আন্তর্জাতিক বিষয়াবলী-৯৫

প্রশ্নঃ ‘পক প্রণালী’ সংযুক্ত করেছে…
ক. পূর্ব চীন সাগর ও জাপান সাগরকে
খ. ভারত মহাসাগর ও জাভা সাগরকে
গ. উত্তর সাগর ও বেরিং সাগরকে
ঘ. বঙ্গোপসাগর ও মান্নার উপসাগরকে
ঙ. কোনটিই নয়
উত্তরঃ ঙ

প্রশ্নঃ পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি?
ক. হিমালয় পর্বতমালা
খ. আল্পস পর্বতমালা
গ. আন্দিজ পর্বতমালা
ঘ. অ্যাটলাস পর্বতমালা
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ আল্পস পর্বতমালা কোথায় অবস্থিত–
ক. পশ্চিম ইউরোপে
খ. পূর্ব ইউরোপে
গ. উত্তর আমেরিকায়
ঘ. দক্ষিন আমেরিকায়
উত্তরঃ ক

প্রশ্নঃ শীতল মরুভূমি কোনটি?
ক. লাদাখ
খ. আরব মরুভূমি
গ. সাহারা
ঘ. রাব আল খালী
উত্তরঃ ক

প্রশ্নঃ সুয়েজখাল কোন দুটি সাগরকে সংযোগ করে?
ক. লোহিত সাগর ও ভূমধ্য সাগর
খ. ভূমধ্য সাগর ও আরব সাগর
গ. ভূমধ্য সাগর ও কাস্পিয়ান সাগর
ঘ. লোহিত সাগর ও আরব সাগর
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘র‍্যাডক্লিফ লাইন’ কোন দুটি দেশের চিহ্নিত সীমারেখা?
ক. উত্তর কোরিয়া-দক্ষিণ কোরিয়া
খ. ভারত-চীন
গ. ভারত-পাকিস্তান
ঘ. জার্মানি-ফ্রান্স
উত্তরঃ গ

প্রশ্নঃ ডুরাল্ড লাইন কি?
ক. পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সীমারেখা
খ. ভারত ও চীনের মধ্যকার সীমারেখা
গ. ভারত ও পাকিস্তানের মধ্যকার সীমারেখা
ঘ. উপরের সবগুলোই
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘গডউইন অস্টিন’ পর্বতশৃঙ্গটি কোন পর্বতমালার?
ক. হিমালয়
খ. আল্পস
গ. কারাকোরাম
ঘ. আলাস্কা
উত্তরঃ গ

প্রশ্নঃ তেনজিং ও হিলারি কবে এভারেস্ট এর চূড়ায় পা রাখেন?
ক. ১৯৫৩ সালের ২৯ মে
খ. ১৯৭২ সালের ২১ জুন
গ. ১৯৭৪ সালের ২২ ডিসেম্বর
ঘ. ১৯৭৪ সালের ২৬ জুলাই
উত্তরঃ ক

প্রশ্নঃ বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটি?
ক. কাস্পিয়ান সাগর
খ. সুপিরিয়র হ্রদ
গ. ভিক্টোরিয়া হ্রদ
ঘ. ইরি হ্রদ
উত্তরঃ ক

প্রশ্নঃ নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত?
ক. যুক্তরাষ্ট্র-কানাডা
খ. যুক্তরাষ্ট্র-মেক্সিকো
গ. কানাডা-অস্ট্রেলিয়া
ঘ. যুক্তরাষ্ট্র-ব্রাজিল
উত্তরঃ ক

প্রশ্নঃ নিম্নে উল্লেখিত কোন হ্রদটি তানজানিয়া ও উগান্ডার আন্তর্জাতিক সীমানা হিসেবে বিবেচিত?
ক. চাঁদ
খ. মালওয়ি
গ. ভিক্টোরিয়া
ঘ. জামবেজি
উত্তরঃ গ

প্রশ্নঃ নিম্নের কোনটি পৃথিবীর উচ্চতম জলপ্রপাত?
ক. অ্যাঞ্জেলস
খ. ভিক্টোরিয়া জলপ্রপাত
গ. নায়াগ্রা জলপ্রপাত
ঘ. গ্রেট ফলস্‌ জলপ্রপাত
উত্তরঃ ক

প্রশ্নঃ প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত?
ক. রাঙ্গামাটি
খ. খাগড়াছড়ি
গ. বান্দরবান
ঘ. সিলেট
উত্তরঃ গ

প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম হ্রদ ‘কাস্পিয়ান সাগর’ কোন মহাদেশে অবস্থিত?
ক. আফ্রিকা
খ. উত্তর আমেরিকা
গ. এশিয়া
ঘ. অস্ট্রেলিয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন অক্ষরেখা দুই কোরিয়াকে আলাদা করেছে?
ক. ১০°
খ. ১৭°
গ. ৩৮°
ঘ. ৩৩°
উত্তরঃ গ

প্রশ্নঃ In which continent is the Sahara desert located?/সাহারা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত?
ক. Africa
খ. Asia
গ. Europe
ঘ. America
উত্তরঃ ক

প্রশ্নঃ এশিয়া ও ইউরোপকে বিভক্তকারী পর্বতমালা?
ক. কারাকোরাম
খ. পিরেনিজ
গ. অ্যাটলাস
ঘ. উরাল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘উত্তমাশা’ হলো একটি–
ক. হ্রদ
খ. অন্তরীপ
গ. দ্বীপ
ঘ. নাটক
উত্তরঃ খ

প্রশ্নঃ Niagara Falls is located in…/নায়াগ্রা জলপ্রপাত অবস্থিত–
ক. Asia
খ. Africa
গ. Australia
ঘ. North American
ঙ. None of these
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত অ্যাঞ্জেল ফলস্‌ কোথায় অবস্থিত?
ক. ভেনিজুয়েলা
খ. গায়ানা
গ. প্যারাগুয়ে
ঘ. ক্যালিফোর্নিয়া
উত্তরঃ ক

প্রশ্নঃ নায়াগ্রা জলপ্রপাত যে দেশেঅবস্থিত?
ক. স্কটল্যান্ড
খ. কানাডা
গ. ফ্রান্স
ঘ. আয়ারল্যান্ড
উত্তরঃ খ

প্রশ্নঃ ভূ-মধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান?
ক. হরমুজ
খ. জিব্রাল্টার
গ. দার্দানেলিস
ঘ. বসফরাস
উত্তরঃ খ

প্রশ্নঃ মাউন্ট ফুজিয়ামা কোথায় অবস্থিত?
ক. ইতালি
খ. কোরিয়া
গ. জাপান
ঘ. হাওয়াই
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!