শ্রীলংকায়
গ. ইন্দোনেশিয়ায়
ঘ. ভিয়েতনামে
উত্তরঃ খ

প্রশ্নঃ পৃথিবীর কোন সাগরে মানুষ অনায়াসে গা ভাসিয়ে থাকতে পারে?
ক. বাল্টিক
খ. লোহিত
গ. মৃত
ঘ. আড্রিয়াটিক
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘লাল করিডোর’ অঞ্চল চিহ্নিত হয় কোন দেশে–
ক. পাকিস্তান
খ. ভারত
গ. ইরান
ঘ. বাংলাদেশ
উত্তরঃ খ

প্রশ্নঃ ওয়ালেস-এর লাইন কোন কোন অঞ্চলের মধ্যকার কাল্পনিক সীমারেখা?
ক. এশিয়া ও অস্ট্রেলিয়া
খ. আফ্রিকা ও মাদাগাস্কার
গ. ওরিয়েন্টাল ও অস্ট্রেলিয়া
ঘ. উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ গোবি মরুভূমি কোন মহাদেশে অবস্থিত?
ক. আফ্রিকা
খ. দক্ষিণ আমেরিকা
গ. এশিয়া
ঘ. ইউরোপ
উত্তরঃ গ

প্রশ্নঃ নতুন সুয়েজ খাল হিসেবে পরিচিত খালের বর্ধিতাংশ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় কবে?
ক. ১০ আগস্ট ২০১৫
খ. ৮ আগস্ট ২০১৫
গ. ২ আগস্ট ২০১৫
ঘ. ৬ আগস্ট ২০১৫
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন খাল বা প্রণালী লোহিত সাগরকে ভূমধ্যসাগরের সাথে যুক্ত করেছে?
ক. পানামা
খ. সুয়েজ
গ. কিয়েল
ঘ. কোনটিই না
উত্তরঃ খ

প্রশ্নঃ আফ্রিকার বৃহত্তম হ্রদ কোনটি?
ক. তাঞ্জানিয়া
খ. রুডলক
গ. আলবার্টন
ঘ. ভিক্টোরিয়া
উত্তরঃ ঘ

প্রশ্নঃ প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে যে প্রণালী?
ক. পক প্রণালী
খ. পানামা প্রণালী
গ. জিব্রাল্টার প্রণালী
ঘ. মালাক্কা প্রণালী
উত্তরঃ খ

প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম লবণাক্ত হ্রদের নাম কি?
ক. কাস্পিয়ান
খ. বৈকাল
গ. পীত সাগর
ঘ. মান্নার উপসাগর
উত্তরঃ ক

প্রশ্নঃ সুপিরিয়র, মিসিগান, হুরন, ইরি, অন্টারিও- এই পাঁচটি হ্রদকে একত্রে কি বলে?
ক. ফাইভ লেকস
খ. গ্রেট লেকস
গ. স্ল্যাভ লেক্স
ঘ. ইউনিপেগ
উত্তরঃ খ

প্রশ্নঃ মিশর সুয়েজ খাল জাতীয়করণ করেছিল—
ক. ১৯৫৬ সালে
খ. ১৯৫৫ সালে
গ. ১৯৫৪ সালে
ঘ. ১৮৯৫ সালে
উত্তরঃ ক

প্রশ্নঃ উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার সীমারেখা কোনটি?
ক. ডুরাল্ড লাইন
খ. ৩৮তম অক্ষরেখা
গ. ম্যাজিনো লাইন
ঘ. ম্যাকমোহন লাইন
উত্তরঃ খ

প্রশ্নঃ ১৯৪৭ সালে উপমহাদেশ বিভক্তির সময় ভারত ও বাংলাদেশের মধ্যে নিরূপিত সীমারেখা–
ক. র‍্যাডক্লিফ লাইন
খ. ম্যাকমোহন লাইন
গ. ডুরাল্ড লাইন
ঘ. ম্যানারহেইম লাইন
উত্তরঃ ক

প্রশ্নঃ লাইন অব কন্ট্রোল কোনক দুটি রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে?
ক. ইসরাইল ও জর্ডান
খ. ভারত ও পাকিস্তান
গ. চীন ও তাইওয়ান
ঘ. উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া
উত্তরঃ খ

প্রশ্নঃ শ্রীলঙ্কাকে ভারত থেকে পৃথক করেছে কোন প্রণালী?
ক. বেরিং
খ. মালাক্কা
গ. মান্নার
ঘ. পক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি ভূবেস্টিত সাগর?
ক. মর্মর সাগর
খ. কৃষ্ণসাগর
গ. কাস্পিয়ান সাগর
ঘ. ভূমধ্যসাগর
উত্তরঃ গ

প্রশ্নঃ মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বিভক্তকারী সীমারেখা কোনটি?
ক. সনোরা লাইন
খ. ম্যাকনামারা লাইন
গ. ডুরাল্ড লাইন
ঘ. হিন্ডার বার্গ লাইন
উত্তরঃ ক

প্রশ্নঃ ওডার নীচ নদী—
ক. পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক
খ. পশ্চিম জার্মানি ও চেকোশ্লাভাকিয়ার মধ্যে সীমা নির্ধারক
গ. পশ্চিম জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক
ঘ. সংযুক্ত জার্মানি ও ফ্রান্সের মধ্যে সীমা নির্ধারক
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা কত?
ক. ৪৫০০
খ. ৪৫৫০
গ. ৫৬০০
ঘ. ৪৬০০
উত্তরঃ খ

প্রশ্নঃ সেন্ট বার্নার্ড গিরিপথ কোথায়?
ক. কলোরাডো
খ. অস্ট্রেলিয়ান আল্পস
গ. আফগানিস্তান
ঘ. সুইস আল্পস
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ভারত ও চীনের সীমান্ত রেখার নাম কি?
ক. ম্যাকমোহন লাইন
খ. ডুরাল্ড লাইন
গ. রেডলাইন
ঘ. র‍্যাডক্লিফ লাইন
উত্তরঃ ক

প্রশ্নঃ স্টবাক জলপ্রপাত কোথায় অবস্থিত?
ক. ক্যালিফোর্নিয়া
খ. ভেনিজুয়েলা
গ. সুইজারল্যান্ড
ঘ. ভারত
উত্তরঃ গ

প্রশ্নঃ পক প্রণলী সংযুক্ত করেছে?
ক. আটলান্টিক ভূমধ্যসাগর
খ. বঙ্গোপসাগর-জাভা সাগর
গ. ভারত মহাসাগর-জাভা সাগর
ঘ. ভারত মহাসাগর-আরব সাগর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ প্রথম এভারেস্ট বিজয়ীদের একজন–
ক. তেনজিং
খ. শের বাহাদুর
গ. কপিল দেব
ঘ. এদের কেউ নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ সুয়েজ খাল খননের ফলে এশিয়ার সাথে যোগাযোগ সহজ হয়েছে—
ক. আফ্রিকার
খ. অস্ট্রেলিয়ার
গ. ইউরোপের
ঘ. আমেরিকার
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘দাহনা’ কোন দেশের মরুভূমি?
ক. ইরাক
খ. সৌদি আরব
গ. সিরিয়া
ঘ. ইয়েমেন
উত্তরঃ খ

প্রশ্নঃ সুয়েজ খাল কোন দেশে অবস্থিত?
ক. দক্ষিণ আফ্রিকা
খ. আলজেরিয়া
গ. মিশর
ঘ. ব্রাজিল
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!