আন্তর্জাতিক বিষয়াবলী-৯২

প্রশ্নঃ দ্বিতীয় বিম্বযুদ্ধের সময় কোরিয়া নিম্নের কোন দেশের অধীনে ছিল?
ক. যুক্তরাষ্ট্র
খ. জাপান
গ. চীন
ঘ. কোনটিই না
উত্তরঃ খ

প্রশ্নঃ ইসরাইল কত সালে পূর্ব জেরুজালেম দখল করেছিল?
ক. ১৯৪৮ সালে
খ. ১৯৬০ সালে
গ. ১৯৬৭ সালে
ঘ. ১৯৭৩ সালে
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ দ্বিতীয় মহাযুদ্ধে জাপান আত্মসমর্পণ করে–
ক. মে, ১৯৪৫
খ. জুন, ১৯৪৫
গ. জুলাই, ১৯৪৫
ঘ. আগস্ট, ১৯৪৫
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বিশ্বের উষ্ণতা রোধের জন্য স্বাক্ষরিত চুক্তি-
ক. জেনেভা চুক্তি
খ. কিয়োটো চুক্তি
গ. সিটিবিটি
ঘ. রোম চুক্তি
উত্তরঃ খ

প্রশ্নঃ সর্বজনীন মানবাধিকার ঘোষণা কোন সালে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়?
ক. ১৯৪৬
খ. ১৯৪৮
গ. ১৯৫২
ঘ. ১৯৭৬
উত্তরঃ খ

প্রশ্নঃ মিশর ও ইসরাইলের মধ্যে কত সালে ক্যাম্পডেভিড চুক্তি স্বাক্ষররিত হয়?
ক. ১৯৭৭
খ. ১৯৭৮
গ. ১৯৭৯
ঘ. ১৯৮১
উত্তরঃ খ

প্রশ্নঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন-
ক. আইসেন হাওয়ার
খ. জন এফ কেনেডি
গ. রুজভেল্ট
ঘ. ট্রুম্যান
উত্তরঃ গ, ঘ

প্রশ্নঃ বসনিয়ায় যুদ্ধবিরতি স্বাক্ষরের মধ্যস্থতাকারী কে?
ক. বিল ক্লিনটন
খ. জিমি কার্টার
গ. নিক্সন
ঘ. রিগান
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধ হওয়ার কথা বলা হয়েছে?
ক. ন্যাটো(NATO)
খ. সিটিবিটি(CTBT)
গ. এনপিটি(NPT)
ঘ. সল্ট(SALT)
উত্তরঃ খ

প্রশ্নঃ ম্যাগনাকার্টা হচ্ছে-
ক. ফরাসি শাসনতন্ত্রের বাইবেল
খ. ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল
গ. স্পেনীয় শাসনতন্ত্রের বাইবেল
ঘ. জার্মান শাসনতন্ত্রের বাইবেল
উত্তরঃ খ

প্রশ্নঃ আফগান যুদ্ধের সর্বশেষ কমান্ডার কে ছিলেন?
ক. জেনারেল জন ম্যাককল
খ. জেনারেল জন ক্যালেন
গ. জেনারেল জন হার্বাট
ঘ. জেনারেল জন এফ ক্যাম্পবেল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কখন আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়?
ক. ১৯৫০ সালে
খ. ১৯৫৫ সালে
গ. ১৯৬৫ সালে
ঘ. ১৯৬৬ সালে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ইরান-ইরাক যুদ্ধ শুরু হয়-
ক. ১৯৭৯ সালে
খ. ১৯৮১ সালে
গ. ১৯৮২ সালে
ঘ. ১৯৮০ সালে
উত্তরঃ ঘ

সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক বিষয়াবলী, বিশ্বের বিখ্যাত খাল, প্রণালী ও জলপ্রপাত:

প্রশ্নঃ Which one is not a man made waterway?/কোন পানিপথটি মানুষের দ্বারা নির্মিত নয়?
ক. Strait of Gibralter
খ. Suez Canal
গ. Kiel Canal
ঘ. Panama Canal
উত্তরঃ ক

প্রশ্নঃ ইউরোপে কোন ভূমিরূপটি দেখা যায় না?
ক. উপত্যকা
খ. কেপ
গ. মরুভূমি
ঘ. উপদ্বীপ
উত্তরঃ গ

প্রশ্নঃ মালাক্কা প্রণালীর অবস্থান?
ক. পশ্চিম এশিয়া
খ. দক্ষিণ এশিয়া
গ. পূর্ব এশিয়া
ঘ. দক্ষিণ – পূর্ব এশিয়া
উত্তরঃ ঘ

প্রশ্নঃ Which is the deepest lake in the world?/পৃথিবীর গভীর হ্রদ কোনটি?
ক. Lake Superior
খ. Lake Baikal
গ. Lake Huron
ঘ. Lake Malawi
ঙ. None of these
উত্তরঃ খ

প্রশ্নঃ উত্তমাশা অন্তিরীপ কোন মহাদেশে অবস্থিত?
ক. এশিয়া
খ. দক্ষিণ আমেরিকা
গ. আফ্রিকা
ঘ. অস্ট্রেলিয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন সনে সুয়েজখালের খনন কাজ শেষ হয়?
ক. ১৮৬০ সালে
খ. ১৮৬৫ সালে
গ. ১৮৬৭ সালে
ঘ. ১৮৬৯ সালে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে?
ক. আটলান্টিক ও ভূমধ্যসাগর
খ. আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর
গ. ভারত ও প্রশান্ত মহাসাগর
ঘ. প্রশান্ত ও ভূমধ্যসাগর
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘ম্যাকমোহন লাইন’ কোন কোন দেশের সীমানা নির্ধারণ করে?
ক. চীন ও রাশিয়া
খ. চীন ও ভারত
গ. ভারত ও পাকিস্তান
ঘ. পাকিস্তান ও আফগানিস্তান
উত্তরঃ খ

প্রশ্নঃ সুয়েজ খাল কোন বৎসর চালু হয়?
ক. ১৯০৩
খ. ১৮৮৯
গ. ১৮৫৪
ঘ. ১৮৬৯
উত্তরঃ ঘ

প্রশ্নঃ হরমুজ প্রণলী সংযুক্ত করেছে?
ক. লোহিত সাগর ও ভূমধ্যসাগর
খ. ওমান উপসাগর ও পারস্য উপসাগর
গ. জিব্রাল্টার ও লোহিত সাগর
ঘ. জাপান সাগর ও ভূমধ্যসাগর
উত্তরঃ খ

প্রশ্নঃ সংযুক্তির পূর্বে উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের সীমানা কোন অক্ষরেখা দ্বারা চিহ্ণিত ছিল?
ক. ৩৮° সমান্তরাল
খ. ১৭° সমান্তরাল
গ. ২৩° সমান্তরাল
ঘ. ১৮° সমান্তরাল
উত্তরঃ খ

প্রশ্নঃ সমুদ্র সমতল হতে অতি উচ্চ বিস্তীর্ণ ভূমিকে কি বলে?
ক. সমভূমি
খ. পর্বত
গ. ল্যাকোলিথ
ঘ. মালভূমি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সুমাত্রাকে মালয়েশিয়া উপদ্বীপ থেকে পৃথক করেছে কোন প্রণালী?
ক. বসফরাস
খ. পক
গ. সুন্দা
ঘ. মালাক্কা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ জার্মান আক্রমণ হতে রক্ষা পাওয়ার জন্য ফ্রান্স কর্তৃক জার্মান-ফ্রান্স সীমান্তে নির্মিত সুরক্ষিত সীমারেখা কোনটি?
ক. ডুরাল্ড লাইন
খ. ম্যাজিনো লাইন
গ. হিল্ডারবার্গ লাইন
ঘ. ম্যাকমোহন লাইন
উত্তরঃ খ

প্রশ্নঃ প্রথম বাংলাদেশী এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম কোন সালে মাউন্ট এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেন?
ক. ২০০৮
খ. ২০০৯
গ. ২০১০
ঘ. ২০১১
উত্তরঃ গ

প্রশ্নঃ ইজিয়ান সাগরের সাথে মর্মর সাগরের সংযোগকারী প্রণালীর নাম—-
ক. বসফরাস
খ. দার্দানেলিস
গ. বেরিং
ঘ. জিব্রাল্টার
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!