প্রশ্নঃ দ্বিতীয় বিম্বযুদ্ধের সময় কোরিয়া নিম্নের কোন দেশের অধীনে ছিল?
ক. যুক্তরাষ্ট্র
খ. জাপান
গ. চীন
ঘ. কোনটিই না
উত্তরঃ খ
প্রশ্নঃ ইসরাইল কত সালে পূর্ব জেরুজালেম দখল করেছিল?
ক. ১৯৪৮ সালে
খ. ১৯৬০ সালে
গ. ১৯৬৭ সালে
ঘ. ১৯৭৩ সালে
উত্তরঃ গ
প্রশ্নঃ দ্বিতীয় মহাযুদ্ধে জাপান আত্মসমর্পণ করে–
ক. মে, ১৯৪৫
খ. জুন, ১৯৪৫
গ. জুলাই, ১৯৪৫
ঘ. আগস্ট, ১৯৪৫
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বিশ্বের উষ্ণতা রোধের জন্য স্বাক্ষরিত চুক্তি-
ক. জেনেভা চুক্তি
খ. কিয়োটো চুক্তি
গ. সিটিবিটি
ঘ. রোম চুক্তি
উত্তরঃ খ
প্রশ্নঃ সর্বজনীন মানবাধিকার ঘোষণা কোন সালে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়?
ক. ১৯৪৬
খ. ১৯৪৮
গ. ১৯৫২
ঘ. ১৯৭৬
উত্তরঃ খ
প্রশ্নঃ মিশর ও ইসরাইলের মধ্যে কত সালে ক্যাম্পডেভিড চুক্তি স্বাক্ষররিত হয়?
ক. ১৯৭৭
খ. ১৯৭৮
গ. ১৯৭৯
ঘ. ১৯৮১
উত্তরঃ খ
প্রশ্নঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন-
ক. আইসেন হাওয়ার
খ. জন এফ কেনেডি
গ. রুজভেল্ট
ঘ. ট্রুম্যান
উত্তরঃ গ, ঘ
প্রশ্নঃ বসনিয়ায় যুদ্ধবিরতি স্বাক্ষরের মধ্যস্থতাকারী কে?
ক. বিল ক্লিনটন
খ. জিমি কার্টার
গ. নিক্সন
ঘ. রিগান
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধ হওয়ার কথা বলা হয়েছে?
ক. ন্যাটো(NATO)
খ. সিটিবিটি(CTBT)
গ. এনপিটি(NPT)
ঘ. সল্ট(SALT)
উত্তরঃ খ
প্রশ্নঃ ম্যাগনাকার্টা হচ্ছে-
ক. ফরাসি শাসনতন্ত্রের বাইবেল
খ. ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল
গ. স্পেনীয় শাসনতন্ত্রের বাইবেল
ঘ. জার্মান শাসনতন্ত্রের বাইবেল
উত্তরঃ খ
প্রশ্নঃ আফগান যুদ্ধের সর্বশেষ কমান্ডার কে ছিলেন?
ক. জেনারেল জন ম্যাককল
খ. জেনারেল জন ক্যালেন
গ. জেনারেল জন হার্বাট
ঘ. জেনারেল জন এফ ক্যাম্পবেল
উত্তরঃ ঘ
প্রশ্নঃ মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কখন আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়?
ক. ১৯৫০ সালে
খ. ১৯৫৫ সালে
গ. ১৯৬৫ সালে
ঘ. ১৯৬৬ সালে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ইরান-ইরাক যুদ্ধ শুরু হয়-
ক. ১৯৭৯ সালে
খ. ১৯৮১ সালে
গ. ১৯৮২ সালে
ঘ. ১৯৮০ সালে
উত্তরঃ ঘ
সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক বিষয়াবলী, বিশ্বের বিখ্যাত খাল, প্রণালী ও জলপ্রপাত:
প্রশ্নঃ Which one is not a man made waterway?/কোন পানিপথটি মানুষের দ্বারা নির্মিত নয়?
ক. Strait of Gibralter
খ. Suez Canal
গ. Kiel Canal
ঘ. Panama Canal
উত্তরঃ ক
প্রশ্নঃ ইউরোপে কোন ভূমিরূপটি দেখা যায় না?
ক. উপত্যকা
খ. কেপ
গ. মরুভূমি
ঘ. উপদ্বীপ
উত্তরঃ গ
প্রশ্নঃ মালাক্কা প্রণালীর অবস্থান?
ক. পশ্চিম এশিয়া
খ. দক্ষিণ এশিয়া
গ. পূর্ব এশিয়া
ঘ. দক্ষিণ – পূর্ব এশিয়া
উত্তরঃ ঘ
প্রশ্নঃ Which is the deepest lake in the world?/পৃথিবীর গভীর হ্রদ কোনটি?
ক. Lake Superior
খ. Lake Baikal
গ. Lake Huron
ঘ. Lake Malawi
ঙ. None of these
উত্তরঃ খ
প্রশ্নঃ উত্তমাশা অন্তিরীপ কোন মহাদেশে অবস্থিত?
ক. এশিয়া
খ. দক্ষিণ আমেরিকা
গ. আফ্রিকা
ঘ. অস্ট্রেলিয়া
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন সনে সুয়েজখালের খনন কাজ শেষ হয়?
ক. ১৮৬০ সালে
খ. ১৮৬৫ সালে
গ. ১৮৬৭ সালে
ঘ. ১৮৬৯ সালে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে?
ক. আটলান্টিক ও ভূমধ্যসাগর
খ. আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর
গ. ভারত ও প্রশান্ত মহাসাগর
ঘ. প্রশান্ত ও ভূমধ্যসাগর
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘ম্যাকমোহন লাইন’ কোন কোন দেশের সীমানা নির্ধারণ করে?
ক. চীন ও রাশিয়া
খ. চীন ও ভারত
গ. ভারত ও পাকিস্তান
ঘ. পাকিস্তান ও আফগানিস্তান
উত্তরঃ খ
প্রশ্নঃ সুয়েজ খাল কোন বৎসর চালু হয়?
ক. ১৯০৩
খ. ১৮৮৯
গ. ১৮৫৪
ঘ. ১৮৬৯
উত্তরঃ ঘ
প্রশ্নঃ হরমুজ প্রণলী সংযুক্ত করেছে?
ক. লোহিত সাগর ও ভূমধ্যসাগর
খ. ওমান উপসাগর ও পারস্য উপসাগর
গ. জিব্রাল্টার ও লোহিত সাগর
ঘ. জাপান সাগর ও ভূমধ্যসাগর
উত্তরঃ খ
প্রশ্নঃ সংযুক্তির পূর্বে উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের সীমানা কোন অক্ষরেখা দ্বারা চিহ্ণিত ছিল?
ক. ৩৮° সমান্তরাল
খ. ১৭° সমান্তরাল
গ. ২৩° সমান্তরাল
ঘ. ১৮° সমান্তরাল
উত্তরঃ খ
প্রশ্নঃ সমুদ্র সমতল হতে অতি উচ্চ বিস্তীর্ণ ভূমিকে কি বলে?
ক. সমভূমি
খ. পর্বত
গ. ল্যাকোলিথ
ঘ. মালভূমি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ সুমাত্রাকে মালয়েশিয়া উপদ্বীপ থেকে পৃথক করেছে কোন প্রণালী?
ক. বসফরাস
খ. পক
গ. সুন্দা
ঘ. মালাক্কা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ জার্মান আক্রমণ হতে রক্ষা পাওয়ার জন্য ফ্রান্স কর্তৃক জার্মান-ফ্রান্স সীমান্তে নির্মিত সুরক্ষিত সীমারেখা কোনটি?
ক. ডুরাল্ড লাইন
খ. ম্যাজিনো লাইন
গ. হিল্ডারবার্গ লাইন
ঘ. ম্যাকমোহন লাইন
উত্তরঃ খ
প্রশ্নঃ প্রথম বাংলাদেশী এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম কোন সালে মাউন্ট এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেন?
ক. ২০০৮
খ. ২০০৯
গ. ২০১০
ঘ. ২০১১
উত্তরঃ গ
প্রশ্নঃ ইজিয়ান সাগরের সাথে মর্মর সাগরের সংযোগকারী প্রণালীর নাম—-
ক. বসফরাস
খ. দার্দানেলিস
গ. বেরিং
ঘ. জিব্রাল্টার
উত্তরঃ খ
আরো পড়ুন: